X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গরিবের ৮ কোটি টাকা আত্মসাৎ, ৩ কর্মকর্তা ৬ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ২২:২১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:২৩

ময়মনসিংহের ধোবাউড়ায় অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচিসহ (ইজিপিপি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আট কোটি ২৫ লাখ ৫২ হাজার ৮৬৪ টাকা আত্মসাতের অভিযোগে তিন সরকারি কর্মকর্তা ও ছয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল সোমবার (২০ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি ময়মনসিংহ জেলা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- ধোবাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসেন উজ্জ্বল, উপ-সহকারী প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী শাহীনুর ফেরদৌস, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক, ধোবাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান এরশাদুল হক, পোড়াকান্দুলীয়া ইউনিয়নের চেয়ারম্যান স্বপন তালুকদার, গোয়াতলা ইউনিয়নের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, ঘোষগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামছুল হক ও বাঘবেড় ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন। এছাড়া আরও অজ্ঞাত ১০-১২ জনকে মামলায় আসামি করা হয়েছে।

দুদকের ময়মনসিংহের উপ-পরিচালক ফারুক হোসেন জানান, এ নিয়ে আদালতে একটি মামলা ও দুদককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত তাদের কাছে কোনও কাগজ আসেনি।

প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে ময়মনসিংহ আদালতে কর্মকর্তা ও চেয়ারম্যানসহ ৯ জনকে আসামি করে মামলা দায়েরের বিষয়টি ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুজ্জামান শুনেছেন বলে জানান। তবে এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, একই প্রকল্পের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন মামলার বাদী প্রিয়তোষ বিশ্বাস বাবুল। এর পরিপ্রেক্ষিতে সচিবের প্রতিনিধি হিসেবে সরেজমিন তদন্ত করেন উপ-সচিব মনিরুজ্জামান। ইতোমধ্যে তিনি অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।

/এফআর/
সম্পর্কিত
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া