X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সব অর্জন দুর্নীতিবাজরা শেষ করে দিচ্ছে: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫০

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব অর্জন দুর্নীতিবাজরা ও প্রশাসন শেষ করে দিচ্ছে। এটা আমরা মানতে পারি না। আওয়ামী লীগের কাছে মানুষ অনেক কিছু আশা করে। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো, তিনি যেন মানুষের হৃদয়ের ভাষা বোঝার চেষ্টা করেন। তাহলে দেশের উন্নতি হবে।’ শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বসুরহাট পৌরসভা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় বসুরহাট পৌরসভার দাবি আদায়ে আল্টিমেটাম দেন। তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে এসব দাবি পূরণ করা না হলে ২৫ সেপ্টেম্বর থেকে কোম্পানীগঞ্জ জুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’

তার আল্টিমেটামগুলো হলো– কোম্পানীগঞ্জের সব ঘটনার সুষ্ঠু তদন্ত, অন্যায়ভাবে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি, কোম্পানীগঞ্জে দ্রুত গ্যাস সংযোগ ও চর এলাহীর ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ।

জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গার উদ্দেশে আবদুল কাদের মির্জা বলেন, ‘আমি যখন বলি, বঙ্গবন্ধুকে হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান, তখন অনেকে আমার বিরুদ্ধে অপপ্রচার করেন। জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় রাঙ্গা আমাকে নিয়ে মিথ্যাচার করেছেন। রাঙ্গা সাহেব কী জিনিস তা সবাই জানেন। তিনি পরিবহন জগতের সবচেয়ে বড় চাঁদাবাজ।’

কোম্পানীগঞ্জে অ্যারেস্ট বাণিজ্য চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার নেতাদের গ্রেফতার করে টাকার বিনিময়ে সাংবাদিক মুজাক্কির এবং সিএনজিচালক আলাউদ্দিন হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা আমার কর্মীদের কাছে থেকে জনপ্রতি সাড়ে তিন লাখ টাকা করে চেয়েছেন। ওই টাকা না দেওয়ায় আমার কর্মীদের শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। কিন্তু প্রতিপক্ষের কাউকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়নি।’

জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগানকে জাতীয় স্লোগানের দাবি জানিয়ে কাদের মির্জা বলেন, ‘বাংলাদেশে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় অনেকে ভিন্নভাবে দেখেন। জয় বাংলা হলো জাতীয় স্লোগান। আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু জাতীয় স্লোগান করা হোক।’

এ সময় উপস্থিত ছিলেন– উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাছের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজ, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়েরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

/এমএএ/
সম্পর্কিত
‌শব্দ বোমাবাজ সেফুদা নোয়াখালীর আওয়ামী লীগকে ধ্বংস করেছে: এমপি একরাম
সেন্টমার্টিনে ইউরেনিয়ামের খনি আছে: কাদের মির্জা
‘সেন্টমার্টিনে বোমা বানানোর সব জিনিস আছে, তাই আমেরিকার চোখ পড়েছে’
সর্বশেষ খবর
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চাই: প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চাই: প্রধানমন্ত্রী
গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী
গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী
মোস্তাফিজের অনাপত্তিপত্র ইস্যুতে দুই মেরুতে বিসিবি
মোস্তাফিজের অনাপত্তিপত্র ইস্যুতে দুই মেরুতে বিসিবি
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট