X
শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ৩১ আশ্বিন ১৪২৮

সেকশনস

আফগানিস্তানের অর্থনৈতিক নিষেধাজ্ঞার অবশ্যই অবসান হতে হবে: চীন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৫২

আফগানিস্তানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অবসানে জোরালো তাগিদ দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার জি২০ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, আফগানিস্তানের ওপর আরোপিত বিভিন্ন একক নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধের যত শিগগিরই সম্ভব অবসান ঘটাতে হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার অবসান অবশ্যই ঘটাতে হবে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশটির সম্পদ আর সেগুলো দেশটির জনগণের জন্য ব্যবহার হতে দেওয়া উচিত। এগুলো কোনও ভাবেই আফগানিস্তানের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হতে দেওয়া উচিত হবে না।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর যুক্তরাষ্ট্রে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ জব্দ করে ওয়াশিংটন। এছাড়া আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থাও দেশটির অর্থ আটক করেছে।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৩০
আফগানিস্তানের অর্থনৈতিক নিষেধাজ্ঞার অবশ্যই অবসান হতে হবে: চীন
২১ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৫
২০ সেপ্টেম্বর ২০২১, ২১:২৯

সম্পর্কিত

কাশ্মিরে নিখোঁজ ২ ভারতীয় জওয়ানের মরদেহ উদ্ধার

কাশ্মিরে নিখোঁজ ২ ভারতীয় জওয়ানের মরদেহ উদ্ধার

মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর আত্মসমর্পণ

মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর আত্মসমর্পণ

সর্বোচ্চ আদালতের নির্দেশনা ছাড়া প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর নয়: তালেবান

সর্বোচ্চ আদালতের নির্দেশনা ছাড়া প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর নয়: তালেবান

কাশ্মিরে নিখোঁজ ২ ভারতীয় জওয়ানের মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২১:৩৮

অধিকৃত কাশ্মিরের পুঞ্চ জেলায় বৃহস্পতিবার অভিযানে গিয়ে নিখোঁজ হওয়া দুই ভারতীয় জওয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৪৮ মধ্যে শনিবার তাদের মরদেহ উদ্ধার করতে সমর্থ হয় সেনাসদস্যরা। এ নিয়ে সোমবার থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে ৯ ভারতীয় জওয়ান নিহত হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবার ভারতীয় বাহিনীর তরফে জানানো হয়, জঙ্গলের মধ্যে কাশ্মিরের স্বাধীনতার দাবিতে লড়াইরত বিদ্রোহীদের সঙ্গে গোলাগুলির সময় দুই জওয়ান আহত হয়েছে। তবে মেন্ধার সাব ডিভিশন এলাকার জঙ্গলে বিদ্রোহীরা লুকিয়ে থাকার আশঙ্কায় সেখান থেকে নিখোঁজদের উদ্ধার তৎপরতায় বেগ পেতে হয় সেনাদের। শেষ পর্যন্ত ওই জঙ্গল থেকেই নিখোঁজ দুই সেনার মরদেহ উদ্ধার করা হয়।

কাশ্মিরে প্রায় সপ্তাহব্যাপী চলমান এই অভিযানে দিল্লির তরফে এখনও পর্যন্ত কোনও বিদ্রোহীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ভারতের বিরুদ্ধে গত সপ্তাহে কাশ্মিরে অন্তত ১০ জন নিরীহ মানুষকে হত্যা এবং সহস্রাধিক মানুষকে আটকের অভিযোগ করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছিম ইফতিখার আহমেদ দাবি করেন, নিহতদের মরদেহ এমনকি পরিবারের সদস্যদের কাছেও হস্তান্তর করা হয়নি। কাশ্মিরের মানুষের মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

/এমপি/

সম্পর্কিত

মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর আত্মসমর্পণ

মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর আত্মসমর্পণ

সর্বোচ্চ আদালতের নির্দেশনা ছাড়া প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর নয়: তালেবান

সর্বোচ্চ আদালতের নির্দেশনা ছাড়া প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর নয়: তালেবান

আসিয়ানের সিদ্ধান্তের নেপথ্যে ‘বিদেশি হস্তক্ষেপ’: মিয়ানমার জান্তা

আসিয়ানের সিদ্ধান্তের নেপথ্যে ‘বিদেশি হস্তক্ষেপ’: মিয়ানমার জান্তা

পাকিস্তানের হামলায় আখুন্দজাদা নিহত হয়েছেন: তালেবান নেতা

পাকিস্তানের হামলায় আখুন্দজাদা নিহত হয়েছেন: তালেবান নেতা

মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর আত্মসমর্পণ

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২১:২৫

মিয়ানমারের সেনাবাহিনীর সমর্থনপুষ্ঠ সশস্ত্র গোষ্ঠী পিউ সাউ হতে’র অন্তত ৩০ সদস্য দেশটির বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার ইয়াউ অঞ্চলে সেনাবাহিনীর দেওয়া অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করে। দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার নাউ এখবর জানিয়েছে।

ইয়াউ ডিফেন্স ফোর্স (ওয়াইডিএফ)-এর হামলার মুখে মাগওয়ায় অঞ্চলে হতিলিন টাউনশিপে গোষ্ঠীটি আত্মসমর্পণ করে। ওয়াইডিএফ’র এক কর্মকর্তা জানান, ওই গোষ্ঠীটি সেনাবাহিনীর কাছ থেকে কোনও সুরক্ষা পাচ্ছিল না। তিনি বলেন, আমরা এখনও তাদের নজরদারিতে রেখেছি। আমরা এখনও তাদের বিশ্বাস করতে পারছি না। তারা কাছের গ্রাম থেকে এসেছে।

১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর পিউ সাউ হতে গোষ্ঠী গঠিত হয় জান্তার সমর্থকদের নিয়ে। এদের লক্ষ্য ছিল সামরিক হুমকি ও সহিংসতার মাধ্যমে শাসকবিরোধী বাহিনীকে দমন করা। এই গোষ্ঠীর পক্ষ থেকে সাগাইং ও মান্দালয়ে বেসামরিক ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়অ হয়েছে।

ওয়াইডিএফ জানায়, ই্য়াউ অঞ্চলে যারা আত্মসমর্পণ করেছে তারা জনগণের পক্ষে দাঁড়াতে অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেছে।

রবিবার ওয়াইডিএফ যোদ্ধারা গোষ্ঠীটির সদস্যদের অস্ত্র বহনের সময় বাধা দেয়। এতে গোষ্ঠীর এক সদস্য নিহত হয় ও ২০টি অস্ত্র জব্দ করে ওয়াইডিএফ।

অবশ্য ১৫ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে সামরিক সরকারের মুখপাত্র ঝাউ মিন তুন দাবি করেছেন, সেনাবাহিনী পিউ সাউ হতে গোষ্ঠী গঠন করেনি এবং গোষ্ঠীটি তাদের কাছ থেকে প্রশিক্ষণ ও অস্ত্র পায়নি।

 

 

/এএ/

সম্পর্কিত

কাশ্মিরে নিখোঁজ ২ ভারতীয় জওয়ানের মরদেহ উদ্ধার

কাশ্মিরে নিখোঁজ ২ ভারতীয় জওয়ানের মরদেহ উদ্ধার

সর্বোচ্চ আদালতের নির্দেশনা ছাড়া প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর নয়: তালেবান

সর্বোচ্চ আদালতের নির্দেশনা ছাড়া প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর নয়: তালেবান

আসিয়ানের সিদ্ধান্তের নেপথ্যে ‘বিদেশি হস্তক্ষেপ’: মিয়ানমার জান্তা

আসিয়ানের সিদ্ধান্তের নেপথ্যে ‘বিদেশি হস্তক্ষেপ’: মিয়ানমার জান্তা

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ১৬০ হুথি বিদ্রোহী নিহত

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২১:০৯

ইয়েমেনের সরকারের সমর্থনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের হামলায় অন্তত ১৬০ হুথি বিদ্রোহী নিহত হয়েছে। মারিব শহরের দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে জোটটি। সরকারপন্থীরা বলে আসছিলেন, শহরের এই অঞ্চলে হুথিরা অগ্রসর হচ্ছিল। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জোট কর্মকর্তাকে উদ্ধৃত করে লিখেছে, গত ২৪ ঘণ্টায় আবদিয়াতে আমরা ৩২টি হামলা চালিয়েছি। ১১টি সামরিক যান ধ্বংস হয়েছে এবং ১৬০ সন্ত্রাসী নিহত হয়েছে।

এমন হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহত নিয়ে সাধারণত হুথিদের পক্ষ থেকে মন্তব্য করা হয় না। সৌদি জোটের এই দাবি এএফপির পক্ষ থেকে স্বতন্ত্রভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে মারিবের সংঘর্ষে তাদের বিমান হামলায় সাত শতাধিক ইরান সমর্থিত হুথি বিদ্রোহী নিহত হয়।

মারিব থেকে ১০০ কিলোমিটার দূরে আবদিয়া। এটি আন্তর্জাতিক সমর্থিত ইয়েমেন সরকারের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি। সরকারের এক সূত্র জানায়, বিদ্রোহীরা চার সপ্তাহ ধরে অবরোধ অব্যাহত রাখার পর এখন আবদিয়া জেলার কেন্দ্রে পৌঁছে গেছে।

ওই কর্মকর্তা আরও জানান, বিদ্রোহীরা সরকার সমর্থকদের অপহরণ, বন্দি ও নির্যাতন করছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ২০ জন সরকার সমর্থক ও উপজাতি ব্যক্তি নিহত হয়েছে।

/এএ/

সম্পর্কিত

বৈরুতের সহিংসতার ঘটনায় ক্ষমা চাইলেন লেবানিজ প্রধানমন্ত্রী

বৈরুতের সহিংসতার ঘটনায় ক্ষমা চাইলেন লেবানিজ প্রধানমন্ত্রী

শুক্রবার শোক দিবস পালন করবে লেবানন

শুক্রবার শোক দিবস পালন করবে লেবানন

মধ্যপ্রাচ্যে বাড়ছে ভারতবিরোধী মনোভাব, পণ্য বর্জনের আহ্বান

মধ্যপ্রাচ্যে বাড়ছে ভারতবিরোধী মনোভাব, পণ্য বর্জনের আহ্বান

ধৈর্য হারিয়েছে তুরস্ক, সিরিয়ায় নতুন অভিযান শুরু হবে: এরদোয়ান

ধৈর্য হারিয়েছে তুরস্ক, সিরিয়ায় নতুন অভিযান শুরু হবে: এরদোয়ান

সর্বোচ্চ আদালতের নির্দেশনা ছাড়া প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর নয়: তালেবান

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২০:২৯

সর্বোচ্চ আদালতের নির্দেশনা ছাড়া প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর নিষিদ্ধ করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

তালেবান মুখপাত্র বলেন, অপরাধীদের শাস্তি প্রকাশ্যে কার্যকর করা নিষ্প্রয়োজন। সর্বোচ্চ আদালত যদি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর এবং মরদেহ ঝুলিয়ে রাখার নির্দেশ না দেন, তাহলে এই শাস্তি এভাবে দেওয়ার সুযোগ নেই। তবে আদালত যদি অপরাধীদের প্রকাশ্যে শাস্তি দিতে বলেন, সেক্ষেত্রে আদালতের নির্দেশনা পালন করতে হবে।

জবিউল্লাহ মুজাহিদ বলেন, সাজাপ্রাপ্তদের অপরাধের বিষয়টি জনসমক্ষে ব্যাখ্যা করতে হবে, যাতে লোকজন ওই অপরাধ সম্পর্কে সচেতন হতে পারে।

গত সেপ্টেম্বরে চার সন্দেহভাজন অপহরণকারীকে গুলি করে হত্যার পর তাদের মরদেহ হেরাত শহরের রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখে তালেবান সদস্যরা। একজন ব্যবসায়ী এবং তার ছেলেকে জিম্মি করার অভিযোগের পর বন্দুকযুদ্ধে ওই ব্যক্তিরা নিহত হয়। ওয়াজির আহমাদ সিদ্দিকি নামের স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, চারটি মৃতদেহ মোড়ে আনা হয়। একটি সেখানে ঝুলিয়ে রাখা হয় এবং বাকি তিনটি মরদেহ প্রদর্শনের জন্য শহরের অন্যান্য মোড়ের দিকে নিয়ে যাওয়া হয়। হেরাতের ডেপুটি গভর্নর মৌলভী শাইর বলেন, অপহরণের মতো ঘটনা যাতে আর না ঘটে তার জন্যই মৃতদেহগুলো এভাবে ঝুলিয়ে প্রদর্শন করা হয়েছে।

হেরাত শহরের ওই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তালেবান মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত এ ধরনের ঘটনার রাশ টানবে বলে প্রতীয়মান হচ্ছে।

/এমপি/

সম্পর্কিত

কাশ্মিরে নিখোঁজ ২ ভারতীয় জওয়ানের মরদেহ উদ্ধার

কাশ্মিরে নিখোঁজ ২ ভারতীয় জওয়ানের মরদেহ উদ্ধার

মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর আত্মসমর্পণ

মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর আত্মসমর্পণ

আসিয়ানের সিদ্ধান্তের নেপথ্যে ‘বিদেশি হস্তক্ষেপ’: মিয়ানমার জান্তা

আসিয়ানের সিদ্ধান্তের নেপথ্যে ‘বিদেশি হস্তক্ষেপ’: মিয়ানমার জান্তা

পাকিস্তানের হামলায় আখুন্দজাদা নিহত হয়েছেন: তালেবান নেতা

পাকিস্তানের হামলায় আখুন্দজাদা নিহত হয়েছেন: তালেবান নেতা

আসিয়ানের সিদ্ধান্তের নেপথ্যে ‘বিদেশি হস্তক্ষেপ’: মিয়ানমার জান্তা

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৯:২৩

মিয়ানমারের সামরিক সরকারের এক মুখপাত্র আসিয়ানের সম্মেলনে বাদ দেওয়ার ঘটনার নেপথ্যে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ এনেছেন। এই মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য আঞ্চলিক নেতাদের সম্মেলনে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংকে আমন্ত্রণ না জানানোর প্রতিক্রিয়ায় এই অভিযোগ করা হয়েছে। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আসন্ন শীর্ষ সম্মেলন থেকে বাদ দেওয়া হয়েছে মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইং-কে। শনিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আসিয়ান। জোটের পক্ষ থেকে এমন পদক্ষেপ  বিরল ঘটনা।

জান্তা মুখপাত্র ঝাও মিন তুন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা চেয়েছেন আসিয়ান সম্মেলনে মিয়ানমারের সামরিক নেতাদের বাদ দিতে। এজন্য তারা আসিয়ান নেতাদের দলে ভিড়িয়েছে।

তিনি বলেন, এখানেও বিদেশি হস্তক্ষেপ রয়েছে। এই সিদ্ধান্তের আগে কয়েকটি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে।

চলতি মাসের ২৬ থেকে ২৮ অক্টোবর আসিয়ানের ভার্চুয়াল সম্মেলন বসতে যাচ্ছে। ওই সম্মেলনে মিয়ানমারের সেনা প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়। তার আগে মিয়ানমারে শান্তি ফিরিয়ে আনতে গত এপ্রিলে আসিয়ানের সঙ্গে পাঁচ দফা একটি পরিকল্পনায় সম্মত হয় জান্তা সরকার। কিন্তু এই পাঁচ দফার কোনটিই মানা হয়নি। এ নিয়ে শুক্রবার বৈঠকে বসেন আসিয়ানের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

পরে এক বিবৃতিতে মিন অং হ্লাইনকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে মিয়ানমার থেকে একটি অরাজনৈতিক দলের প্রতিনিধিকে আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

/এএ/

সম্পর্কিত

কাশ্মিরে নিখোঁজ ২ ভারতীয় জওয়ানের মরদেহ উদ্ধার

কাশ্মিরে নিখোঁজ ২ ভারতীয় জওয়ানের মরদেহ উদ্ধার

মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর আত্মসমর্পণ

মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর আত্মসমর্পণ

সর্বোচ্চ আদালতের নির্দেশনা ছাড়া প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর নয়: তালেবান

সর্বোচ্চ আদালতের নির্দেশনা ছাড়া প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর নয়: তালেবান

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

কাশ্মিরে নিখোঁজ ২ ভারতীয় জওয়ানের মরদেহ উদ্ধার

কাশ্মিরে নিখোঁজ ২ ভারতীয় জওয়ানের মরদেহ উদ্ধার

মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর আত্মসমর্পণ

মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর আত্মসমর্পণ

সর্বোচ্চ আদালতের নির্দেশনা ছাড়া প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর নয়: তালেবান

সর্বোচ্চ আদালতের নির্দেশনা ছাড়া প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর নয়: তালেবান

আসিয়ানের সিদ্ধান্তের নেপথ্যে ‘বিদেশি হস্তক্ষেপ’: মিয়ানমার জান্তা

আসিয়ানের সিদ্ধান্তের নেপথ্যে ‘বিদেশি হস্তক্ষেপ’: মিয়ানমার জান্তা

পাকিস্তানের হামলায় আখুন্দজাদা নিহত হয়েছেন: তালেবান নেতা

পাকিস্তানের হামলায় আখুন্দজাদা নিহত হয়েছেন: তালেবান নেতা

পাকিস্তান এয়ারলাইনকে নিষিদ্ধের হুমকি তালেবানের

পাকিস্তান এয়ারলাইনকে নিষিদ্ধের হুমকি তালেবানের

সর্বশেষ

শঙ্কা কেটে গেছে, মাহমুদউল্লাহকে নিয়েই শুরু বিশ্বকাপ

শঙ্কা কেটে গেছে, মাহমুদউল্লাহকে নিয়েই শুরু বিশ্বকাপ

কাশ্মিরে নিখোঁজ ২ ভারতীয় জওয়ানের মরদেহ উদ্ধার

কাশ্মিরে নিখোঁজ ২ ভারতীয় জওয়ানের মরদেহ উদ্ধার

কৃষক লীগ নেতার মনোনয়নপত্র ছিঁড়ে মারধরের অভিযোগ

কৃষক লীগ নেতার মনোনয়নপত্র ছিঁড়ে মারধরের অভিযোগ

ত্রিপুরায় কবর দেওয়া মুক্তিযোদ্ধাদের দেহাবশেষ ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রিপুরায় কবর দেওয়া মুক্তিযোদ্ধাদের দেহাবশেষ ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর আত্মসমর্পণ

মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর আত্মসমর্পণ

© 2021 Bangla Tribune