X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদকে হারিয়ে শীর্ষে দিল্লি

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:২৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:২৮

বড্ড বিবর্ণ সানরাইজার্স হায়দরাবাদ। ২০২১ সালের আইপিএলের প্রথম পর্ব ভালো যায়নি। করোনাভাইরাস বিরতির পর সংযুক্ত আরব আমিরাতে ফেরা দ্বিতীয় পর্বেও একই হাল তাদের। আট ম্যাচে সপ্তম হারের মুখ দেখলো কেন উইলিয়ামসনরা! আর তাদের হারিয়ে নবম ম্যাচে সপ্তম জয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে দিল্লি ক্যাপিটালস।

বুধবার দুবাইয়ের ম্যাচে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে দিল্লি। কাগিসো রাবাদা (৩/৩৭), আনরিখ নর্কিয়া (২/১২) ও অক্ষর প্যাটেলের (২/২১) চমৎকার বোলিংয়ের সামনে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে করতে পারে ১৩৪ রান। এই লক্ষ্য পেরোতে কোনও অসুবিধাই হয়নি দিল্লির। ১৩ বল আগে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ঋষভ পান্তরা। ফলে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে দিল্লি। এক ম্যাচ কম খেলা হায়দরাবাদ মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে।

টস জিতে ব্যাটিং নেওয়া হায়দরাবাদের শুরুটা একেবারেই ভালো ছিল না। ইনিংসের তৃতীয় বলে রানের খাতা খোলার আগেই নর্কিয়ার শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন ডেভিড ওয়ার্নার। ওই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি তারা। এরপর রাবাদার ছোবল। ১৮ রান করা আরেক ওপেনার ঋদ্ধিমান সাহাকে তুলে নেন প্রোটিয়া পেসার।

দিল্লির বোলারদের সামনে সর্বোচ্চ ২৮ রান করেছেন আব্দুল সামাদ। ২২ রান আসে রশিদ খানের ব্যাট থেকে। অধিনায়ক কেন উইলিয়ামসন ২৬ বলে ১৮ রান করে অক্ষরের শিকার। মনিশ পান্ডে করেন ১৭ রান।

১৩৫ রানের লক্ষ্যটা সহজেই টপকে যায় দিল্লি। ১১ রান করে পৃথ্বি শ প্যাভিলিয়নে ফিরলেও আরেক ওপেনার শিখর ধাওয়ান বাড়িয়ে নেন দলের রান। ৩৭ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪২ রান করেন শিখর। তার বিদায়ের পর বাকি কাজ সেরেছেন শ্রেয়াস আইয়ার ও পান্ত। চোট কাটিয়ে আইপিএলে ফিরেই দুর্দান্ত আইয়ার। ৪১ বলে ২ চার ও সমান ছক্কায় খেলেন হার না মানা ৪৭ রানের ইনিংস। অধিনায়ক পান্ত ২১ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৩৫ রানে।

হায়দরাবাদের রশিদ ও খলিল আহমেদ নিয়েছেন একটি করে উইকেট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া