X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কর্মীদের স্বার্থ রক্ষায় তৎপর মালয়েশিয়া সরকার

আহমাদুল কবির, মালয়েশিয়া
২৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৬

মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান বলেছেন, কর্মীদের স্বার্থ সুরক্ষায় তার মন্ত্রণালয় তৎপর রয়েছে। মোবাইল অ্যাপ ওয়ার্কিং ফর ওয়ার্কার্সের মাধ্যমে আট হাজারেরও বেশি নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, সম্প্রতি কর্মীদের নিকট থেকে অভিযোগ গ্রহণ করতে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় এই অ্যাপটি চালু করে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সংসদে মানব সম্পদমন্ত্রী বলেন, গত মে থেকে এ পর্যন্ত ৮ হাজার ৫৯৯টি অভিযোগ এসেছে এবং ৭ হাজার ৫০২টি অভিযোগের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

তিনি বলেন, করোনাকালে সরকার প্রদত্ত নিয়ন্ত্রণ আদেশের অধীনে এলাকার কর্মীরা যাতে অফিসে এসে কাজ করতে বাধ্য না হয় সে বিষয়ে তথ্য প্রদানের জন্য একটি নতুন বিভাগ যুক্ত করা হয়েছে। অ্যাপটিতে নিয়োগ চুক্তির বিরোধ, বিলম্বে বেতন প্রদান, ছুটিতে যেতে বাধ্য করা, অন্যায়ভাবে বরখাস্ত করা, বিদেশি কর্মীদের কর্মসংস্থানের প্রতিবেদন না করা, স্ট্যান্ডার্ড আবাসন ও অনুপযুক্ত আচরণের সঙ্গে জড়িত ১৪ ধরনের অভিযোগ সম্পর্কে জানানোর সুযোগ রয়েছে।

সাবেক মানব সম্পদমন্ত্রী এম কুলা সেগারান (পিএইচ-ইপোহ বরাত) এর এক প্রশ্নের উত্তরে সারাবানান বলেন, মালয়েশিয়ায় চাকরির জন্য মাইফিউচারজবসকে জাতীয় পোর্টাল হিসেবে চালু করেছে। 

সংসদে এম সারাভানান বলেন, নিয়োগকর্তা এবং সেন্টার লেবার কোয়ার্টার্সের (সিএলকিউ) ৩৯টি নির্দেশনা জারি করা হয়েছিল; বিশেষ করে যারা নোংরা আবাসনে ছিল তাদের আবাসস্থলের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত কর্মীদের অস্থায়ী কোয়ার্টারে স্থানান্তর করা হয়, এরকম সুবিধা পেয়েছে ২ হাজার ৯৪২ জন কর্মী। ওয়ার্কার্স মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ হাউজিং অ্যান্ড অ্যামেনিটিস অ্যাক্ট ১৯৯০ (অ্যাক্ট ৪৪৬) এর অধীনে নির্দেশ জারি করা হয়েছিল যে প্রাথমিক আবাসন যদি উপযুক্ততা থেকে কম পাওয়া যায় তবে কর্মীদের অস্থায়ী আবাসনে স্থানান্তরিত করা হবে। সেইসঙ্গে পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত হোটেলগুলোও সাময়িক আবাসন হিসেবে ব্যবহার করার সুযোগ আছে। 

তিনি বলেন, ২৪ আগস্ট পর্যন্ত মোট ২৩ হাজার ৯৯৩ জন নিয়োগকর্তা ও ১ লাখ ২৯ হাজার ৬৬৮ জন কর্মীর কোয়ার্টার পরিদর্শন করা হয়েছে যা ৮ লাখ ৪ হাজার ২০৪ অভিবাসী শ্রমিক এবং প্রায় ১.২ মিলিয়ন স্থানীয় শ্রমিকের আবাসন স্বার্থ জড়িত। 

তিনি আরও বলেন, মোট ৯৪০টি তদন্তে বিভিন্ন ভুলের জন্য ৬১৮টির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন ১৯৮৮ অনুযায়ী এখন পর্যন্ত ২৫০টির বিরুদ্ধে শাস্তি হিসেবে ২.২ মিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয়েছে। 

‘তাদের অপরাধ হলো, এস ও পি  মেনে চলতে না পারা; অনুমতি ছাড়া কাজ করা, এন্ট্রি ও এক্সিট রুট দিতে ব্যর্থ হওয়া এবং সামাজিক দূরত্ব না মেনে চলা। এ ছাড়া আইনের অধীনে গৃহকর্মীদের বাদ দিয়ে নিয়োগকারী সকল বিদেশি কর্মীদের স্ট্যান্ডার্ড বাসস্থান প্রদান বাধ্যতামূলক করা হয়েছে’- যোগ করেন তিনি।

এম সারাভানান জানান, শ্রমিকদের আবাসন ও সুবিধাগুলোর ন্যূনতম মান ২০২১ গেজেট করেছে; যা মেনে চলতে ব্যর্থ হওয়া নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির রূপরেখা দিয়েছে। এই অধ্যাদেশে শ্রম বিভাগের মহাপরিচালককে ক্ষমতায়ন করা হয়েছে।

/এনএইচ/
সম্পর্কিত
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
প্রেমিকের বাড়ি কিশোরগঞ্জে এলেন মালয়েশিয়ার তরুণী, হলো বিয়ে
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা