X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইবি লেকের দুঃখগাথা

রুমি নোমান, ইবি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:২০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:২০

কেউ বলে মফিজ লেক, কেউবা ইবি লেক। যে যাই বলুক, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কয়েকটি পুকুর থাকলেও লেক একটাই। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে লেকের অবস্থান। শিক্ষার্থীদের অবসর সময় কাটানোর অন্যতম স্থান। কিন্তু লেকের দুঃখের শেষ নেই। স্থানীয়দের দৌরাত্ম্য ও কর্তৃপক্ষের অবহেলায় লেকটি সৌন্দর্য হারাতে বসেছে।

সরেজমিনে দেখা যায়, লেকটি কচুরিপানায় ছেয়ে গেছে। লেকের মাছ ও অন্যান্য জীববৈচিত্র্য হুমকির মুখে। একসময় লেকে লাল শাপলার দেখা মিললেও এখন তা বিলীন। লেকের কাঠের সেতুটি জরাজীর্ণ। সীমানাপ্রাচীরের দুটি দেয়াল স্থানীয়রা যাতায়াতের জন্য ভেঙে ফেলেছে। ফলে ভ্রমণপ্রেমী ও শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মজুমদার বলেন, লেকের দেয়াল ভেঙে ফেলায় স্থানীয়সহ বহিরাগতদের সবসময় অবাধ যাতায়াত চলছে। বিশ্ববিদ্যালয়ের ওই অংশটি নির্জন হওয়ায় যেকোনো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

লেকের পানিতে পাট পচানো ও পাড়ে শুকানো হয়

খোঁজ নিয়ে জানা যায়, লেকের ডান পাশে ময়লা ও প্লাস্টিক বর্জ্যের ভাগাড়, যা সৌন্দর্য নষ্টের পাশাপাশি পরিবেশের জন্যও ক্ষতিকর। লেকের পানিতে পাট পচানো ও পাড়ে শুকানো হয়। রাতে লেকের সৌন্দর্য উপভোগের জন্য বৈদ্যুতিক বাতি ও রঙিন আলোতে সজ্জিত করা হয়েছিল। দীর্ঘদিন এসব আলো নষ্ট হয়ে যাওয়ায় রাতের আঁধারে বাড়ছে মাদকসেবীদের আনাগোনা। প্রশাসনের কিছু পদক্ষেপে সাময়িক এসব কর্মকাণ্ড বন্ধ থাকলেও করোনাকালে স্থানীয়দের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে।

লেকের পাশে প্রায় ছয় বিঘা জমি নিয়ে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে বোটানিক্যাল গার্ডেন তৈরি করেছিল প্রশাসন। কিন্তু পরিচর্যার অভাবে গার্ডেনের বেশিরভাগ গাছ মৃতপ্রায়। সবমিলে নান্দনিক লেকটি যেন নীরব শোকে নিমজ্জিত।

লেকের ডান পাশে ময়লা ও প্লাস্টিক বর্জ্যের ভাগাড়

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ভূবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইনজামামুল হক বলেন, লেকে কচুরিপানা অতিরিক্ত হয়ে গেলে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় এবং অক্সিজেন সংকট দেখা দেয়। যা জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। এ ছাড়া প্লাস্টিক ও অন্যান্য ধাতব বর্জ্য অবশ্যই পরিবেশের জন্য ক্ষতিকর। আমরা প্রশাসনকে একটি বর্জ্য ব্যবস্থপনার জন্য প্রস্তবনা দিয়েছিলাম। তবে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। যদি এসব বিষয়ে আমাদের দায়িত্ব দেওয়া হয়, আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করবো।

বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের প্রধান টিপু সুলতান বলেন, বিশ্ববিদ্যালয় খোলার কাজে ব্যস্ত থাকায় আমরা লেকের দিকে নজর দেওয়ার সময় পাইনি। আমরা বোটানিক্যাল গার্ডেন সংস্কার কাজ শুরু করছি। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে অন্যান্য বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তবে বর্জ্যের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সহিদ উদ্দিন মো. তারেক বলেন, খুব শিগগিরই লেককে কেন্দ্র করে রেইন ওয়াটার হারভেস্টিং প্ল্যান রয়েছে। আমাদের মেগা প্রজেক্টে লেকটি রয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে লেকের উন্নয়ন নিয়ে কাজ শুরু হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি