X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইলিশের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা

সালেহ টিটু, বরিশাল
২২ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৪

রফতানির খবরে বরিশালে কেজিপ্রতি ১০০ টাকা বেড়েছে ইলিশের দাম। এক কেজি সাইজের ইলিশ পাইকারি বাজারে ১২০০ আর খুচরা বাজারে ১৩০০ টাকা বিক্রি হয়েছে।

এদিকে, ভরা মৌসুমেও ইলিশের মোকাম হিসেবে পরিচিত নগরীর পোর্টরোডে ইলিশ আসছে না। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ইলিশ এসেছিল এক হাজার মণ। বুধবার (২২ সেপ্টেম্বর) এসেছে প্রায় দেড় হাজার মণ। এখানে প্রতিদিন দুই-তিন হাজার মণ ইলিশ আসার কথা।

ইলিশ মোকামের আড়তদার জহির সিকদার বলেন, ‘মৌসুম শুরুর পর থেকে খুব খারাপ অবস্থা চলছিল। জেলেদের জালে ইলিশ ধরা না পড়ায় আড়তেও ছিল না। দুই-তিন দিন ধরে ইলিশ আসা শুরু হয়েছে। যেভাবে ইলিশ আসছে তাতে আগের ঘাটতি মিটবে না। এখন যে ইলিশ আসছে তার সাইজ ভালো। সর্বোচ্চ সোয়া দুই কেজির ইলিশ এসেছে।’

রফতানির খবরে বরিশালে কেজিপ্রতি ১০০ টাকা বেড়েছে ইলিশের দাম

জহির সিকদার বলেন, ‘বুধবার মোকামে এক কেজি ২০০ গ্রাম সাইজের প্রতিমণ ইলিশ পাইকারি ৫২ হাজার হিসাবে প্রতিকেজি ১৩০০ টাকা, এক কেজি সাইজের প্রতিমণ ৪৮ হাজার হিসাবে ১২০০ টাকা, ৬০০-৯০০ গ্রাম ওজনের প্রতিমণ ৩৮ হাজার হিসাবে ৯৫০ টাকা, ৪০০-৫৫০ গ্রাম সাইজের প্রতিমণ ২৩ হাজার হিসাবে ৫৭৫ টাকা এবং ২৫০-৩৫০ গ্রাম সাইজের প্রতিমণ ১৪ হাজার হিসাবে ৩৫০ টাকা বিক্রি হয়েছে। বুধবার থেকে রফতানি শুরু হওয়ায় পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে কেজিতে ১০০ টাকা।’

পোর্টরোডের একমাত্র ইলিশ রফতানিকারক নীরব হোসেন টুটুল বলেন, ‘ইলিশের মৌসুম হলেও শুরুটা ছিল খুবই খারাপ। জেলেদের জালে ইলিশ ধরা পড়তো না, তাই মোকাম ছিল প্রায়শূন্য। তবে দুই-তিন দিন ধরে ইলিশ আসা শুরু করেছে। বিশেষ করে দুই দিন ধরে হাজার মণের ওপরে ইলিশ এসেছে। সাইজও ভালো। আশা করছি, এভাবে পরবর্তী সময়ে ইলিশ এলে গত কয়েকদিনের শূন্যতা সামাল দেওয়া যাবে।’

বাজারে সর্বোচ্চ সোয়া দুই কেজির ইলিশ এসেছে

তিনি বলেন, ‘বিকালে ইলিশের মোকাম থেকে ২০০ মণ ভারতে গেছে। দুপুর থেকে ট্রাকে তোলা হয়েছে এসব ইলিশ। ৬০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ রফতানি করা হয়েছে।’

বরিশাল মৎস্য অধিদফতরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ‘মৌসুমের শুরুতে তেমন ইলিশ না মিললেও এখন আসা শুরু করেছে। মোকামে বুধবার প্রায় দেড় হাজার মণ ইলিশ এসেছে। আশা করছি, এভাবে প্রতিদিন ইলিশ বাড়বে। রফতানির খবরে ইলিশের দাম কিছুটা বেড়েছে। তবে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই আছে।’

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
রাশিয়ায় তৈরি পোশাক ও পাটজাত পণ্য রফতানি বাড়াতে চায় সরকার
ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, জেলেপল্লীতে ঈদের আমেজ
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা