X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

একই কর্মস্থলে দুই যুগ ধরে যুব কর্মকর্তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৩

দেশের বিভিন্ন জেলা-উপজেলায় যুব উন্নয়ন কর্মকর্তারা একই কর্মস্থলে বছরের পর পর চাকরি করছেন। কেউ কেউ দুই যুগ ধরে আছেন একই কর্মস্থলে। বিষয়টি সংসদীয় কমিটির নজরে আসার পর পাঁচ বছরের বেশি কেউ এক এলাকায় চাকরি করতে পারবে না বলে সুপারিশ করেছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

জানা গেছে, গত আগস্ট মাসের বৈঠকে বিষয়টি আলোচনায় আনেন কমিটির সদস্য সাবেক ফুটবলার আব্দুস সালাম মূর্শেদী। ওই বৈঠকে খুলনার রূপসা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা ১৭ বছর ধরে এক জায়গায় কাজ করছেন বলে কমিটির নজরে আনা হয়। পরে ওই বৈঠকে জেলা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তারা কোন এলাকায় কত দিন চাকরি করছেন তার তালিকা পরের বৈঠকে উপস্থাপনের জন্য বলা হয়।

কমিটির বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, নড়াইল সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা ২৪ বছর ধরে একই জায়গায় কাজ করছেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কর্মকর্তা ২২ বছর, যশোরের অভয়নগরের কর্মকর্তা ২১ বছর, কিশোরগঞ্জের ইটনার কর্মকর্তা ২০ বছর, নেত্রকোনার বারহাট্টার কর্মকর্তা ২০ বছর ধরে একই কর্মস্থলে কাজ করছেন।

বৈঠকে যুব উন্নয়ন অধিদফতরের জেলা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের বিশেষ কোনও কারণ ছাড়া পাঁচ বছর অন্তর অন্যত্র বদলি বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়।

জানা গেছে, এক কর্মকর্তা এক জায়গায় দীর্ঘদিন চাকরি করলে নানা ধরনের অনিয়মের আশঙ্কা থাকে বলে বৈঠকের আলোচনায় ওঠে আসে। বলা হয়, সরকারি কাজে একজন কর্মকর্তা দীর্ঘদিন এক এলাকায় কাজ করাও ঠিক নয়।

এদিকে সংসদীয় কমিটিতে বাংলাদেশ টেনিস ফেডারেশন নিয়ে আলোচনা হয়।

জেলা পর্যায়ে টেনিস কোর্টগুলো সাধারণ খেলোয়ারদের জন্য উন্মুক্ত করে দেওয়ার, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও অন্যান্য সকল সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে মন্ত্রণালয় জানায়, জাতীয় ক্রীড়া পরিষদের আর্থিক সহায়তায় দেশের ৬৪ জেলায় বিদ্যমান টেনিস কোর্ট সংস্কার ও অবকাঠামোগুলো আধুনিকায়নের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এরইমধ্যে বিশেষ প্রকল্প গ্রহণ করে জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে দেশের ২৫টি জেলার টেনিস কোর্টের সংস্কার ও উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

শেখ জামালের নামে নামকরণকৃত কমপ্লেক্সে ১৫০ জনের আবাসন ব্যবস্থা, অডিটোরিয়াম, অডিটোরিয়াম রেস্টুরেন্ট, সুইমিংপুল, দ্বি-তল পার্কিং ইত্যাদি সুবিধাসহ বহুতল ভবন নির্মাণ করা হবে।

বৈঠকে ক্রীড়া পরিষদ জানায়, শেখ জামালের নামে ওই কমপ্লেক্স তৈরি হলে আবাসন ও ট্রান্সপোর্টেশন খরচ কমিয়ে আন্তর্জাতিক জুনিয়র ও প্রফেশনাল প্রতিযোগিতা আয়োজন সহজ হবে। বছরব্যাপী বিনা প্রতিবন্ধকতায় টেনিস প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করার জন্য ফেডারেশনের ৮টি টেনিস কোর্টে শেড নির্মাণ করা হলে রোদ, বৃষ্টি, কুয়াশা সকল মৌসুমেই টেনিস খেলা সম্ভব হবে।

প্রস্তাবিত বহুতল ভবনের কক্ষগুলোতে খেলোয়াড়দের আবাসনের ব্যবস্থা করা হলে সেই খরচ দিয়েই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হবে।

এশিয়ান টেনিস ফেডারেশনের খেলোয়াড়দের প্রশিক্ষণ, কোচদের প্রশিক্ষণ, রিজিওনাল কোচেস কনফারেন্স আয়োজন, রিজিওনাল মিটিংসহ টেনিসের নানাবিধ ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি আয়োজন সম্ভব হবে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের আবাসন সংকট নিরসন হবে।

ডেভিস কাপ, ফেড কাপসহ জুনিয়র প্রতিযোগিতাগুলো বাংলাদেশে নিয়মিত আয়োজন করা, জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ প্রোগ্রামের আওতায় দেশব্যাপী টেনিস প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করাসহ বিভিন্ন পদক্ষেপের কথা জানায় পরিষদ।

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং, মাশরাফি বিন মুর্তজা এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশ নেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পরিবেশ দূষণ: ১৪ বছরে ক্ষতির অর্থ আদায় হয়েছে অর্ধেকের কম
দুর্ঘটনার আগেই যাতে ট্রেন বন্ধ হয়ে যায় সেই প্রযুক্তি ব্যবহারের সুপারিশ
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!