X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: বিমানবন্দরে নেমেই আসামি গ্রেফতার 

বরিশাল প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৭

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী কবিতা আক্তারকে অপহরণ, ধর্ষণ এবং হত্যা মামলার প্রধান আসামি আজাদ হোসেন কালুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কালুকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।  

কালু একই উপজেলার ধানডোবা গ্রামের লাল মিয়া চৌকিদারের ছেলে। স্কুলছাত্রী কবিতা পৌরসভার সুন্দরদী মহল্লার আইনুল হকের মেয়ে।  ঘটনার সাড়ে পা‍ঁচ বছর পর শনিবার সকালে লেবানন থকে দেশে ফিরলে শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে কালু গ্রেফতার হয়। 

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা থাকায় বিমান বন্দরে নেমেই আসামি আজাদ হোসেন কালু গ্রেফতার হন। এরপর পুলিশ পাঠিয়ে আসামিকে গৌরনদী নিয়ে এসে রবিবার বিকালে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় করাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কালু প্রায়ই কবিতাকে উত্ত্যক্ত করতো। সর্বশেষ ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি কালু তার সহযোগী সন্ত্রাসীদের নিয়ে কবিতাকে অপহরণ করে। ২ ফেব্রুয়ারি গৌরনদী উপজেলার সুন্দরদী মহল্লার রাজু ঘরামীর বাড়ির পাশে একটি ডোবা থেকে কবিতার লাশ উদ্ধার করে পুলিশ। ২০১৬ সালের ২ ফ্রেব্রুয়ারি নিহত কবিতার বাবা আইনুল হক বাদী হয়ে কালুকে প্রধান আসামিসহ ৮ জনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার কয়েক দিন পরে প্রধান আসামি কালু পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশ ছেড়ে লেবাননে আত্মগোপন করে। কবিতা হত্যা মামলাটি ২০১৬ সালের ৬ এপ্রিল তদন্তের জন্য বরিশাল গোয়েন্দা পুলিশকে (ডিবি) দায়িত্ব দেয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিজাম উদ্দিন অভিযোগপত্রে উল্লেখ করেন, ৩৪ জন স্বাক্ষির স্বাক্ষ্য গ্রহন করে তদন্ত শেষে কালুকে প্রধান আসামি করে তিন আসামিকে হত্যা মামলায় অভিযুক্ত করে চলতি বছরের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয়া হয়। অভিযোগপত্রে আসামিকে পলাতক দেখানো হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসামি কালু মনের ক্ষোভ মিটানোর জন্য অপর আসামি মোর্শেনা আক্তার সোনাই ও খায়রুল সরদারের সহায়তায় কবিতাকে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য শরীরে মিল-পাটা বেঁধে পুকুরের পানিতে ফেলে রাখে। 

 

/টিটি/
সম্পর্কিত
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা