X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এমবাপ্পের আচরণ নিয়ে প্রশ্ন প্রতিপক্ষ কোচের

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৫

বয়স মাত্র ২২। এর মধ্যে সাফল্যের মুকুটে যোগ হয়েছে কত না পালক। প্যারিস সেন্ত জার্মেইয়ে সাফল্য পাচ্ছেন নিয়মিত। সবচেয়ে বড় কথা কিলিয়ান এমবাপ্পে জিতেছেন বিশ্বকাপ। দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবল বিশ্বে আলাদা জায়গা করে নেওয়া এই ফরোয়ার্ডকে রাখা বিশ্বসেরাদের কাতারে। কিন্তু শুধু ভালো খেললেই হয় না, ফুটবলপ্রেমীদের ভালোবাসা পেতে ভালো আরচণও দরকার বলে তাকে সতর্ক করলেন মেসের কোচ ফেদেরিক আন্তোনেত্তি।

বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচে মেসের মুখোমুখি হয়েছিল পিএসজি। শেষের নাটকীয়তায় ২-১ গোলে জিতেছে প্যারিসের ক্লাবটি। তাদের দুটো গোলই দিয়েছেন আশরাফ হাকিমি। মরোক্কান রাইট ব্যাকের জয়সূচক গোল উদযাপনের আগে মেসের গোলকিপারকে বিরক্ত করেন এমবাপ্পে। ওই সময় দুই পক্ষের খেলোয়াড়দের হাতাহাতিও হয়। এমবাপ্পের আচরণ মোটেও পছন্দ হয়নি মেস কোচের।

ম্যাচ শেষে এমবাপ্পের আচরণের দিকে আঙুল তুলেছেন আন্তোনেত্তি। মানুষের ভালোবাসা পেতে ফরাসি ফুটবলারের ব্যবহারের দিকে নজর দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি, ‘কিলিয়ান এমবাপ্পে যদি ভালোবাসা চায়, তাহলে আচরণ ভালো করতে হবে। আমি এই খেলোয়াড়টাকে (এমবাপ্পে) পছন্দ করি। খুব শক্তিশালী। তবে সে আরও উপকৃত হবে নম্র হলে।’

মেসের মাঠে জয় পেতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে পিএসজির। শুরুতে হাকিমির গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধেই সমতায় ফেরে মেস। ১-১ স্কোরলাইন রেখে যখন খেলা শেষ হতে যাচ্ছিল, ঠিক তখনই দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে পিএসজিকে নাটকীয় জয় এনে দেন হাকিমি। ফলে ৭ ম্যাচের সবকটি জিতে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে প্যারিসের ক্লাবটি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি