X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

মা-বাবার বিরুদ্ধে মামলা করলেন থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৪

পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। তবে তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই সুপারস্টার বিশ্বজুড়ে থালাপতি বিজয় হিসেবে পরিচিত।

সেই নামটিই ব্যবহার করে রাজনৈতিক সুবিধা পেতে চেয়েছেন তার বাবা এসএ চন্দ্রশেখর। 

তৈরি করেছেন ‘অল ইন্ডিয়া থালাপতি বিজয় মাকল আইয়াকাম’ নামে একটি দল। ভারতের নির্বাচন কমিশনের তথ্যমতে, দলটির কোষাধ্যক্ষ বিজয়ের মা শোভা চন্দ্রশেখর ও সাধারণ সম্পাদক তার বাবা।
এরপর অনেকের ধারণা ছিল, শিগগির এই দলে যোগ দেবেন বিজয়ও। কিন্তু তা করেননি এই অভিনেতা। উল্টো ১১ জনের বিরুদ্ধে মামলা করে দিয়েছেন। 

সে তালিকায় আছেন বিজয়ের মা ও বাবাও। তামিলনাড়ুর মাদ্রাজ সিটি কোর্টে এই মামলা করেছেন এই সুপারস্টার।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, অভিনেতা বিজয় যে মামলা করেছেন তাতে উল্লেখ করেছেন, বাবা-মাসহ তার প্রাক্তন কর্মকর্তা যেন বিজয়ের নাম অথবা তার ফ্যান ক্লাবের নাম রাজনৈতিক দলে ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে নিষেধাজ্ঞা চেয়েছেন তিনি।

তবে আরও আগে বিষয়টি নিয়ে সবাইকে সাবধান করেছিলেন তামিল ছবির এক নম্বর এই তারকা। 

২০২০ সালের নভেম্বরে বিজয় একটি লিখিত বিবৃতি প্রকাশিত করে বলেন—‘আমার বাবার দেওয়া রাজনৈতিক বিবৃতির সঙ্গে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও সম্পর্ক নেই। আমি আমার ভক্তদের অনুরোধ করছি, আমার বাবা যে পার্টি শুরু করেছেন তাতে যোগ দেবেন না। যদি কেউ রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য আমার ছবি, নাম বা আমার ফ্যান ক্লাবের অপব্যবহার করার চেষ্টা করেন, তবে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’ 

এদিকে গত ২২ জুন ছিল এই সুপারস্টারের জন্মদিন। এই দিনে আনুষ্ঠানিকভাবে নতুন ছবির ঘোষণা এসেছে। এর নাম ‘বিস্ট’। ৬৫তম এ চলচ্চিত্রটির জন্য ১০০ কোটি রুপি নিচ্ছেন এই তারকা। যা তামিল ইতিহাসেও একটি রেকর্ড।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গানের শহরে খালিদ খালিদ কান্না...
গানের শহরে খালিদ খালিদ কান্না...
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
পরীর টলিউড অধ্যায় শুরু
পরীর টলিউড অধ্যায় শুরু
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা