X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কিশোর গৃহকর্মীর বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ  

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:১১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:১১

মৌলভীবাজারের বড়লেখায় ৮ বছরের এক শিশু ও ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার পৃথক এলাকায় এই ধর্ষণের দুটি ঘটনা ঘটে। তবে পুলিশ পৃথক এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ সেপ্টেম্বর) গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতনের শিকার শিশু ও কিশোরীকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে চিকিৎসা চলছে।

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ওই শিশুর মায়ের করা মামলায় পুলিশ এক কিশোরকে (১৪) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার কিশোর উপজেলার কলারতলিপার গ্রামের বাসিন্দা।

অন্যদিকে ১৪ বছরের এক কিশোরিকে ধর্ষণের অভিযোগে ওই কিশোরীর মা গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) অভিযুক্ত শাহান আহমদকে (২৬) আসামি করে থানায় মামলা করেছেন। শাহান উপজেলার পেনাগুল গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপরে ৮ বছরের ওই শিশু বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এসময় অভিযুক্ত কিশোর তাকে ডেকে বাড়ির পাশে নির্জনস্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে বিষয়টি তার মাকে জানালে তারা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই দিনই সন্ধ্যায় শিশুর মা কিশোরকে আসামি করে থানায় মামলা করেন। মামলার পরই শনিবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত কিশোর ওই শিশুর চাচার ঘরে গৃহকর্মী হিসেবে কাজ করতো।

এদিকে প্রেমের সম্পর্ক গড়ে অভিযুক্ত শাহান আহমদ কৌশলে কিশোরীকে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই কিশোরীর মা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরদিন শুক্রবার ওই কিশোরীর মা অভিযুক্ত শাহান আহমদকে আসামি করে থানায় মামলা করেন।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বলেন, এক শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এই দুটি ঘটনায় তাদের পরিবার থানায় মামলা করেছে। এর মধ্যে শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার পরই পুলিশ এক কিশোরকে গ্রেফতার করেছে। শিশু ও কিশোরীকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

/টিটি/
সম্পর্কিত
স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় কলেজশিক্ষকের বিরুদ্ধে চার্জশিট
গ্রাম পুলিশকে ধর্ষণের অভিযোগে চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা
তনু হত্যার ৮ বছর: বিচারের আশা ছেড়ে দিয়েছেন মা-বাবা
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়