X
শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ৩১ আশ্বিন ১৪২৮

সেকশনস

ঢাকায় আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৩

রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রের ১৩তম আসর। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) সহযোগিতায় তিন দিনব্যাপী এ উৎসব আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস)।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) এই চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল স্ক্রিনিং হচ্ছে, আগামী ৩০ সেপ্টেম্বর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্স অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং উপ- উপাচার্য ড. আ স ম মাকসুদ কামাল।

সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবছর দেশীয় সমৃদ্ধ সংস্কৃতি এবং ইতিহাসের সাথে পুরো বিশ্বকে পরিচয় করানোর জন্য এ উৎসবের আয়োজন করা হয়ে আসছে উৎসবটি। এ বছরের আয়োজনের মূলবিষয় হল ‘নকশী কাঁথা’।

প্রসঙ্গত, ২০০৭ সালে বিশ্বব্যাপী তরুণ ও মেধাবী বিশ্ববিদ্যালয়গামী চলচ্চিত্র নির্মাতাদের, তাদের প্রতিভা প্রদর্শনীর জন্য ‘টেক ইওর ক্যামেরা, ফ্রেম ইওর ড্রিম’ এই মূলমন্ত্র নিয়ে যাত্রা শুরু করে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।

/ইউএস/

সম্পর্কিত

স্বাস্থ্য ও জীবন বিমার আওতায় ঢাবি শিক্ষক-শিক্ষার্থীরা

স্বাস্থ্য ও জীবন বিমার আওতায় ঢাবি শিক্ষক-শিক্ষার্থীরা

সব বর্ষের শিক্ষার্থীরা ঢাবি হলে, ফুল-চকলেট-মাস্কে বরণ

সব বর্ষের শিক্ষার্থীরা ঢাবি হলে, ফুল-চকলেট-মাস্কে বরণ

ঢাবি হলে প্রথম-দ্বিতীয়-তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা (ফটোস্টোরি)

ঢাবি হলে প্রথম-দ্বিতীয়-তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা (ফটোস্টোরি)

দেড় বছর পর আবারও মুখরিত মধুর ক্যান্টিন

দেড় বছর পর আবারও মুখরিত মধুর ক্যান্টিন

শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা

প্রতি আসনে লড়বেন ১১ শিক্ষার্থী

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২০:৪২

২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) পদ্ধতিতে আয়োজিত প্রথমবারের সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে রবিবার (১৭ অক্টোবর)। দুপুর ১২টা থেকে সারাদেশে একযোগে ২৬ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন এক লাখ ৩১ হাজার ৯০১ পরীক্ষার্থী।  

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এবার বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগসহ তিন ইউনিটে রয়েছে ২২ হাজার ১৩ আসন। আসনের বিপরীতে আবেদন করেছেন দুই লাখ ৩২ হাজার ৪৫৫ পরীক্ষার্থী। হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ১১ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে প্রায় ১২ হাজার সিটের বিপরীতে ২৬টি আসনে এক লাখ ৩১ হাজার ৯০১ জন পরীক্ষায় বসছেন।

এ ছাড়া আগামী ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটে প্রায় সাড়ে ছয় হাজার আসনের বিপরীতে ৬৭ হাজার ১১৭ জন এবং ‘সি’ ইউনিটে প্রায় সাড়ে তিন হাজার ৩৩ হাজার ৪৩৬ শিক্ষার্থী আবেদন করেছেন।

পরীক্ষার বিষয়সমূহ

জিএসটির গুচ্ছ পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ভিত্তিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। যেখানে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বাংলায় ১০, ইংরেজিতে ১০, রসায়ন ২০, পদার্থবিজ্ঞান ২০, বাকি ৪০ নম্বর থাকবে আইসিটিতে। মানবিক বিভাগের ক্ষেত্রে বাংলায় ৪০, ইংরেজিতে ৩৫ ও আইসিটিতে ২৫ নম্বর এবং বাণিজ্য বিভাগের ক্ষেত্রে হিসাববিজ্ঞানে ২৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ২৫, বাংলায় ১৩, ইংরেজিতে ১২ ও আইসিটিতে ২৫ নম্বর থাকবে। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,  ইসলামী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ইউনিভার্সিটি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়।

‘এ’ ইউনিটের আসন বিন্যাস

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭১০, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩১৬৩,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১০৯১৫, শেরে-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫০০০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩০০০, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১১৫৩৯,  ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২০০, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৭১০৮, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭৪৯৩, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬০০০, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬০৪৫, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০০০, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৭০৮৫, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭০২৫, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৫১৩, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৪৬২, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৫০৫, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৭৬৮৮, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬০০০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪০০০, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৬০০, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯৮০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬৯১২, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩৪৫৮, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮০০ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭০০ পরীক্ষার্থী অংশ নেবে।

এ ছাড়া ‘বি’ এবং ‘সি’ ইউনিটে ২২ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার গুচ্ছ পদ্ধতিতে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা পরীক্ষা নেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ সার্কুলার ও নিয়ম অনুসারে বিভাগ পরিবর্তন করে ভর্তির সুযোগ দেবে।

পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজকদের মন্তব্য

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা শতভাগ প্রস্তুত পরীক্ষা নেওয়ার জন্য। আগেই যথাযথ নিরাপত্তার সঙ্গে সব পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র, উত্তরপত্র ও উপস্থিতি তালিকা পাঠিয়ে দিয়েছি। এতে পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সহায়তা করছে।  সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশ্নপত্রের ট্র্যাংকে জিপিএস ট্র্যাকিং সিস্টেম লাগানো হয়েছে, যাতে প্রশ্নপত্র নিরাপদ থাকে।

শিগগিরই ফল প্রকাশ করা হবে উল্লেখ করে শাবি উপাচার্য বলেন, পরীক্ষা পরবর্তী ২-৩ দিনের মধ্যে ফল প্রকাশের চিন্তাভাবনা রয়েছে। ফলাফল র‌্যাংকের ভিত্তিতে ফল প্রকাশ না করে ১০০ নম্বরের মধ্যে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর (স্কোর) প্রকাশ করা হবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলোর পৃথক সার্কুলার ও শর্তের ভিত্তিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পছন্দের বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে ভর্তির আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

বিভাগ পরিবর্তন নিয়ে শাবি উপাচার্য বলেন, বিভাগ পরিবর্তনে কোনও পরীক্ষা হচ্ছে না। তবে এক্ষেত্রে ২০টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো পরবর্তীতে নীতিমালা প্রণয়ন করবে। শর্ত মেনে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে পছন্দের বিষয়ে পড়তে পারবে।

/এএম/

সম্পর্কিত

যবিপ্রবিতে ‘এ’ ইউনিটে আসন পড়েছে ৬ হাজার শিক্ষার্থীর

যবিপ্রবিতে ‘এ’ ইউনিটে আসন পড়েছে ৬ হাজার শিক্ষার্থীর

রাবির ‘বি’ ইউনিটের সংশোধিত ফলেও ‘সমস্যা’

রাবির ‘বি’ ইউনিটের সংশোধিত ফলেও ‘সমস্যা’

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

রাবির ‘সি’ ইউনিটের ফল রবিবার

রাবির ‘সি’ ইউনিটের ফল রবিবার

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে শাবি শিক্ষকের ‘আত্মহত্যা’ 

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৯:২০

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে পিএইচডি ডিগ্রি অর্জন করতে গিয়ে আত্মহত্যা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। ওই শিক্ষকের নাম মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। 

শনিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় ভার্জিনিয়াতে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছেন শাবির প্রক্টর ড. আলমগীর কবীর। 

প্রক্টর বলেন, মাহফুুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। তিনি শিক্ষাছুটি নিয়ে ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে পিএইচডিতে অধ্যয়নরত ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্র পুলিশ বিষয়টি তদন্ত করছেন। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে। 

এদিকে, এই শিক্ষকের মৃত্যুতে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ প্রশাসনিক কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা শোক প্রকাশ করেছেন। মাহফুজুর রহমান শিক্ষাছুটির আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। তিনি অবিবাহিত ছিলেন। দুই মাস আগে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

/এএম/

সম্পর্কিত

৪ বছরে চতুর্থ সেমিস্টার, কুবি ছাত্রের আত্মহত্যার হুমকি

৪ বছরে চতুর্থ সেমিস্টার, কুবি ছাত্রের আত্মহত্যার হুমকি

কোচিং সেন্টারে ঝুলছিল জবি শিক্ষার্থীর লাশ

কোচিং সেন্টারে ঝুলছিল জবি শিক্ষার্থীর লাশ

খুলছে হাবিপ্রবির হল, থাকছে না গণরুম

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৮:৩৯

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৫৮তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলছে সোমবার (১৮ অক্টোবর) থেকে। তবে আবাসিক হলগুলো পর্যায়ক্রমে খোলা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক্ষেত্রে হলে উঠতে হলে শিক্ষার্থীদের করোনার টিকা নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জানা যায়, সোমবার থেকে প্রথম দিকে তৃতীয়, চতুর্থ বর্ষ ও মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন (শর্তসাপেক্ষে)। এরপর পর্যায়ক্রমে সব আবাসিক শিক্ষার্থীদের হলে উঠানো হবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল খোলার আগে সব প্রস্তুতি সম্পন্ন করেছে হল প্রশাসন। 

ডরমেটরি-২ হলের হল সুপার অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আগামী সোমবার থেকে পর্যায়ক্রমে হলগুলো খুলে দেওয়া হবে। তবে করোনা পরিস্থিতিতে উপাচার্যের নির্দেশে আবাসিক হলে আপাতত আমরা গণরুম রাখছি না। সেইসঙ্গে যাদের ছাত্রত্ব নেই তারাও হলে অবস্থান করতে পারবে না। ডরমেটরি-২ হলে প্রবেশের ক্ষেত্রে প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। একসঙ্গে ৮০ জন শিক্ষার্থী যেন পড়াশোনা করতে পারে সেজন্য হলে একটি রিডিং রুমের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য ডাইনিং এবং ক্যানটিনের ব্যবস্থাও থাকবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হল সুপার সহযোগী অধ্যাপক ড. মো. হাসানুর রহমান জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ৫৮তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আমাদের হল আগামী সোমবার থেকে খুলে দিতে যাচ্ছি। ওই দিন হলের আবাসিক শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারবে। তবে সেদিন শুধুমাত্র মাস্টার্স এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা হলে প্রবেশের সুযোগ পাবে। এ ছাড়া হলে প্রবেশের আগে কমপক্ষে একডোজ টিকা নেওয়ার কার্ড দেখাতে হবে। তবেই শিক্ষার্থীদের হলে প্রবেশ করানো হবে।

ফজিলাতুন্নেছা মুজিব হল সুপার সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবু সাঈদ বলেন, হলের সংস্কারকাজের জন্য যে নির্দিষ্ট অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল সে অনুযায়ী কাজ করেছি। সংস্কারকাজের অংশ হিসেবে প্রত্যেক ওয়াশরুমে টাইলস বসানো হয়েছে। নতুন করে স্যানিটারি ফিটিংস লাগানো হয়েছে। প্রত্যেক রুমের রঙ করা হয়েছে। যেহেতু আমাদের হল আগামী মঙ্গলবার থেকে খুলবে সে জন্য কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

শেখ রাসেল হল সুপার সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম বলেন, আমাদের হল আগামী ২০ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে। হল খুলে দেওয়ার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে গুগল ডক ফরমের মাধ্যমে টিকা নেওয়া শিক্ষার্থীদের তথ্য নেওয়া হয়েছে। সরকারি অর্থায়নে এবং ইউজিসির নির্দেশনায় হলের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের হলে প্রবেশের সময় বরণ করে নিতে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। আশা করি, শিক্ষার্থীরা হলে উঠলে নতুন কিছু দেখবে।

/এএম/

সম্পর্কিত

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে শাবি শিক্ষকের ‘আত্মহত্যা’ 

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে শাবি শিক্ষকের ‘আত্মহত্যা’ 

‘প্রত্যেকের নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে’

‘প্রত্যেকের নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে’

সিনিয়রের নাম ধরে ডাকায় কুবি ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ

সিনিয়রের নাম ধরে ডাকায় কুবি ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ

বিশ্বসেরা গবেষকদের তালিকায় কুবির ৪ শিক্ষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় কুবির ৪ শিক্ষক

‘প্রত্যেকের নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে’

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৯:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন, উৎসব কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের নয়। প্রত্যেক মানুষের স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। যারা নির্দিষ্ট ধর্মভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, তাদের না বলার সময় এসেছে।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় দেশের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আয়োজিত প্রতিবাদ সমাবেশ সংহতি জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘শারদীয় দুর্গা উৎসবে যারা আক্রমণ করেছে, মানুষের ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত করেছে; সেই সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ও সহিংসতার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই প্রতিবাদ সমাবেশ। 

এদেশের সব ধর্মীয় অনুষ্ঠান সকল মানুষের উৎসব উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে দুর্গা উৎসব, ঈদ, বড়দিন, সরস্বতী পূজা, পহেলা বৈশাখ, বিজু কিংবা সাংরাইয়ের উৎসব— এদেশের মানুষের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের পটভূমিতে লালিত। যারা এই দেশে সহিংসতা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সময় আমাদের এসেছে। বাঁশের লাঠি তৈরি করে এদের প্রতিরোধ করার সময় এসেছে। যেখানেই মন্দির আক্রান্ত হবে সেখানেই বাঁশের লাঠি দিয়ে এদের প্রতিরোধ করতে হবে।

নাট্য সংসদের সাধারণ সম্পাদক দিগার মোহাম্মদ কৌশিকের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন নাট্য সংসদের সভাপতি মনিরুজ্জামান মুন্না, নাট্য সংসদের সাবেক সভাপতি সামিউল হক সানি, ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি রাকিব সিরাজী, শহীদুল্লাহ হল সংসদের সাবেক ভিপি হোসেইন মোহাম্মদ তুরান, জগন্নাথ হলের সাবেক জিএস কাজল দাস প্রমুখ। 

/এনএইচ/

সম্পর্কিত

প্রতি আসনে লড়বেন ১১ শিক্ষার্থী

প্রতি আসনে লড়বেন ১১ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে শাবি শিক্ষকের ‘আত্মহত্যা’ 

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে শাবি শিক্ষকের ‘আত্মহত্যা’ 

খুলছে হাবিপ্রবির হল, থাকছে না গণরুম

খুলছে হাবিপ্রবির হল, থাকছে না গণরুম

সিনিয়রের নাম ধরে ডাকায় কুবি ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ

সিনিয়রের নাম ধরে ডাকায় কুবি ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ

সিনিয়রের নাম ধরে ডাকায় কুবি ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৫:২৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে ১৩তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রিয়াজুল ইসলাম বাঁধন ১২তম ব্যাচের সোহাগ নামের এক ছাত্রলীগ কর্মীকে ‘তুমি’ বলে সম্বোধন করেন। এতে ১২তম ব্যাচের সোহাগ, শাফী, ওয়াকিল ও আবিরসহ কয়েকজন বাঁধনকে হলের দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে হুমকি ও মারধর করে।

বাঁধন জানান, ‘সোহাগ ভাইয়ের নাম ধরে ডাকায় শাফী ভাই, সোহাগ ভাই, আবির ভাই ও ওয়াকিল ভাইসহ কয়েকজন আমাকে চেয়ারের সঙ্গে গামছা দিয়ে বাঁধেন। এরপর বেল্ট দিয়ে পেটাতে থাকেন। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরে আমার বন্ধুরা এসে গাড়িতে তুলে দিলে আমি হল থেকে বাড়ি চলে আসি।’

মারধরের ঘটনা অস্বীকার করে ওয়াকিল বলেন, ‘তাকে (বাধন) রুমে নিয়ে মারধরের প্রশ্নই আসে না। সিনিয়রের নাম ধরে ডাকায় হলের বারান্দায় তাকে একটু শাসানো হয়েছিল।’ 

আবির ও সোহাগ জানান, ‘বাঁধন অনেক আগে থেকেই সিনিয়রদের সঙ্গে উগ্র আচরণ ও বেয়াদবি করছিলো। আমরা সিনিয়র হিসেবে তাকে শুধু বুঝিয়েছি। মারধরের প্রশ্নই আসে না। বরং তাকে বুঝিয়ে কোকও খাইয়েছি৷ তাকে মারধর করলে তো হলের সবাই জানার কথা।’

বাঁধনকে শাসানোর জেরে বৃহস্পতিবার রাতে ১১টার দিকে ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শাফীকে ২০০৪ নম্বর কক্ষের দরজা আটকে মারধর করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। মারধরের খবর পেয়ে সহপাঠীরা কক্ষের দরজা ভেঙে শাফীকে উদ্ধার করেন।

শাফী বলেন, ‘তারা সিনিয়রদের গায়ে হাত তুলেছে। সাংগঠনিক একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। দত্ত হলের ইতিহাসে যা কোনও দিন হয়নি, তারা তা করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তারা হলে থাকার যোগ্য না। আমি তাদের বোঝাতে গিয়েছিলাম। কিন্তু তারা আমাকে মারধর করেছে। ইলিয়াস ভাই, মাজেদ ভাই (শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক) সাংগঠনিকভাবে যে সিদ্ধান্ত নেবেন, আমরা তা মেনে নেবো।’

১৩তম ব্যাচের চার শিক্ষার্থী বলেন, ‘আমরা কাউকে মারধর করিনি। শুধু বন্ধুকে মারধরের কারণ জানতে ওই কক্ষে গিয়েছিলাম। কথা কাটাকাটি থেকে পরে উত্তেজনা ছড়িয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা বলছে, এ ঘটনায় দুই ব্যাচ মারমুখী হয়ে উঠলে শাখা ও দত্ত হল ছাত্রলীগের নেতাকর্মীরা এসে সংঘর্ষে লিপ্ত দুই ব্যাচের শিক্ষার্থীদের মারধর করে। এরপর বিচারের জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের কক্ষে নিয়ে গিয়ে সেখানেও মারধর করা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।

এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত বলেন, ‘আমি শুনেছি, দুই ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কথা কাটাকাটি হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে সাংগঠনিকভাবে মীমাংসা করে দিয়েছি।’

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘১৩তম ব্যাচের শিক্ষার্থীরা ১২তম ব্যাচের শিক্ষার্থীদের সাথে বেয়াদবি করবে, সেটা অপ্রত্যাশিত।’

কক্ষে নিয়ে বিচারের নামে মারধরের বিষয়ে তিনি বলেন, ‘সংগঠন অনেক বড়। আমরা একটি পরিবারের মতো। এখানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে আমরা তা সমাধান করি। আজকেও আমরা সমাধান করেছি। অপরাধের মাত্রা বুঝে সামনে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জুলহাস মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। যদি হলে এমন কোনও ঘটনা ঘটে থাকে তাহলে তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/

সম্পর্কিত

যবিপ্রবিতে ‘এ’ ইউনিটে আসন পড়েছে ৬ হাজার শিক্ষার্থীর

যবিপ্রবিতে ‘এ’ ইউনিটে আসন পড়েছে ৬ হাজার শিক্ষার্থীর

বিশ্বসেরা গবেষকদের তালিকায় শাবির ৫৪ শিক্ষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় শাবির ৫৪ শিক্ষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় হাবিপ্রবির ১৩ শিক্ষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় হাবিপ্রবির ১৩ শিক্ষক

প্রাণ ফিরছে জাবি ক্যাম্পাসে

প্রাণ ফিরছে জাবি ক্যাম্পাসে

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

স্বাস্থ্য ও জীবন বিমার আওতায় ঢাবি শিক্ষক-শিক্ষার্থীরা

স্বাস্থ্য ও জীবন বিমার আওতায় ঢাবি শিক্ষক-শিক্ষার্থীরা

সব বর্ষের শিক্ষার্থীরা ঢাবি হলে, ফুল-চকলেট-মাস্কে বরণ

সব বর্ষের শিক্ষার্থীরা ঢাবি হলে, ফুল-চকলেট-মাস্কে বরণ

ঢাবি হলে প্রথম-দ্বিতীয়-তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা (ফটোস্টোরি)

ঢাবি হলে প্রথম-দ্বিতীয়-তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা (ফটোস্টোরি)

দেড় বছর পর আবারও মুখরিত মধুর ক্যান্টিন

দেড় বছর পর আবারও মুখরিত মধুর ক্যান্টিন

অবশেষে খুললো ঢাবির আবাসিক হল

অবশেষে খুললো ঢাবির আবাসিক হল

ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

কারাগারে বসেই ঢাবির ভর্তি পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

কারাগারে বসেই ঢাবির ভর্তি পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

বন্ধ নয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে

বন্ধ নয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে

অপেক্ষার পালা শেষে ঢাবির ভর্তিযুদ্ধে শিক্ষার্থীরা (ফটোস্টোরি)

অপেক্ষার পালা শেষে ঢাবির ভর্তিযুদ্ধে শিক্ষার্থীরা (ফটোস্টোরি)

অবৈধ পন্থায় ভর্তি হওয়ায় ঢাবির দুই  শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

অবৈধ পন্থায় ভর্তি হওয়ায় ঢাবির দুই শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

সর্বশেষ

বাসা থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যা

বাসা থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যা

প্রতি আসনে লড়বেন ১১ শিক্ষার্থী

শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষাপ্রতি আসনে লড়বেন ১১ শিক্ষার্থী

ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে স্বস্তি

ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে স্বস্তি

টিকার লাইনে দাঁড়ানো নারীর চেইন ছিনতাই, আটক ৫

টিকার লাইনে দাঁড়ানো নারীর চেইন ছিনতাই, আটক ৫

ওমান-পাপুয়া নিউগিনি যা, বাংলাদেশও তাই!

টি-টোয়েন্টি বিশ্বকাপওমান-পাপুয়া নিউগিনি যা, বাংলাদেশও তাই!

© 2021 Bangla Tribune