X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সাক্ষাৎকার দিয়ে সংসদীয় কমিটির তলবের মুখে ঢাবি শিক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:১১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪১

প্রবাসী আয় নিয়ে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সংসদীয় কমিটির তলবের মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা চেয়ার অধ্যাপক তাসনীম সিদ্দিকী। অবশ্য তাকে তলব নিয়ে খোদ সংসদীয় কমিটির ভিতরেই বিরোধিতা এসেছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

এ বছরের প্রথম দিকে একটি জাতীয় দৈনিকে ‘রেমিট্যান্স প্রবাহ আর প্রবাসীদের বাস্তবতায় মিল নেই’ শীর্ষক তাসনীম সিদ্দিকীর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। ওই সাক্ষাৎকারের বিষয়ে সংসদীয় কমিটির বৈঠকে তাসনীম সিদ্দিকীকে তলব করা হয়।

ওই সাক্ষাৎকারের এক জায়গায় রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা চেয়ার তাসনীম সিদ্দিকী বলেন, “রেমিট্যান্স যদি বেশি এসেই থাকে, তাহলে অভিবাসীদের পরিবারগুলো কেন করোনার সামনে দুর্বল হয়ে পড়লো? কেন তাদের ঋণ করতে হলো? তাদের খাবার কমে গেলো। বৈদেশিক সঞ্চয়ের পরিমাণ আর প্রবাসীদের বাস্তবতার তথ্যে মিল নেই।”

বৈঠকে বলা হয়, এই সাক্ষাৎকারটি ‘নেতিবাচক’। বৈঠকে তাসনীম সিদ্দিকী তার ওই সাক্ষাৎকারের বিষয়ে ব্যাখ্যা দেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, “কমিটির পক্ষ থেকে বক্তব্য দেওয়া হবে।” এর বেশি কোনও কথা বলতে তিনি রাজি হননি।

পরে কমিটির সদস্য বিএনটির সংসদ সদস্য হারুনুর রশীদ সাংবাদিকদের বলেন, তিনি এই তলবের বিরোধিতা করেছেন।

হারুন বলেন, “আমি সভাপতিকে বলেছি, একটি পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকার নিয়ে এত প্রায়োরিটি কেন দেওয়া হচ্ছে। তিনি যা বলেছেন তা বাস্তব। এটা তো ঠিক যে করোনার শুরুতে বিদেশ থেকে প্রবাসী অনেকেই ফেরত এসেছেন। কিছু নিয়ে আসতে পারেননি। আমার এলাকাতেই এমন ঘটনা ঘটেছে। এটা এমন কোনও বড় বিষয় নয় যে তলব করতে হবে।

হারুন জানান, তাসনীম সিদ্দিকী বিষয়টি কমিটির কাছে ব্যাখ্যা করেছেন। তবে এ বিষয়ে কথা বলতে চাইলে অধ্যাপক তাসনীম কোনও মন্তব্য করতে চাননি।

তবে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘রেমিট্যান্স প্রবাহ আর প্রবাসীদের বাস্তবতায় মিল নেই’ শীর্ষক সাক্ষাৎকার বিষয়ে সাক্ষাৎকারদাতা জানান, ‘শুধু শিরোনামটুকু নেতিবাচক আর বাকি সাক্ষাৎকারে ইতিবাচক আলোচনা হয়েছে’। এ বিষয়ে বৈঠকে তিনি দুঃখ প্রকাশ করেন।”

কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বৈঠকে সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মো. আব্দুস শহীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, কাজী নাবিল আহমেদ, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আহমেদ ফিরোজ কবির, রানা মোহাম্মদ সোহেল ও হারুনুর রশিদ অংশ নেন।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
২০২৩ সালে রাজনৈতিক সহিংসতায় বিআরটিসির ১০ বাস পুড়েছে
টিসিবির উপকারভোগী নির্ধারণের পদ্ধতি জানতে চেয়েছে সংসদীয় কমিটি
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বশেষ খবর
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন