X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

আমার কোনও প্যানেল নেই, যে খুশি দাঁড়াতে পারে: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২১, ২২:২৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২২:২৭

প্রথমবার নির্বাচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ পেলেও দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন নাজমুল হাসান পাপান। এবারও সেই পথেই হাঁটছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী কাউকেই পাওয়া যাচ্ছে না। তবে প্রতিদ্বন্দ্বী থাকুক আর না থাকুক, কোনও প্যানেল গঠন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিসিবির বর্তমান সভাপতি। যে কেউ দাঁড়ানোর এখতিয়ার রাখে বলে আজ (মঙ্গলবার) বোর্ড সভা শেষে জানিয়েছেন তিনি।

বিসিবি নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসছে। চলতি মাসেই শেষ হয়ে যাবে বিসিবি সভাপতি হিসেবে পাপনের মেয়াদ। সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। ২০১৩ সালের অক্টোবরের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। প্রথমবারের মতো ২০১৭ সালেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হন তিনি। এবার তৃতীয় দফায় নির্বাচনে অংশগ্রহণ করলেও আগেরবারের মতো সেই উত্তাপ নেই। আগামী মাসের শুরুতেই নির্বাচন দিয়ে নতুন কমিটির কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই দায়িত্ব হস্তান্তর করতে চায় এই বোর্ড। সেই লক্ষ্যে সব কাজ এগিয়ে চলছে। ভোটার তালিকা প্রায় চূড়ান্ত, কেবল বাকি তফসিল ও নির্বাচনের তারিখ ঘোষণার।

এক প্রশ্নের জবাবে পাপন বলেছেন, ‘আমার কোনও প্যানেল নেই, যে খুশি দাঁড়াতে পারে। ইলেকশন হবে। যে জিতে আসতে পারে। ওখানে যদি আমি জিতে আসি, তাহলে আমি একজন পরিচালক হয়ে আসবো। প্রত্যেকবার প্যানেল থাকে, প্যানেল দিলে আর কেউ দাঁড়ায় না। এখন কেউ বলতে পারবে না সে আমার ক্যান্ডিডেট। এগুলো কিছু নেই।’

শুরু থেকেই এবার পরিচালক হওয়ার ইচ্ছার কথা জানিয়ে আসছেন পাপন। আজও সেই একই কথা শোনালেন তিনি, ‘আমার প্রথম আবেদন যেটা থাকবে, আমি সভাপতি হতে চাই না। কিন্তু আমি সমর্থন দেওয়ার জন্য আছি। এরপর কী হয় আমি জানি না। আমি আশা করবো এবার ইলেকশনটা পারফেক্ট হবে।’

নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আইসিএবি’র (ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ) সাবেক প্রেসিডেন্ট এম ফরহাদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। বাকি চার সদস্য হলেন— বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ ওমর ফারুক, বিসিবির আইনি পরামর্শক মুদ্দাসির হোসেন, সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ একরামুল হক ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

চলতি সপ্তাহের শুরুর দিকে সাবেক অধিনায়ক ও ক্রিকেটারদের কাউন্সিলরশিপ চূড়ান্ত হয়েছে। পাঁচ সাবেক অধিনায়কের কোটায় নির্বাচিত হয়েছেন রকিবুল হাসান, ফারুক আহমেদ, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও রাজিন সালেহ। ১০ সাবেক ক্রিকেটার হলেন— খালেদ মাহমুদ সুজন, সেলিম শাহেদ, সাজ্জাদ আহমেদ শিপন, আহসানউল্লাহ হাসান, নাফিস ইকবাল, তালহা জুবায়ের, ফয়সাল হোসেন ডিকেন্স, আব্দুর রাজ্জাক, হান্নান সরকার ও আজম ইকবাল।

এছাড়া ক্লাব ক্যাটাগরির কাউন্সিলরদের নামের তালিকা ইতিমধ্যে পেয়ে গেছে বিসিবি। এই ক্যাটাগরিতে ভোট হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে পারেন ১২ জন। জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক হচ্ছেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
চলতি অর্থবছরে বিসিবির নিট আয় ৩৯ কোটি
আঞ্চলিক ক্রিকেট সংস্থার লাগাম থাকবে বিসিবির হাতেই
সর্বশেষ খবর
রবিনিয়ো-সোহেল-এমফনের নৈপুণ্যে কিংস সেমিফাইনালে
রবিনিয়ো-সোহেল-এমফনের নৈপুণ্যে কিংস সেমিফাইনালে
রেমিট্যান্স বিতরণ নিয়ে প্রিমিয়ার ব্যাংক ও নগদের চুক্তি
রেমিট্যান্স বিতরণ নিয়ে প্রিমিয়ার ব্যাংক ও নগদের চুক্তি
উপজেলা নির্বাচন: মনোনয়নপত্রের হার্ড কপি জমা বাধ্যতামূলক নয়
উপজেলা নির্বাচন: মনোনয়নপত্রের হার্ড কপি জমা বাধ্যতামূলক নয়
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’