X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

তাবলিগে আসা ১৩ মুসল্লি অচেতন অবস্থায় হাসপাতালে

পটুয়াখালী প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৪

পটুয়াখালীতে তাবলিগে আসা ১৩ মুসল্লিকে মসজিদে অচেতন অবস্থায় পাওয়া গেছে। তারা বর্তমানে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২৫ সেপ্টম্বর) সকালে শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, চেতনানাশক খাইয়ে তাদের অজ্ঞান করা হয়েছে।  

জানা গেছে, শনিবার ফজরের সময় তাবলিগের দুই সদস্য ঘুম থেকে উঠলেও বাকি ১৩ জন উঠতে পারেননি। পরে অচেতন অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন মসজিদে আসা মুসল্লিরা।

ওই মুসল্লিদের একজন মো. রাসেল বলেন, ‘বৃহস্পতিবার নারায়ণগঞ্জ, ঢাকা, টাঙ্গাইলের বিভিন্ন এলাকার ১৫ জন মুসুল্লি তিন চিল্লার জন্য পটুয়াখালী আসি। মারকাজ মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত শুক্রবার আমরা শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে উঠি। এরপর আমরা নিয়ম অনুযায়ী যে-যার কাজ করি। পরে রাতের খাবার শেষ করে যার যার মতো ঘুমাতে যাই। এ সময় আমাদের একজন সাথি মো. জুবায়ের আমাকে বলেন, তার শরীরটা ভালো লাগছে না। এরপর আমরা আমাদের আমির সাহেবেকে জানিয়ে, মসজিদ থেকে একটু সামনের দিকে ঘুরতে যাই। বের হওয়ার পরে জুবায়ের আরও বেশি অসুস্থতা অনুভব করেন। পরে আমাদের অবস্থা আরও খারাপ হতে শুরু করে। আমারা রাস্তায় হাঁটতে পারছিলাম না। অনেক কষ্ট করে আমরা মসজিদে ফিরে এসে কোনও কিছু ঠিক না করেই ঘুমিয়ে যাই।’

পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. মো. মাহমুদুর রহমান বলেন, ‘অচেতন ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শারীরিক পরীক্ষার রিপোর্ট পেলে বলা যাবে তাদের অচেতন হওয়ার কারণ।’

বটতলা মসজিদের ইমাম কলিমুল্লাহ বলেন, ‘তিনি ফজরের নামাজের আগে মসজিদের মোয়াজ্জেম আবদুস সোবাহানের ফোন পেয়ে মসজিদে এসে দেখতে পান সদস্যরা সবাই ঘুমাচ্ছেন। অনেক ডাকার পরেও সদস্যরা কেউ ঘুম থেকে না উঠলে মসজিদ কমিটির সভাপতিকে বিষয়টি জানাই।’

বটতলা মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ বলেন, ‘ফজরের দিকে আমাকে মসজিদের ইমাম সাহেব ফোন করে বিষয়টি জানালে আমি তারাতারি মসজিদে চলে যাই। মুসল্লিদের অবস্থা দেখে আমি স্থানীয় মারকাস মসজিদের ইমাম ও ওসি সাহবকে জানাই এবং তাদের হাসপাতালে নেয়ার ব্যবস্থা করি। তবে কারও কোনও টাকাপয়সা হারানোর ব্যাপারে আমি শুনিনি।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ বলেন, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। অসুস্থ মুসল্লিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
সর্বশেষ খবর
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া