X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

দুর্গাপূজার সময় মদের দোকান বন্ধ রাখার অনুরোধ

চাঁদপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২১, ২২:৪০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২২:৪০

চাঁদপুরে শারদীয় দুর্গাপূজার সময় মদের দোকান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এই অনুরোধ জানান তিনি।

রনজিত রায় চৌধুরী বলেন, ‘আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতি আছে। তাই আমরা এক ধর্মের লোকজন অপর ধর্মের উৎসবে যাই। দেখা যায়, উৎসবের সময় এক শ্রেণির উঠতি বয়সের যুবক মদ্যপান করে বিশৃঙ্খলা করে। তাছাড়া মদের সঙ্গে পূজার কোনও সম্পর্ক নেই। তাই পূজার সময় মদের দোকানগুলো যদি বন্ধ রাখা যায়, তাহলে ভালো হবে।’

তিনি বলেন, ‘যাতে শান্তিপূর্ণ পরিবেশে আমরা পূজা পালন করতে পারি, তার জন্যই বলেছি।’

এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালকের কাছে জেলায় কতগুলো মদের দোকান রয়েছে সে বিষয়ে জানতে চান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. দিদারুল আলম বলেন, ‘চাঁদপুর জেলায় সরকারি লাইসেন্সপ্রাপ্ত চারটি মদের দোকান রয়েছে। এর মধ্যে সদরে তিনটি এবং হাজীগঞ্জে একটি। এই দোকানগুলো থেকে ডোম, মুচি, মেথরসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষ প্রতিনিয়ত মদ কিনে খান। পাশাপাশি মুসলিমসহ অন্যান্য জনগোষ্ঠীর কেউ কেউ সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট পরিমাণে মদ কিনে থাকেন। তারা একদিন মদ্যপান না করলে পাগল হয়ে যাবে। তাই মদের দোকান একেবারে বন্ধ রাখা কষ্টসাধ্য হয়ে যাবে।’

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ‘পূজার সময় অবশ্যই গানবাজনা হবে। তবে সেটি যেন ধর্মীয় হয়। গানের কথায় যেন পূজার আমেজ থাকে। উগ্রতা যেন না হয়। সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে।’

জেলা প্রশাসক বলেন, ‘পূজামণ্ডপে ধর্মীয় সঙ্গীত বাজাবেন। বাংলা ভাষায় অনেক ভালো ভালো গান আছে। সেগুলো বাজাবেন। উচ্চ আওয়াজ পরিহার করবেন। মদ্যপান করে উগ্রতা করা যাবে না। আজানের সময় গানবাজনা বন্ধ রাখবেন। এতে আমাদের সম্প্রীতি আরও মজবুত হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, এনএসআই চাঁদপুরের উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, এডিএম নাসির উদ্দিন সারোয়ার, জেলা স্কাউট কমিশনার ও হরিভোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
টেকনাফে মাদকাসক্তের দেওয়া আগুনে পুড়লো ৪ বসতঘর
মাদকাসক্তদের আলোর পথ দেখাচ্ছে ওয়েসিস
সর্বশেষ খবর
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই