X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘আমরা চেনা-জানা কোচকেই এনেছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৯

বসুন্ধরা কিংসে তিন বছর ধরে কোচের দায়িত্ব পালন করেছেন অস্কার ব্রুজন। স্বল্পকালীন হলেও এবারই প্রথম লাল-সবুজ দলের হয়ে ডাগ আউটে দাঁড়াতে যাচ্ছেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে তার ওপর ভরসা রাখতে চাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বসুন্ধরার বেশির ভাগ খেলোয়াড়ই জাতীয় দলের। তাই ক্লাব কোচিংয়ের সুবাদে এই স্প্যানিশ কোচের সবাইকেই চেনা। তাকে কোচ করার ক্ষেত্রে এ বিষয়টিই কাজে দিয়েছে বলে জানিয়েছেন, জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

বাফুফে ভবনে দুপুরে অস্কার ব্রুজনকে পাশে নিয়ে কাজী নাবিল শুরুতে ধন্যবাদ দিয়েছেন বসুন্ধরা কিংসকে, ‘ডে-কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় বসুন্ধরার কোচ অস্কার ব্রুজন এসেছেন। তাকে কাজ করতে দেওয়ার জন্য বসুন্ধরা কিংসকে ধন্যবাদ দিচ্ছি।’

সাফে প্রাথমিকভাবে ২৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এছাড়া সহকারীসহ পুরো টেকনিক্যাল দলই সাজানো হয়েছে ব্রুজনের চাহিদা অনুযায়ী। আপাতত সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত নতুন কোচ দায়িত্বে থাকবেন। কুয়েতে ও শ্রীলঙ্কার দুটি প্রতিযোগিতার জন্য তখন নতুন করে কোচ বিবেচনা করা হবে।

বার বার কোচ বদল করা প্রসঙ্গে কাজী নাবিল ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘বার বার কোচ বদল নিয়ে কথা হচ্ছে। আসলে গত তিন বছরের বেশি সময় ধরে একজন কোচই ছিল (২০১৮ মের পর থেকে)।’

ডেকে সরিয়ে ব্রুজনকে দায়িত্ব দেওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন, ‘ফুটবলের জার্নিটা এমনই। যে কোন সময় কোচ পরিবর্তন হতে পারে। ইদানিং ডের পারফরম্যান্স ভালো ছিল না। যেদিকে যাচ্ছিল, আমাদের মনে হচ্ছিল না ফল আসবে। যেহেতু সাফ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাকে রেখে যদি ফল একই হয়, তাহলে পরে আফসোস করতে হবে।’

অস্কার ব্রুজনের নিয়োগ নিয়ে কাজী নাবিল বলেছেন, ‘আমরা চেনা-জানা কোচকেই এনেছি। যিনি নিজের ক্লাবের খেলোয়াড় ছাড়া বিপক্ষ দলের খেলোয়াড়দেরও চেনেন। বর্তমানে লিগে ব্রুজনের পারফরম্যান্স ভালো। ঘরোয়া ফুটবলেও সাফল্য পেয়েছে।’

পাশাপাশি কোচ নিয়ে ইতিবাচক বার্তাও দিয়ে রাখলেন এই কর্মকর্তা, ‘কোচ তার সেরাটা দেবে। আশা করছি, ফাইনালে খেলবো আমরা। সেখানে যে কোন কিছু হতে পারে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়