X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১০ বছরে দুর্গাসাগরে ধরা পড়লো সবচেয়ে বড় মাছ 

বরিশাল প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:২৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:২৮

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘিতে বড়শিতে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের কাতল মাছ। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর মৎস্য শিকারি বাপ্পি সরদার মাছটি ডাঙায় তুলতে সক্ষম হন। স্থানীয় মৎস্য শিকারিরা বলছেন গত ১০ বছরে দুর্গাসাগরে ধরা পড়া এটিই সবচেয়ে বড় মাছ। বাপ্পি বরগুনা সদরের কলেজ রোড এলাকার বাসিন্দা। পরে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাপ্পির বন্ধুরা মিলে মাছটি ভাগ করে নেন।  

বাপ্পি জানান, বৃহস্পতিবার বিকালে বন্ধুরা মিলে টিকিট কিনে দুর্গাসাগরে মাছ শিকারে আসেন। রাত সোয়া ১১টার দিকে বড়শিতে বড় ধরনের একটি মাছ আটকা পড়ে। এরপর বন্ধুদের সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে মাছটি ডাঙায় তোলা হয়। এসময় অপর মৎস্য শিকারি এবং তাদের সঙ্গে লোকজনের মধ্যে হইচই পড়ে যায়। সকলে বুঝতে পেরেছিল মাছটি বিশালাকৃতির হবে।

তিনি আরও বলেন, আসলে মাছ বরশিতে আটকে যাওয়ার পর তা ডাঙায় তোলার মধ্যে হচ্ছে বড় আনন্দ। মাছটিকে নিয়ে তিন ঘণ্টা খেলার পর তাকে বশ করা সম্ভব হয়। তবে ওই তিন ঘণ্টা কীভাবে যে কেটেছে আমি টের পাইনি। আমার টার্গেট ছিল যেভাবেই হোক মাছটিকে ডাঙায় তুলবো। এত বড় মাছ তীরে আনার পর বেশ আনন্দ লেগেছে। 

সেখানে থাকা একাধিক মৎস্য শিকারি বলেন, মাছটি পাড়ে তোলার পর থেকেই কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। গত ১০ বছরে দুর্গাসাগর দিঘিতে এত বড় মাছ পাওয়া যায়নি। সর্বশেষ গত ১৪ জুন এ দিঘিতে ২৫ কেজি ওজনের আরও একটি কাতলা মাছ ধরা পড়েছিল। সোহেল জমাদ্দার নামের মৎস্য শিকারি ওই মাছটি ধরেছিলেন।

শুক্রবার রাতে মাছ ধরা শেষে নিজ এলাকায় ফিরে যান বাপ্পি ও তার বন্ধুরা। সেখানে যাওয়ার পর ফের কৌতুহলী মানুষের ভিড় লেগে যায়। এরপর মাছটি কেটে চার বন্ধু মিলে ভাগ করে নেন। 



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা