X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হামলা ও প্রাণনাশের হুমকিতে কবিরহাটের ২ কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন 

নোয়াখালী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৮

নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনের আগে হামলার অভিযোগ এনে দুই কাউন্সিলর প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। ভোট বর্জন করা দুই প্রর্থী হলেন, ৬ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি প্রতীকের প্রার্থী মো. হানিফ ও ৯ নম্বর ওয়ার্ডের ডালিম প্রতীকের প্রার্থী মো. আলী জিন্নাহ। রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পৃথক পৃথক সংবাদ সম্মেলন করে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. হানিফ অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী উটপাখি প্রতীকের প্রার্থী সফি উল্যাহ দুলাল ও তার সমর্থকরা রবিবার রাতে আমার ও বোনের বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর এবং প্রাণনাশের চেষ্টা চালায়। তাই জীবনের নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

অপরদিকে, ৯ নম্বর ওয়ার্ডের ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, নির্বাচনের দুইদিন আগে থেকে প্রাণনাশের হুমকি পাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, নির্বাচনে সহিংসতার বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কবিরহাটের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. মনিরুল ইসলাম জানান, বিষয়টির খোঁজ নিয়ে দেখবেন। 

উল্লেখ্য, কবিরহাট পৌরসভার মেয়র পদে বর্তমান মেয়র জহিরুল হক রায়হান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সেখানে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া, জেলার হাতিয়ার সাতটি ও সুবর্ণচর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়