X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এদিন জাতিসংঘভুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থানের জবাব দেয় বাংলাদেশ

উদিসা ইসলাম
২২ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ২২ সেপ্টেম্বরের ঘটনা।)

 

জাতিসংঘে বাংলাদেশ আসন পাবে কিনা তা জাতিসংঘের ব্যাপার, পিন্ডির নয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন ১৯৭৩ সালের এদিন বলেন, বাংলাদেশের অন্তর্ভুক্তি ছাড়া জাতিসংঘ অসম্পূর্ণ থেকে যাবে। জাতিসংঘ তার সনদের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো জাতিসংঘে তার ভাষণে দিল্লিচুক্তির প্রতি পূর্ণ সমর্থন জানানো সত্ত্বেও ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচারের প্রশ্ন এবং বাংলাদেশের জাতিসংঘের অন্তর্ভুক্তির বিষয়কে এক করে ফেলেছেন। এটা দুঃখজনক।

এ প্রসঙ্গে তিনি বলেন, ভুট্টো তার এই অবস্থান ব্যক্ত করে উপমহাদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তি ও গঠনমূলক মনোভাবের পরিচয় দেননি। তিনি মনে করেন, বাংলাদেশ জাতিসংঘে আসন পাবে কি পাবে না এটা একান্তই জাতিসংঘের নিজস্ব ব্যাপার। এর সঙ্গে পাকিস্তানের ইচ্ছা-অনিচ্ছার সম্পর্ক নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে।

 

কেন সমস্যা মেটাতে আগ্রহী বাংলাদেশ?

বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার জন্য পাকিস্তানের সঙ্গে সব সমস্যা মিটিয়ে ফেলতে চায় এবং অবস্থা স্বাভাবিকীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ বিশ্বের ১০৭টি দেশের স্বীকৃতি পেয়েছে এবং বেশকিছু আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ পেয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্তব্য দিল্লিচুক্তিকে অস্বীকার করা কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তা তো বটেই। কারণ দিল্লি চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হবার পথে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির যে প্রক্রিয়া শুরু হয়েছিল, এই ধরনের বক্তব্যে তা ব্যাহত হতে পারে।

দিল্লিচুক্তি অনুযায়ী পাকিস্তান থেকে বাঙালিদের দেশে ফিরে আসা ও বাংলাদেশ থেকে পাকিস্তানিদের ফিরে যাওয়া এবং ভারত ও পাকিস্তানের যুদ্ধবন্দিদের ফিরে যাওয়ার কাজ শুরু হওয়াতে পররাষ্ট্রমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এই চুক্তিকে সমগ্র বিশ্ব স্বাগত জানিয়েছে এবং আমাদের মতোই সবগুলো দেশ তাড়াতাড়ি এর বাস্তবায়ন কামনা করে বলেও জানান তিনি।

দৈনিক বাংলা, ২৩ সেপ্টেম্বর ১৯৭৩

দিল্লিচুক্তি মোতাবেক ফয়সালা হবে

ড. কামাল হোসেন বলেন ১৯৫ যুদ্ধবন্দি প্রশ্নটির ফয়সালা দিল্লিচুক্তি মোতাবেক হবে। চুক্তিতে এই সমস্যার সমাধান কাঠামো নির্ধারণ করা হয়েছে। কামাল হোসেন বলেন, দিল্লিচুক্তির বাইরে ১৯৫ যুদ্ধাপরাধী ফেরানোর প্রশ্ন তুলে কোনও ফলপ্রসূ উদ্দেশ্য সাধিত হবে না। বরং পরিণাম বিপরীত হতে পারে। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সকল অমীমাংসিত সমস্যা সমাধানের জন্য বাংলাদেশে অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে।

 

বঙ্গবন্ধুকে ভাসানীর বার্তা

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি প্রধান মওলানা আব্দুল হামিদ খান ভাসানী টাঙ্গাইলের সন্তোষ থেকে এক তারবার্তায় বলেন, সারা বাংলাদেশে চাল-আটার মূল্য বৃদ্ধি পাচ্ছে। অসংখ্য লোক অনাহারে-অর্ধাহারে দিনযাপন করছে। দিনমজুররা কোথাও মজুরি পাচ্ছে না। এই পরিস্থিতির পরিবর্তনে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

দ্য অবজারভার, ২৩ সেপ্টেম্বর ১৯৭৩

আরও ২৫৭ আটক বাঙালি ফিরেছেন

এই দিন আফগান এয়ারলাইন্সের এক বোয়িংয়ে আরও ২৫৭ জন বাঙালিকে ঢাকার বিমানবন্দরে নিয়ে আসা হয়। আরও কিছু সংখ্যক পাকিস্তানিকে একই দিনে লাহোরে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান থেকে ফিরে আসা প্রথম ফ্লাইটের যাত্রী ছিলেন ১২৫ জন। তাদের সকলে সামরিক বাহিনীর জুনিয়র কমান্ডিং অফিসার জোয়ান ও তাদের পরিবারের সদস্য। পরে মোহাম্মদ হোসেন, চৌধুরী নেওয়াজ খান, মো. শাহজাহান আলী, ফজলুর রহমানসহ বেশ কিছু উচ্চপদস্থ সরকারি কর্মচারী ও তাদের পরিবারবর্গের সর্বমোট ১৩২ জন যাত্রী দ্বিতীয় ফ্লাইটে ফিরে আসেন।

 

 

/এফএ/
সম্পর্কিত
‘বঙ্গবন্ধুর আন্দোলন মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উৎসাহিত করেছিল’
বঙ্গবন্ধু পরিবেশবান্ধব উন্নয়নের স্বপ্নদ্রষ্টা: পরিবেশমন্ত্রী
বঙ্গবন্ধুর আহ্বানেই আমরা প্রতিটি আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা