X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীর ৮৬৩ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব

নীলফামারী প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৯

নীলফামারীর ৮৬৩ পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। এখন বাকি রয়েছে শুধু রঙতুলির কাজ। পূজা মণ্ডপকে আকর্ষণীয় করে তুলতে আলোকসজ্জা ও গেট নির্মাণ করা হচ্ছে।

সদরের রামনগর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম অঞ্চল বাহালীপাড়া (জমিদার বাড়ি) কাছাড়ী বাজার পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, কারিগর সত্যেন্দ্র নাথ রায় তিন সহকারীসহ তৈরি করছেন প্রতিমা। কাদা লাগানোর কাজ শেষ করে রঙ করার প্রস্তুতি নিচ্ছেন তারা। সত্যেন্দ্র বলেন, গতবারের চেয়ে এবারের প্রতিমা আকারে অনেক বড় এবং এতে নতুনত্ব এসেছে। শাপলা ফুলের মাঝে গনেশ ঠাকুরের আবির্ভাব হয়েছে। যুদ্ধে যাচ্ছেন কার্তিক ঠাকুর।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেশ চন্দ্র রায় বলেন, ‘জেলার ৬১ ইউনিয়নের মধ্যে ঐতিহ্যবাহী জমিদার বাড়ি বাহালীপাড়া কাছাড়ী বাজার পূজামণ্ডপে প্রতিবারই জাঁকজমকপূর্ণভাবে পূজা হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়।’

জেলা প্রশাসন সূত্র জানায়, এবার নীলফামারীতে ৮৬৩টি পূজামণ্ডপ তৈরি হয়েছে। এর মধ্যে ডোমারে ৯৮, ডিমলায় ৭৫, জলঢাকায় ১৮১, কিশোরগঞ্জে ১৪৫, সদরে ২৭৭ ও  সৈয়দপুরে ৮৭টি রয়েছে।

জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় বলেন, ‘জেলার ৮৬৩ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হতে যাচ্ছে। আশা করি, মায়ের পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে। এ ব্যাপারে পূজা উৎযাপন পরিষদ দিন-রাত কাজ করে যাচ্ছে।’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রমিজ আলম বলেন, ‘গত বছর নীলফামারীতে ৮৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হয়েছিল। এবার জেলায় ১৬টি মণ্ডপ বেশি হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মণ্ডপগুলোর অনুকূলে ৪৩১ দমমিক ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত তা উপজেলা ভিত্তিক বিতরণ করা হবে।’

পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান বলেন, ‘এবার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা চলাকালে সাদা পোশাকে ও পোশাকধারী পুলিশ, বিজিবি এবং র‌্যাব সদস্যরা টহল দেবেন। আশা করছি, শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা