X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

২-৬ মাসের ব্যবধানে বুস্টার ডোজে বাড়ে কার্যকারিতা: জনসন অ্যান্ড জনসন

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২১, ২২:১৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২২:১৯

ফার্মাসিউটিক্যালস কোম্পানি জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, তাদের উদ্ভাবিত করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কার্যকারিতা বেড়ে ৯৪ শতাংশ হয়। প্রথম ডোজের পর দুই থেকে ছয় মাস ব্যবধানে দ্বিতীয় ডোজ দেওয়া হলে মাঝারি ও গুরুতর আক্রান্তদের ক্ষেত্রে এই সুরক্ষা পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে পরিচালিত এক গবেষণার তথ্য তুলে ধরে এই দাবি জানিয়েছে কোম্পানি।

যুক্তরাষ্ট্রে এক ডোজের টিকা হিসেবে অনুমোদন পাওয়া একমাত্র টিকা হলো জনসন অ্যান্ড জনসনের টিকা। এটির এক ডোজে ৭০ শতাংশ সুরক্ষা পাওয়া যায়।

এই তথ্য সামনে আসার ফলে যুক্তরাষ্ট্রে বুস্টার ডোজের জন্য ওষুধ নিয়ন্ত্রকের অনুমোদন পাওয়া সহজ হতে পারে জনসন অ্যান্ড জনসনের। যদিও কোম্পানিটি দাবি করে আসছে, তাদের টিকার এক ডোজই বৈশ্বিক মহামারি অবসানের একটি হাতিয়ার।

এক বিবৃতিতে কোম্পানিটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পল স্টোফেলস বলেন, কোম্পানির হাতে এখন প্রমাণ রয়েছে যে, বুস্টার ডোজে কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষা বাড়ায়।

কোম্পানিটি আরও জানিয়েছে, দুই মাসের ব্যবধানে বুস্টার ডোজ দেওয়ার ফলে অ্যান্টিবডি চার থেকে ছয়গুণ বাড়ে। কিন্তু প্রথম ডোজের ছয় মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হলে অ্যান্টিবডির মাত্রা ১২ গুণ বাড়ে। গত মাসে প্রকাশিত তথ্য অনুসারে, দুই ডোজের ব্যবধান বেশি হলে সুরক্ষার মাত্রাও বাড়ে। এটি এমআরএনএ প্রযুক্তিতে উদ্ভাবিত টিকাগুলোর সঙ্গে সাংঘর্ষিক। এমআরএনএ প্রযুক্তির টিকার ইমিউনিটি সময়ের সঙ্গে কমে আসছে বলে গবেষণায় উঠে এসেছে।

জনসন অ্যান্ড জনসনের বৈশ্বিক আর অ্যান্ড ডি প্রধান মাথাই মাম্মেন জানান, তারা যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে গবেষণার তথ্য জমা দিয়েছেন এবং বুস্টার ডোজের অনুমতি চাওয়ার অপেক্ষায় রয়েছেন।

বুস্টার ডোজে ইতিবাচক ফলাফল আসলেও কোম্পানিটি শিশুদের জন্য এক ডোজের টিকাটি প্রয়োগ পিছিয়ে দিয়েছে। ১৬ বছরের কম বয়সীদের জন্য এখনও ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হয়নি। এক্ষেত্রে তারা মডার্না ও ফাইজারের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে।

মাম্মেন জানান, শিশুদের নিয়ে আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল এই বছরের শেষ দিকের আগের শুরু হবে না। সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’