X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বারবার ভ্রূণ হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

বারবার ভ্রূণ হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। বুধবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে স্বামী কাজী সফিউল আলমের বিরুদ্ধে মামলাটি করেন তিনি।

বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ বাংলা ট্রিবিউনকে বলেন, আদালত মামলা আমলে নিয়ে নগরীর চান্দগাঁও থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, কখনও জ্বর-সর্দির ওষুধ কখনও ভিটামিন ওষুধের নাম করে স্ত্রীকে ওষুধ খাইয়ে গর্ভের সন্তান নষ্ট করেন স্বামী। চিকিৎসকের কাছে নিয়েও গর্ভপাত করিয়েছেন বলে অভিযোগ করেছেন স্ত্রী। সর্বশেষ অন্তঃসত্ত্বা হওয়ার পর আবার সন্তান নষ্ট করার জন্য প্রবাসী স্বামী চাপ দিলে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে তালাকের হুমকি দেন। করেন শারীরিক ও মানসিক নির্যাতন। 

ভুক্তভোগী নারী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। একই থানার খিলমোগল খামারিপাড়া হোসনাবাদ এলাকার কাজী সফিউল আলমের সঙ্গে তার বিয়ে হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বিয়ের কিছুদিন পর স্ত্রী জানতে পারেন স্বামী পাশের গ্রামের নারীর প্রেমে আসক্ত। বিয়ের একমাস পর বিদেশে পাড়ি দেন। বিদেশ থেকে আসা-যাওয়ার মাঝে স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে স্বামীর পরামর্শে বাবার বাড়ি চলে যান। পরে স্বামী দেশে এসে গর্ভপাত করানোর ওষুধ দেওয়ার কথা বললে চিকিৎসক রাজি হননি। তখন পরিবারের লোকজন নিজেদের নাম লিখে দায়িত্ব নিয়ে চিকিৎসকের কাছ থেকে ওষুধ এনে খাওয়ালে গর্ভপাত হয়। 

মামলায় আরও অভিযোগ করা হয়, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে ২০২০ সালের জুলাই মাসে বোনের বাসায় চলে যান। ২০২১ সালের ২৯ আগস্ট স্বামী সফিউলও ওই বাসায় ওঠেন। আগের সবকিছু ভুলে আবার নতুন করে সংসার করার কথা বলেন। একপর্যায়ে আবার অন্তঃসত্ত্বা হন স্ত্রী। এবারও স্ত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে গর্ভের সন্তান নষ্ট করার কথা বলেন সফিউল। কিন্তু স্ত্রী রাজি হননি। এতে স্ত্রীর ওপর নেমে আসে নির্যাতন। স্বামীর অত্যাচারে অসুস্থ হয়ে পড়া স্ত্রীকে তালাকের হুমকি দিয়ে এবার ঘর থেকে বের করে দেন স্বামী।

/এএম/
সম্পর্কিত
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
শাসন করতে গিয়ে ছুরির আঘাতে মেয়ের মৃত্যু, গ্রেফতার বাবা
সর্বশেষ খবর
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট