X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন হলে জামালদের জন্য ‘অকল্পনীয়’ পুরস্কার! 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭

আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে বাংলাদেশ দলের অনুশীলনও শুরু হয়েছে। প্রতিযোগিতায় দলটির পারফরম্যান্স বের করে আনতে পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলন দেখতে এসেছিলেন তিনি। সেখানেই ঘোষণা করেছেন, সাফে চ্যাম্পিয়ন হলে ‘অকল্পনীয়’ পুরস্কার পাবেন জামাল ভূঁইয়ারা। 

অনুশীলন দেখে সংবাদমাধ্যমকে এভাবেই কথাগুলো বলেছেন কাজী সালাউদ্দিন, ‘আমি যতবার ঘোষণা করেছি, ততবারই ফল পাইনি। তাই মনের মধ্যে রেখেছি। ওরা যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে স্বপ্নেও ভাবতে পারবে না কী পাবে।’ 

তবে দলের প্রস্তুতি দেখে সন্তুষ্টি ঝরেছে সালাউদ্দিনের কণ্ঠে। তিনি বলেছেন, ‘প্রস্তুতি প্রস্তুতির মতোই হচ্ছে। এমন প্রস্তুতিই আশা করেছিলাম। আসলে কোচের সঙ্গে ৩-৪টা মিটিং হয়েছে। ওর টার্মস অ্যান্ড কন্ডিশন-এগুলো নিয়েই। কৌশলগত দৃষ্টিকোণ থেকে আমরা যে বিষয়গুলো আলাপ করেছিলাম, তার আর আমার বিষয়গুলো অধিকাংশ ক্ষেত্রেই মিলে। একটি-দুটি জায়গা এদিক-ওদিক ছিল।’

জেমি ডের সময় জাতীয় দল অনেকটা রক্ষণাত্মক কৌশলে খেলেছে। এখন ব্রুজনের আক্রমণাত্মক ছকে ফেরা সঠিক মনে করছেন বাফুফে সভাপতি। ফিটনেস নিয়েও আশাবাদী তিনি, ‘তিন দিন (চার দিন) আগে কিংস-আবাহনী একটা ম্যাচ খেলেছে। এই দুটি দলের অধিকাংশ খেলোয়াড়ই প্রাথমিক দলে আছে। এখানে ফিটনেস নিয়ে ভাবার কোন কারণ নেই। যদি আপনারা আজকের অনুশীলন দেখেন, দেখবেন বল ট্রেনিং হয়েছে। এখানে ফিটনেসের ইস্যু নেই। আমি মনে করি, দল ভালো কন্ডিশনে আছে এবং রাইট মেথডে রাইট ট্রেনিং হচ্ছে।’ 

বার বার কোচ পরিবর্তন নিয়ে সমালোচনা হলেও বিষয়টিকে সঠিক মনে করেন সালাউদ্দিন। তার মত, ‘আমি আশাবাদী দলটা এবার ভালো করবে। অনেক যুদ্ধ-টুদ্ধ করে এই কোচকে এনেছি। দ্বিতীয় কথা, স্বপ্ন তো স্বপ্নই (দলের হাতে শিরোপা তুলে দেওয়া)। যখন হবে, তখন তো হবেই। আগে কী হয়েছিল, সেটা জানি না। রেজাল্ট যা হওয়ার তাই হবে। কিন্তু আমি মনে করি, কোচ বদল করে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এই পরিবর্তন দরকার ছিল।'

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
কঠিন ম্যাচ জিতে বাংলাদেশের মানুষদের ধন্যবাদ দিলেন ফিলিস্তিন কোচ
আমাদের দল নিয়ে গর্বিত হওয়া উচিত: বাংলাদেশ কোচ
নিজেদের মাঠে আমরা আরও বেশি শক্তিশালী: কাবরেরা
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ