X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

উপত্যকার দখল নিয়ে যা বললেন পাঞ্জশির থেকে পালানো আফগানরা

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৫০

আফগানিস্তানের উত্তরাঞ্চলের পাঞ্জশির উপত্যাকা দখলে নিতে সম্প্রতি প্রতিরোধ বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘাত হয় তালেবানের। গত ৬ সেপ্টেম্বর তালেবান পাঞ্জশির দখলে নেওয়ার দাবি করলে বহু বাসিন্দা উপত্যাকা ছেড়ে পালিয়ে আশপাশে আশ্রয় নেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে যুদ্ধের ভয়াবহ বর্ণনা দিয়েছেন পালিয়ে আসা আফগানরা।

পাঞ্জশিরের আহমদ মাসুদের নেতৃত্ত্বাধীন ন্যাশনাল রেসিসট্যান্স ফ্রন্ট (এনআরএফ) যোদ্ধারা যখন পরাজয়ের দ্বারপ্রান্তে তখন উপত্যাকার বহু আফগান পালিয়ে যান। তালেবান যোদ্ধারা সাধারণ মানুষের ওপর অত্যাচার চালায়, এমন অভিযোগ তোলেন উপত্যাকার বাসিন্দরা। প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেতে বাধ্য হন অনেকে।

আল জাজিরাকে এক আফগান সরকারি কর্মকর্তা বলেন ‘আমরা জানতাম না পরের গ্রামে কী ঘটছে। নিজের পরিচয় গোপন করে পাঞ্জশির ছেড়ে পালিয়ে আসি। 

প্রতিরোধ যোদ্ধা ও তালেবানের পাল্টাপাল্টি হামলায় উপত্যাকার পাহাড়জুড়ে কালো কালো গর্ত সৃষ্টি হয়েছে। আগস্টে প্রবল যুদ্ধের সময় পাঞ্জশিরের ইন্টারনেট পরিষেবাসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় তালেবান। এতে পুরো আফগানিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে পাঞ্জশিরের বাসিন্দরা। এর কিছুদিন পরই (৬ সেপ্টেম্বর) পাঞ্জশির দখলের ঘোষণা দেয় তালেবান। যদিও প্রতিরোধ বাহিনীর প্রধান আহমদ মাসুদ লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক উপত্যাকার এক আফগান বাসিন্দা বলেন, সংঘাত চলাকালীন পাঞ্জশিরের প্রবেশ মুখে থাকা অনেকে শিপিং কন্টেইনার আটকে দেয় তালেবান। এতে সংকট আরও তীব্রতর হয়।

পালিয়ে আসা ওই সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, সংঘাতের কারণে পরিস্থিতি এতটাই খারাপের দিকে যায় যে, ঘণ্টার মধ্যেই সব কিছু বদলে যেতে পারে মনে হচ্ছিল। তখনও আরএনএফ দাবি করে, তারা দেড় হাজার তালেবান যোদ্ধাকে বন্দি করে ফেলে। তিনি বলেন, পুরো আফগানিস্তান থেকে তালেবান যোদ্ধারা পাঞ্জশির দখলের জন্য জড়ো হয়। তবে তাদের সংখ্যা ঠিক কতো ছিল তা পরিষ্কার নয়।

পাঞ্জশিরে প্রবেশের পর তালেবান সেখানকার সাধারণ মানুষের ওপর নৃশংসতা চালানোর খবর রটে। তবে এমন সংবাদের কোনও প্রমাণ নেই বলে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) আল-জাজিরাকে বলেন হাক্কানি নেটওয়ার্কের আনাস হাক্কানির সদস্য ওসামা বিন জাওয়াইদ। সেখানে এমন কিছুই ঘটেনি দাবি করেন তিনি।

জাওয়াইদ আরও বলেন, কিছু লোক আছে যারা আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় না। তারাই এ ধরনের মিথ্যা ও গুজব ছড়ানোর চেষ্টা করছে’।

এর আগে, আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ বলেন, পাঞ্জশিরের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে সাংবাদিকদের তদন্তের সুযোগ দেওয়া হবে। যদিও পাঞ্জশিরের এনআরএফের সমর্থকরা দাবি করছেন, প্রদেশটিতে গণহত্যা চালিয়েছে তালেবান যোদ্ধারা।

পালিয়ে আসা সরকারি কর্মকর্তা উদ্বেগ আল-জাজিরাকে বলেন, পাঞ্জশিরে যুদ্ধে আহত বহু লোক চিকিৎসা সেবা পাচ্ছেন না। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও প্রয়োজনীয় সহায়তার অভাবে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে বলে জানান তিনি।

/এলকে/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী