X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

জাতীয় লিগে ইয়ো ইয়ো টেস্ট দিয়ে ফিটনেস পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৪

অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া মৌসুম। তার আগে গত বছরের মতো এবারও ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট দিয়ে ফিটনেস পরীক্ষা দিতে হবে। এমন তথ্য জানিয়েছেন, নির্বাচক হাবিবুল বাশার সুমন।

অনেক বছর ধরেই বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস যাচাই করা হতো বিপ টেস্ট দিয়ে। ইয়ো ইয়ো ও বিপ টেস্টের মূল পার্থক্য বিরতিতে। বিপ টেস্টে বিভিন্ন ধাপে টানা দৌড়াতে হয়। কোন বিরতি থাকে না। ইয়ো ইয়ো টেস্টে বিভিন্ন ধাপে দৌড়াতে হয়। কিন্তু সেখানে ১০ সেকেন্ডের বিশ্রাম নেওয়া যায়। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ডসহ অনেক দেশই ফিটনেস দেখতে এই আধুনিক টেস্ট ব্যবহার করে।

রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘আপনারা জানেন যে, ২০-২২ জনের একটা টিম করে দেওয়া হয়েছে। এখন ফিটনেস ট্রেনিং চলছে। এক তারিখ থেকে ফিটনেস টেস্ট হবে। গতবারের মতো এবারো ইয়ো ইয়ো টেস্ট দিতে হবে। ফিটনেস টেস্টের পর আমরা ১৬ জনের দল করে দেবো। সবসময় আমরা ১৪ জনের দল দেই। এবার করোনার জন্য দুজনের বেশি দিচ্ছি।’

ফিটনেস টেস্টের পর ৫ তারিখ থেকে শুরু হবে স্কিল অনুশীলন। ১০ দিন অনুশীলনের পর আগামী ১৫ অক্টোবর শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ, ‘স্কিল ট্রেনিং পাঁচ তারিখে শুরু হয়ে যাবে। প্রস্তুতির জন্য সবাই যথেষ্ট সময় পাচ্ছেন। যেহেতু উইকেটগুলোও পর্যাপ্ত বিশ্রাম পেয়েছে কয়েক দিনে। আশা করছি, এবারের এনসিএল খুব প্রতিযোগিতামূলক হবে।’

করোনা পরিস্থিতির কারণে এবারও জাতীয় ক্রিকেট লিগ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে না। হাবিবুল বাশার বলেছেন, ‘আমাদের এই এনসিএলটা যখন শুরু হয়ে বন্ধ হয়ে গেলো, তার পেছনে বড় কারণ ছিল ট্রাভেলিং। এটা একটু ঝুঁকিপূর্ণ। ট্রাভেলিং করতে গিয়েই গতবার আমাদের খেলা বন্ধ হয়েছে। এখন পর্যন্ত যতদূর জানি দুটা ভেন্যুতে খেলা হবে। একটা কক্সবাজার, আরেকটা সিলেটে।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু করবে বাংলাদেশ। আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামে মাঠে গড়াবে প্রথম টেস্ট। পাকিস্তান সিরিজের আগে জাতীয় লিগের ম্যাচগুলো ভূমিকা রাখবে বলে মনে করেন এই নির্বাচক, ‘বিশ্বকাপের পরপরই আমাদের কিছু টেস্ট ম্যাচ আছে। এটা কিন্তু খেলোয়াড়দের তৈরি করার জন্য ভালো একটি সুযোগ। আমরা খুব একটা টেস্ট খেলার সুযোগ পাইনি। অনুশীলন ম্যাচ আর প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে তো পার্থক্য অবশ্যই আছে। পাকিস্তান সিরিজের আগের এনসিএলের মাধ্যমে পর্যাপ্ত প্রস্তুতি হবে বলে মনে করি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট