X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

মাস্ক ব্যবহারে অনীহা বেড়েছে

জুবায়ের আহমেদ
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:২২

‘করোনা শেষ তাই মাস্কের ব্যবহারও শেষ’, অনেকটা ঠাট্টার সুরেই কথাটি বললেন খুচরা মাস্ক বিক্রেতা হেলাল মিয়া। গত দেড় বছর ধরে তিনি পথের ধারে মাস্ক বিক্রি করছেন। করোনার শুরুতে তার মাস্কের বিক্রি যতটা ছিল তা এখন চার ভাগের এক ভাগে নেমে এসেছে বলে তিনি জানান। বিক্রি কমে যাওয়ার কারণ জিজ্ঞাস করলে হেলাল মিয়া উত্তর দেন, ‘মানুষ এখন আর মাস্ক পরে না, তাই কেউ কিনে না। বিক্রিও হয় না।’

মাস্ক ছাড়াই মিছিল দুলাল হোসেন, আগে কম্পিউটার ফটোকপির দোকানে কাজ করতেন। করোনাতে স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ায় গুলিস্তানের মোড়ে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা সুরক্ষা সরঞ্জামাদির দোকান নিয়ে বসেছেন। খুচরা পাইকারি দুভাবেই বিক্রি করেন। তিনি জানান, আগে ৭-৮ হাজার টাকার মাল বিক্রি হলেও এখন দুই হাজারও হয় না। বিক্রি অনেক কমে গেছে। বিক্রি কমে যাওয়ার কারণ জিজ্ঞাস করলে তিনি বলেন, ‘মানুষজন এখন বাধ্য হয়ে মাস্ক পরে। অফিসে ঢোকার ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকে বলেই মাস্ক ব্যবহার করে। অনেকে আবার সামাজিকতা রক্ষা করতে মাস্ক পরে। এমনিতে সচেতনার জন্য কেউ মাস্ক পরে না।’

মাস্ক ছাড়া বাজারে মানুষ রাজধানীর বিভিন্ন জায়গায় মাস্কের খুচরা এবং পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে একই কথা জানা যায়। বর্তমানে তাদের মাস্ক বিক্রির পরিমাণ কমে গেছে। মানুষের মাস্কের ব্যবহার কমে যাওয়াই এর মূল কারণ। রাজধানীর সড়কগুলোতে সরেজমিনে দেখা যায়, করোনার প্রকোপ না কমলেও কমেছে মানুষের মাস্কের ব্যবহার। সরগম স্থানগুলোতে মাস্কের ব্যবহারে অনিহা দেখা গিয়েছে লোকজনের মাঝে।

মাস্ক বিক্রেতা মাস্কবিহীন ঘুরে বেড়ানো মাসুম নামের এক পথচারীকে বিনা মাস্কে বের হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মাস্ক পরতে অস্বস্তি লাগে।’ করোনার বিষয়ে তিনি বলেন, ‘আমার আশপাশে কারো করোনা হয়নি। আর করোনা ধরলে, মাস্ক পরলেও ধরবে।’

মার্কেটে মাস্কবিহীন মানুষের ভিড় রানা নামের আরেকজন লেগুনাচালককে মাস্ক না পরার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমি একজনেরও দেখিনি করোনায় মারা গেছেন। তবে শুনেছি নিজের পারসোনাল গাড়ি চালায় এমন একজন মারা গেছেন। আমি যেসব খাওয়া দাওয়া করি, ইনশাআল্লাহ আমার করোনা হবে না।’

মাস্ক ব্যবহারে অনীহা বেড়েছে মাস্কহীনতার এই চিত্র সারা রাজধানীজুড়েই। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) শাহবাগ, শহীদ মিনার, জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন এলাকায় ছাত্র সংগঠনগুলোর অনুষ্ঠানেও দেখা গেছে উপস্থিতিদের মাস্কের প্রতি অনীহা। সমাবেশ, মিছিলগুলোয় সামাজিক দূরত্ব যেমন ছিল না, প্রায় একইভাবে মাস্ক পরতেও দেখা গেছে খুবই কম।

এত কিছুর মাঝেও ব্যতিক্রম সুর শোনা গিয়েছে বাসে করে ১০ টাকায় ৫টি মাস্ক বিক্রি করা মোহম্মদ আজিজের মুখে। আগে দিনে ২ হাজার ৫০০ টাকার মাস্ক বিক্রি করলেও এখন বিক্রি করেন ৫০০ টাকার। তাতেও কোনও আক্ষেপ নেই একেক সময় একেক পণ্য বিক্রি করা এই বিক্রেতার। বরং তার প্রত্যাশা সবাই সুস্থ হয়ে উঠুক, কারও যেন আর মাস্ক পরতে না হয়।

 

/ইউআই/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই