X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মিয়ানমার জান্তার বিরুদ্ধে রাজপথে গণতন্ত্রপন্থী বৌদ্ধ ভিক্ষুরা

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩০

মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে মিছিল করেছেন গণতন্ত্রপন্থী বৌদ্ধ ভিক্ষুরা। শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে মিছিল করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

ফেব্রুয়ারিতে অং সান সু চি’র নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাতের মধ্য দিয়ে সামরিক সরকার গঠনের পর থেকেই মিয়ানমারে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ দমনে শক্তি ও গুলি প্রদর্শনের অভিযোগে আন্তর্জাতিকভাবে নিন্দা ও সমালোচনার মুখে পড়েছে জান্তা সরকার।

ঐতিহাসিকভাবে বৌদ্ধ ভিক্ষুদের দেশটির সর্বোচ্চ নৈতিক কর্তৃপক্ষ হিসেবে বিবেচনা করা হয় মিয়ানমারে। অতীতে সামরিক শাসনের বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়কে সংগঠিত করেছে তারা। কিন্তু এবার এই ধারায় ফাটল ধরেছে। কয়েকজন শীর্ষস্থানীয় ভিক্ষু জেনারেলদের আশীর্বাদ দিয়েছেন। বাকিরা বিক্ষোভকারীদের সমর্থন করছেন।

শনিবার বেশ কয়েকজন ভিক্ষু তাদের কমলা ও লালচে রঙের পোশাক পরে মান্দালয়ে মিছিল করেন। এসময় তারা বিভিন্ন পতাকা, ব্যানার প্রদর্শন করেন। সামরিক সরকার কর্তৃক বন্দি বেসামরিক নেতা সু চি’র মুক্তির দাবিতেও স্লোগান দেন তারা।

এক নেতা বলেন, সত্য ও জনগণের পক্ষে দাঁড়াতে ভালোবাসে ভিক্ষুরা।

কয়েকজন ভিক্ষু বাটি হাতে মিছিলে অংশ গ্রহণ করেন। সাধারণত মানুষের কাছ থেকে দান হিসেবে খাবার সংগ্রহ করা হয় এসব বাটি দিয়ে। এর মাধ্যমে প্রতীকীভাবে জান্তা সরকারকে প্রত্যাখ্যান করা হয়েছে।

৩৫ বছর বয়সী এক ভিক্ষু বলেন, যে কোনও মুহূর্তে গ্রেফতার বা গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকি আমাদের নিতে হবে। আমরা নিজেদের ধর্মালয়ে বাস করতে এখন আর নিরাপদ না।

২০০৭ সালে মিয়ানমারজুড়ে তৎকালীন সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল বৌদ্ধ ভিক্ষুরা। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়েছিল।

 

/এএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মিয়ানমার সীমান্তে বেড়া দিতে ৩৭০ কোটি ডলার খরচের পরিকল্পনা ভারতের
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা