X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সহশিল্পীর কারণে তারা ছবিগুলো করতে চাননি

সানজিদা নূর
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২০:০৭

বলিউড অভিনেতা-অভিনেত্রীরা অনেক সময়ই ফিরিয়ে দিয়েছেন অসাধারণ সব ছবির প্রস্তাব। এমন তারকাও আছেন, যারা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কেবল সহশিল্পী পছন্দ হয়নি বলে। তেমন ছয় জনের কথা জানা যাক—

সহশিল্পীর কারণে তারা ছবিগুলো করতে চাননি রণবীর সিং

‘বার বার দেখো’ ছবিটিতে ক্যাটরিনা কাইফের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল এই অভিনেতাকে। কিন্তু সায় দেননি রণবীর। কারণ, দীপিকা আর ক্যাটরিনার নীরব যুদ্ধটা তখন রীতিমতো টক অব দ্য বি-টাউন। তাই ক্যাটরিনার নায়ক সেজে দীপিকাকে রাগাতে চাননি রণবীর।

সহশিল্পীর কারণে তারা ছবিগুলো করতে চাননি ঐশ্বরিয়া রাই

‘বাজিরাও মাস্তানি’তে মাস্তানি চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বরিয়া রাইকে। তবে সহ-অভিনেতা হিসেবে সালমান খানের সম্ভাবনার কথা শুনেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

সহশিল্পীর কারণে তারা ছবিগুলো করতে চাননি ক্যাটরিনা কাইফ

‘ফিতুর’ ও ‘জাগগা জাসুস’ বক্স অফিসে ফ্লপ হবার পর ক্যাটরিনা তার কাজ বাছাই নিয়ে সচেতন হন। পরে আদিত্য রায় কাপুরের বিপরীতে যখন তাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়, নাকচ করেন এই অভিনেত্রী। কারণ, আদিত্যের সঙ্গেই ফ্লপ হয়েছিল ‘ফিতুর’।

সহশিল্পীর কারণে তারা ছবিগুলো করতে চাননি রণবীর কাপুর

সোনাক্ষী সিনহার বিপরীতে এক ছবিতে রণবীরকে প্রস্তাব দেওয়া হলে তিনি তা গ্রহণ করেননি। কারণ, তিনি মনে করেন তার সঙ্গে ছবি করলে তাকে সোনাক্ষীর তুলনায় বয়সে ছোট মনে হবে।

সহশিল্পীর কারণে তারা ছবিগুলো করতে চাননি কারিনা কাপুর

এই অভিনেত্রীর অভিনয়ের পূর্ব শর্ত হলো, তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির ‘এ’ তালিকার অভিনেতা ছাড়া কাজ করবেন না। এ কারণে ইমরান হাসমির সঙ্গে ‘ব্যত্তমিজ দিল’ ফিরিয়ে দেন।

সহশিল্পীর কারণে তারা ছবিগুলো করতে চাননি অমিতাভ বচ্চন

‘ব্ল্যাক’ ছবিটিতে একসঙ্গে দেখা যেতে পারতো অমিতাভ ও ক্যাটরিনাকে। তবে অমিতাভ এই অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন সহ-অভিনেত্রী কারিনা কাপুর খানের জন্য। পরিচালক ছবিটিতে অমিতাভ বচ্চনকেই চেয়েছিলেন। তাই শেষ পর্যন্ত অমিতাভ থাকলেও জায়গা পাননি কারিনা। তার জায়গায় এসেছিলেন রানি মুখার্জি।

সূত্র: পপজো

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা