X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গাড়ি থেকে নামিয়ে যুবককে পিটিয়ে আহত, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৪

চট্টগ্রামে দিনদুপুরে প্রকাশ্যে এক যুবককে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে চান্দগাঁও থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন পূর্ব মোহরা এলাকার বাসিন্দা মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জমি নিয়ে পূর্ব বিরোধের ঘটনায় দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়েছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন এক যুবককে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় মামলা নিয়েছি। ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে যাওয়ায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের ধরতে অভিযান চলছে।’

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরের মোহরা ছাফা মোতালেব কলেজ গেটে বাদীর ভাই মো. সাইফ উদ্দিনকে ব্যারিকেড দিয়ে গাড়ি থেকে নামিয়ে আসামিরা পিটিয়ে হত্যাচেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।

মামলার আসামিরা হলেন- মো. মহিউদ্দিন, মো. সোলায়মান, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল্লাহ আল হাসান, জাহেদ উল্লাহ, মো. সাইফুল্লাহ, মো. সাকেত, মো. টিপু, মো. ইমরান. মো. আরিফ ও মো. আসিফ। তারা সবাই নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ১২ মে তার বাবা মো. মুছা, ভাই মো. সাইফউদ্দিন ও মো. জালালকে মারধর করেন আসামিরা। এ ঘটনায় মো. জালাল বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন আসামিরা। জামিনে বের হয়ে তারা আবারও বেপরোয়া হয়ে ওঠে। শুক্রবার দুপুরে পূর্ব মোহরার বাড়ি থেকে প্রাইভেট কারে বহদ্দারহাট যাচ্ছিলেন তার ছোট ভাই সাইফউদ্দিন। ছাফা মোতালেব কলেজ গেটে পৌঁছালে গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে তাকে  নামায় তারা। এরপর আসামিরা এলোপাতাড়ি পেটাতে থাকেন। তাকে বেধড়ক মারধর করতে দেখে লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সাইফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

/এফআর/
সম্পর্কিত
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা