X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

স্ত্রীকে হত্যার ৩ দিন পর ‌‌‘অনুতপ্ত’ স্বামীর আহাজারি

ময়মনসিংহ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৬

ময়মনসিংহের নান্দাইলে স্ত্রীকে হত্যার তিন দিন পর স্বামী সাদ্দাম হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গাঙাইল ইউনিয়নের শ্রীরামপুর এলাকার হাওর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সাদ্দাম হোসেন শ্রীরামপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে। গত ১৮ সেপ্টেম্বর রাত ১২টার দিকে সুরাশ্রম এলাকার একটি হাওর থেকে তার স্ত্রী ইয়াসমিন আক্তারের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, হত্যার পর থেকে সাদ্দাম হোসেন মানসিকভাবে কিছু বিপর্যস্ত হয়ে হাওরে লুকিয়ে ছিল। তিন দিন পর অনুতপ্ত হয়ে দা হাতে সেই হাওরে আহাজারি ও চিৎকার করতে থাকে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। সাদ্দামকে আরও জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

স্থানীয়রা জানায়, ১০ বছর আগে সাদ্দাম হোসেনের সঙ্গে নেত্রকোনার কেন্দুয়ার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রামের মো. সিরাজের মেয়ে ইয়াসমিনের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হতো। কিছুদিন আগে পারিবারিক ঝামেলা মামলা পর্যন্ত গড়ায়। কয়েকদিন আগে দুই পরিবারের মধ্যে সমাঝোতা হয়। লাশ উদ্ধারের দুই দিন আগে স্বামীর বাড়িতে ফিরে আসেন ইয়াসিমন।

ঘটনার দিন সন্ধ্যার পর বাড়ি থেকে কিছুটা দূরে নির্জন জায়গা থেকে এক শিশুর কান্নার শব্দ ভেসে আসে। কান্নার শব্দ কোথা থেকে আসছে, তা খুঁজতে গিয়ে ইয়াসমিনের রক্তাক্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। এ সময় লাশের পাশে বসে তার শিশুকন্যা কাঁদছিল। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে নিহতের ভাই বকুল মিয়া বাদী হয়ে সাদ্দাম হোসেনসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন।

/এসএইচ/
সম্পর্কিত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়