X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তালেবানের রাজনৈতিক এজেন্ডা সম্পর্কে যা জানা গেলো

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৫২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৫২

বিদ্যুৎগতির অভিযানে আফগানিস্তান দখল করা তালেবান তাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। কিন্তু এক মাসের বেশি সময় পার হলেও গোষ্ঠীটির রাজনৈতিক এজেন্ডা এখনও স্পষ্ট নয়।

স্পষ্টতা না থাকায় আফগানদের মধ্যে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায় আশঙ্কা করছে দেশটির তালেবানের আগের শাসনামলের দিকে এগিয়ে যাচ্ছে। ১৯৯৬-২০০১ সালে নারী ও বিরোধীদের ওপর তারা যে নৃশংস নীতি গ্রহণ করেছিল এবারও তা করা হতে পারে।

বেশিরভাগ রাজনৈতিক বিষয়ে অস্পষ্টতা থাকলেও গত কিছুদিনের কিছু কিছু এজেন্ডা সম্পর্কে জানা গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এসব এজেন্ডার কথা তুলে ধরা হয়েছে।

তালেবানের রাজনৈতিক এজেন্ডা সম্পর্কে যা জানা গেলো

নারীর অধিকার

তালেবানের যেসব নীতি নিয়ে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ তা হলো নারীর অধিকার। কেবল পুরুষদের নিয়ে গঠিত সরকার নারীদের সঙ্গে কেমন আচরণ করে তা পশ্চিমা অর্থ সহযোগিতা পুনরায় চালু করার জন্যও গুরুত্বপূর্ণ।

১৫ আগস্ট কাবুল দখলের পর তালেবান বিস্তারিত না জানিয়ে বলেছে, ইসলামি শরিয়াহ আইনের আওতায় নারীর অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকবে তারা। আগের শাসনামলে নারীদের বোরকা পরতে বাধ্য করা হয়েছিল, বিরল ঘটনা ছাড়া নারীদের শিক্ষা ও কাজের অধিকার বাতিল করা হয়।

এবারও বেশিরভাগ নারীকে কাজে যোগ না দিয়ে বাড়িতে থাকতে বলা হয়েছে। তালেবান নতুন ব্যবস্থা প্রণয়ণ করার আগ পর্যন্ত এমনটি করতে বলেছে তালেবান। তবে অনেকেই কর্মজীবী নারী হওয়ার কারণে ভবিষ্যতে নিপীড়নের শিকার না হতে আতঙ্কে বাড়িতে থাকছেন। প্রাথমিক বিদ্যালয়ে মেয়েরা যেতে পারছে কিন্তু মাধ্যমিক পর্যায়ে মেয়েদের স্কুলে যেতে বলা হয়নি। তালেবান বলছে, এটি সাময়িক কিন্তু অনেকেই গোষ্ঠীটির কথায় বিশ্বাস রাখতে চাইছেন না।

আফগান নারীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে পারছেন কিন্তু সহশিক্ষা নয়, আলাদা শ্রেণিকক্ষে এবং কঠোর রক্ষণশীল পোশাকবিধি মানতে হচ্ছে।

তালেবানের রাজনৈতিক এজেন্ডা সম্পর্কে যা জানা গেলো

সংবাদমাধ্যমের স্বাধীনতা

ক্ষমতা দখলের পর তালেবান বলেছে, নারীসহ সাংবাদিকরা কাজ চালিয়ে যেতে পারবে। রিপোর্টার্স উইদাউথ বর্ডার্সকে তালেবানের এক মুখপাত্র বলেন, আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতাকে শ্রদ্ধা করব। কারণ মিডিয়ার খবর সমাজের জন্য উপকারী হবে এবং নেতাদের ভুল শুধরে নিতে সহযোগিতা করবে।

এক মাসের মাথায় বোল পাল্টে যায়। আরএসএফ-এর মতে, আফগান সাংবাদিকদের জন্য তালেবান ১১টি আবশ্যক নিয়ম চালু করেছে। একটি হলো, ইসলামবিরোধী বা জনপ্রিয় ব্যক্তির অবমাননা হয় এমন কিছু সম্প্রচার করা যাবে না। এই নিয়মগুলো সাংবাদিকদের নির্যাতন ও সেন্সরশিপের দরজা উন্মুক্ত করবে।

এমনকি এসব নীতিমালা ঘোষণার আগে সেপ্টেম্বরের মাঝামাঝিতে অনেক সাংবাদিক দেশটি ছেড়ে পালিয়েছেন। দেশ ছাড়তে না পারা অনেকে লুকিয়ে আছেন। সম্প্রতি তালেবানবিরোধী একটি বিক্ষোভের খবর সংগ্রহের সময় কয়েকজন সাংবাদিককে আটক ও মারধর করা হয়েছে।

তালেবানের রাজনৈতিক এজেন্ডা সম্পর্কে যা জানা গেলো

সংস্কৃতি

প্রথম শাসনামলে তালেবান তাদের কুখ্যাত শরিয়া আইনের কঠোর ব্যাখ্যা বাস্তবায়নে সমালোচিত হয়। তারা সংগীত, আলোকচিত্র, টেলিভিশন এবং এমনকি ঘুড়ি ওড়ানোর মতো শিশুদের খেলা নিষিদ্ধ করে। বামিয়ান বৌদ্ধ মূর্তি ডায়নামাইট নিয়ে গুড়িয়ে দেয়। এবার বিনোদন ও সংস্কৃতি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও নির্দেশ জারি করেনি তারা।

গত মাসে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, ইসলামে গান-বাজনা নিষিদ্ধ।

সংগীত স্কুলগুলো বন্ধ এবং কয়েকজন তাদের বাদ্যযন্ত্র ভেঙে ফেলেছেন। গ্রন্থাগার, জাদুঘর ও গ্যালারি এখনও বন্ধ।

তালেবানের রাজনৈতিক এজেন্ডা সম্পর্কে যা জানা গেলো

অর্থনীতি

নতুন শাসকদের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এটি। ক্ষমতা দখলের পর দেশটি আর্থিক সংকটে পড়েছে। বেশিরভাগ আন্তর্জাতিক সহযোগিতা বন্ধ এবং বিদেশি মুদ্রার রিজার্ভ আটকে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে তালেবানের অর্থনৈতিক কর্মসূচি অস্পষ্ট।

মুজাহিদ বলেছেন, অর্থনীতি পুনরুদ্ধারে আমরা প্রাকৃতিক খনিজ সম্পদকে কাজে লাগানো হবে।

তালেবানরা কীভাবে সরকারি কর্মীদের বেতন কিংবা অবকাঠামো ও প্রতিষ্ঠানগুলোকে চালু এবং পানি ও টেলিযোগাযোগ ব্যবস্থা জারি রাখার জন্য তহবিল কোথায় পাবে তা এখনও নিশ্চিত না।

নগদ অর্থের সংকট এমন সময় দেখা দিয়েছে যখন আফগানরা এমনিতেই ভরনপোষণের জন্য সংগ্রাম করছিলেন। তালেবান বলছে, তারা দুর্নীতির একটি অধ্যায়ের অবসান করেছে।

তালেবানের রাজনৈতিক এজেন্ডা সম্পর্কে যা জানা গেলো

নিরাপত্তা ও মাদক

অনেক আফগান জানিয়েছেন, তালেবান ক্ষমতা দখলের পর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ভিন্নমতধারীদের দমন, বিক্ষোভ ছত্রভঙ্গ করা হয়েছে ফাঁকাগুলি ছুড়ে। পরে অনুমোদন ছাড়া সব বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

তালেবান সতর্ক করেছে, কেউ বিদ্রোহের চেষ্টা করলে কঠোর আঘাত হানা হবে। ইসলামিক স্টেটের স্থানীয় জিহাদি গোষ্ঠীগুলো নির্মূলের অঙ্গীকারের কথা জানিয়েছে তারা।

মাদকের ক্ষেত্রে তালেবান মুখপাত্র মুজাহিদ প্রতিশ্রুতি দিয়েছেন, তারা বিশ্বের শীর্ষ আফিম উৎপাদনকারী দেশটিকে মাদকরাজ্য হতে দেবে না।  

তালেবানের রাজনৈতিক এজেন্ডা সম্পর্কে যা জানা গেলো

খেলাধুলা

তালেবানের প্রথম শাসনামলে নির্দিষ্ট কয়েকটি খেলার অনুমোদন ছিল। কিন্তু এগুলো ছিল কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং খেলায় অংশগ্রহণ ও দেখার সুযোগ শুধু পুরুষদের ছিল।

তালেবান সরকারের নতুন ক্রীড়া প্রধান বশির আহমদ রুস্তমজাই বলেছেন, ইসলামি আইনে অনুমতি প্রায় ৪০০ খেলার অনুমোদন দেওয়া হবে। তবে তিনি এসবে নারীদের অংশগ্রহণ করার বিষয়ে কোনও কিছু বলেননি।

তালেবানের অপর নেতাদের বক্তব্য সংশয় ও ধোঁয়াশা তৈরি করেছে। এতে পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন দেশটির ক্রীড়াবিদরা।

অনেকেই ইতোমধ্যে দেশ ছেড়ে বিদেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!