X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খুলনার ৩৪ ইউপির ২১টিতে নৌকা জয়ী

খুলনা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৫

খুলনার পাঁচ উপজেলার ৩৪ ইউনিয়নের মধ্যে ২১টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। আটটিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও চারটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ফলাফল স্থগিত রয়েছে। স্থানীয় ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এ তথ্য জানায়। তবে রিটার্নিং অফিসার এখনও বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেননি।

দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপিতে নৌকার প্রার্থী গাজী জাকির হোসেন, আড়ংঘাটা ইউপিতে বামপন্থী স্বতন্ত্র আনারস প্রতীকের এসএম ফরিদ আক্তার, সদর ইউপিতে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউপিতে বিদ্রোহী স্বতন্ত্র জিয়া গাজী, গাজীরহাট ইউপিতে বিদ্রোহী স্বতন্ত্র মফিজুল ইসলাম ঠাণ্ডা, যোগীপোল ইউপিতে বিদ্রোহী স্বতন্ত্র সাজ্জদুর রহমান লিংকন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপিতে নৌকার কওসার আলী জোয়ার্দার, লতা ইউপিতে নৌকার কাজল কান্তি বিশ্বাস, লস্কর ইউপিতে নৌকার আরিফুজ্জান তুহিন কাগজী, গদাইপুর ইউপিতে নৌকার জিয়াদুল ইসলাম জিয়া, সোলাদানা ইউপিতে নৌকার আবদুল মান্নান গাজী, দেলুটি ইউপিতে নৌকার রিপন কান্তি মন্ডল, গড়ইখালি ইউপিতে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম ও রাড়ুলী ইউপিতে নৌকার আবুল কালাম আজাদ, চাঁদখালী ইউপিতে বিদ্রোহী স্বতন্ত্র শাহজাদা মো. আবু ইলিয়াস জয়ী হয়েছেন।

কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউপিতে নৌকার সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি ইউপিতে বিদ্রোহী স্বতন্ত্র আছের আলী মোাড়ল, মহেশ্বরীপুর ইউপিতে নৌকার শাহনেওয়াজ, মহারাজপুর ইউপিতে নৌকার আবদুল্লাহ আল মাহমুদ, আমাদি ইউপিতে নৌকার জিয়াউর রহমান জিয়া ও বাগালী ইউপিতে নৌকার আব্দুস সামাদ গাজী নির্বাচিত হয়েছেন। 

কয়রা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হযরত আলী বলেন, ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার ঘটনায় কয়রা সদর ইউপিতে কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়া হয়। সে কারণে এই ইউপিতে চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

দাকোপ উপজেলার বাজুয়া ইউপিতে নৌকার মানষ কুমার রায়, তিলডাঙ্গা ইউপিতে স্বতন্ত্র গাজী জালাল উদ্দিন, কামারখোলা ইউপিতে নৌকার পঞ্চানন মণ্ডল, সদর ইউপিতে নৌকার বিনয় কৃষ্ণ রায়, বানিয়াশান্তা ইউপিতে নৌকার সুদেব রায়, লাউডোব ইউপিতে নৌকার শেখ যুবরাজ, পানখালী ইউপিতে স্বতন্ত্র সাব্বির আহমেদ, সুতারখালী ইউপিতে নৌকার মাসুম আলী ফকির, কৈলাশগঞ্জ ইউপিতে নৌকার মিহির মণ্ডল নির্বাচিত হয়েছেন।

বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউপিতে স্বতন্ত্র আসলাম হালদার, বালিয়াডাঙ্গা ইউপিতে বিদ্রোহী স্বতন্ত্র শেখ আসাবুর রহমান ও আমীরপুর ইউনিয়নে নৌকার জি এম মিলন নির্বাচিত হয়েছেন।

/এএম/
সম্পর্কিত
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
বিধিমালা সংশোধন: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দিতে হবে হলফনামা
বাবুছড়া ইউপি নির্বাচন১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে নৌকা, জয়ী স্বতন্ত্র প্রার্থী
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া