X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৪ সন্তানসহ মায়ের বিষপান, ঘরে ধরিয়ে দেন আগুন

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৪

পারিবারিক কলহের জেরে চার সন্তানসহ বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক মা। শুধু বিষপান করেই ক্ষান্ত হননি, ঘরে আগুনও ধরিয়ে দেন মাহমুদা বেগম নামের এ নারী। শনিবার (১৮ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগরে ঘটনাটি ঘটে। রবিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আনোয়ার হোসেন।

লক্ষ্মীপুর সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, লক্ষ্মীপুর শহরের কলেজ রোডের বাংলাদেশ মেডিক্যাল নামের ফার্মেসির মালিক নাদিম মাহমুদ ও তার স্ত্রী মাহমুদা বেগমের পারিবারিক কলহ দীর্ঘদিনের। এতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। এর জেরে মাহমুদা ঘরের দরজা বন্ধ করে তিন ছেলে ও এক মেয়েকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। এরপর নিজেও পান করেন।

তিনি আরও জানান, নিজেদের মৃত্যু নিশ্চিত করতে পুরো ঘরে তিনি কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর সন্তানদের নিয়ে তিনি বাথরুমে অবস্থান নেন। শিশুদের চিৎকার ও ঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে আশপাশের মানুষ জড়ো হয়ে দরজা ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তার চার সন্তান হলো- জুলহাস (১০), মর্তুজা (৭), আরমান (৫) ও মেয়ে পান্না (৬)।

পান্না জানায়, তার মা রাতে সবাইকে জুস খাইয়েছে। এরপর কী হয়েছে সে জানে না।

নাদিম মাহমুদ বলেন, ‘স্ত্রীর কারণে আমাকে অশান্তিতে থাকতে হয়। সে সবসময় আমাকে টাকার চাহিদা দেখায়। সে প্রায়ই সন্তানদের নিয়ে আত্মহত্যার হুমকি দিত। হঠাৎ সন্তানদের নিয়ে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে।’

হাসপাতালের চিকিৎসক ডা. কমলাশীষ জানান, বিষক্রিয়া নিয়ে মা-সন্তানদের হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের আশঙ্কামুক্ত হতে ৭২ ঘণ্টা সময় অপেক্ষা করতে হবে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইমদাদুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
সর্বশেষ খবর
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা