X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

তালেবান পরিকল্পনার বিস্তারিত জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৬

বাস্তববাদী হতে হবে। ধৈর্য রাখতে হবে। সম্পৃক্ত হতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো বিচ্ছিন্ন রাখা যাবে না। এসব ভিত্তির ওপরই দাঁড়াচ্ছে আফগানিস্তানের নতুন তালেবান সরকার নিয়ে পাকিস্তানের পরিকল্পনা। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের পাশাপাশি মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

তালেবানের উদ্দেশে শাহ কোরেশি বলেন, ‘তারা যদি এসব প্রত্যাশা জাগিয়ে রাখে, তাহলে তাদের জন্য সহজ হবে, তারা গ্রহণযোগ্যতা পাবে, যেটা স্বীকৃতির জন্য প্রয়োজন।’ তিনি বলেন, ‘একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝতে হবে: বিকল্প কী? আর কোনও অপশন কি আছে? এটা বাস্তবতা আর তারা এই বাস্তবতা পাল্টাতে পারবে না।’

শাহ কোরেশি বলেন, শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান চায় বলে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবানকে নিশ্চিত করতে হবে যে আফগান ভূমি আবারও যেন কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার না হয়। তিনি বলেন, ‘কিন্তু আমরা বলছি, পদক্ষেপ ফেলতে আরও বাস্তববাদী হন। তাদের সঙ্গে সম্পৃক্ত হতে সৃষ্টিশীল পথ খুঁজুন। তাদের সঙ্গে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা কাজে আসেনি।’

তালেবান নেতৃত্বের কাছে যেসব প্রত্যাশা থাকতে পারে তার মধ্যে আছে অন্তর্ভুক্তিমূলক সরকার এবং মানবাধিকারের আশ্বাস। বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের অধিকার। এর বদলে আফগান সরকার উন্নয়ন, অর্থনৈতিক এবং পুনর্গঠন সহায়তা পেলে অনুপ্রাণিত হতে পারে বলে জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং অন্য যেসব দেশ ও প্রতিষ্ঠান আফগান সরকারের তহবিল জব্দ করে রেখেছে তাদের সেগুলো অবিলম্বে ছাড় করে দেওয়ার অনুরোধ জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এই অর্থ আফগানিস্তানে স্বাভাবিক অবস্থা ফেরানোর কাজে ব্যবহার করা যেতে পারে বলে জানান শাহ মাহমুদ কোরেশি।

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৮
তালেবান পরিকল্পনার বিস্তারিত জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
সম্পর্কিত
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি