X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা বাড়লো

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:২২

বাংলাদেশ সফর যাচ্ছেতাই কেটেছে অস্ট্রেলিয়ার। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে। কুড়ি ওভারের বিশ্বকাপের আগে ওই ধাক্কা হয়তো সামাল দিতে পেরেছে বাংলাদেশ সফরে মূল দলের বেশিরভাগ খেলোয়াড় না থাকায়। কিন্তু দুশ্চিন্তা তো কমছে না অজিদের! অধিনায়ক অ্যারন ফিঞ্চের চোট, যেতে হয়েছে ছুরি-কাচির নিচে। এখন আবার চোট শঙ্কায় অলরাউন্ডার মার্কাস স্টোইনিস।

চলছে আইপিএল। সংযুক্ত আরব আমিরাতে হওয়া কুড়ি ওভারের প্রতিযোগিতাটিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন স্টোইনিস। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বোলিংয়ের সময় আঘাত পেয়েছেন তিনি। নিজের দ্বিতীয় ওভার শেষ না করেই খুঁড়িয়ে মাঠ ছাড়েন। তাতে শঙ্কার মেঘ জন্মেছে অস্ট্রেলিয়া ক্যাম্পে।

ফিঞ্চকে নিয়ে দুশ্চিন্তা কাটেনি। অজি অধিনায়ক অবশ্য আশাবাদী, শুরু থেকেই খেলতে পারবেন। কিন্তু অস্ত্রোপচারের পর সেরা অবস্থান ফিরে পাওয়ার ব্যাপারও থাকে। সেরে উঠলেও ম্যাচ খেলার ঘাটতি থেকেই যাবে ফিঞ্চের। এই অবস্থায় আবার স্টোইনিসের চোট। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে থাকা এই অলরাউন্ডার যেভাবে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন, তাতে হ্যামস্ট্রিং চোটে পড়ার সম্ভাবনাই বেশি।

অস্ট্রেলিয়ার মূল দলের বেশিরভাগ খেলোয়াড় বাইরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর থেকে। তাদেরই একজন স্টোইনিস। লম্বা সময় বায়ো বাবলে থাকতে হবে এবং আইপিএলে খেলবেন বলেই জাতীয় দলের বাইরে ছিলেন। কিন্তু আইপিএল শুরুর প্রথম ম্যাচেই ছিটকে যাওয়ার শঙ্কায় স্টোইনিস।

যদি চোট গুরুতর হয় এবং এই অলরাউন্ডার খেলতে না পারেন বিশ্বকাপে, সেক্ষেত্রে মূল স্কোয়াডে জায়গা হতে পারে আরেক অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ানের। অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াডে রিজার্ভ দলে থাকা তিন খেলোয়াড়ের একজন তিনি।

অস্ট্রেলিয়ার দুশ্চিন্তার আরও কারণ আছে। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে ছিলেন না ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপের আগে আইপিএল তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু হায়দরাবাদের বাঁহাতি ওপেনার হতাশা করেছেন। দিল্লির বিপক্ষে রানের খাতা খোলার আগেই ফিরেছেন প্যাভিলিয়নে।

/কেআর/
সম্পর্কিত
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
গরমে খান দইয়ের এই ৫ শরবত
গরমে খান দইয়ের এই ৫ শরবত
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও