X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শৃঙ্খলা ছাড়া কোনও জাতি বড় হতে পারে না: বঙ্গবন্ধু

উদিসা ইসলাম
২৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ  পড়ুন ১৯৭৩ সালের ২৮ সেপ্টেম্বরের ঘটনা।)

জীবনের সর্বস্তরে শৃঙ্খলা মেনে চলতে হবে। শৃঙ্খলা ছাড়া কোনও জাতি বড় হতে পারে না। বিমান বাহিনী দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু তাঁর বক্তৃতায় এসব কথা বলেন। বঙ্গবন্ধু বলেন, ‘বহু রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা নস্যাতের সাধ্য কারও নেই। স্বাধীনতার বিরুদ্ধে যত বড় ষড়যন্ত্রই হোক না কেন, আমাদের বিমান ও স্থল বাহিনী জনসাধারণের সঙ্গে মিলিতভাবে তা প্রতিহত করবে।’

দৈনিক বাংলা, ২৯ সেপ্টেম্বর ১৯৭৩

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের এ দিন বিমান বাহিনী দিবসের অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। বাংলাদেশ বিমান বাহিনীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন ইউনিটের অভিবাদন গ্রহণ করেন এবং তাদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। হাজার হাজার লোক এ অনুষ্ঠানে অংশ নেয়। সংসদ সদস্য,  রাজনৈতিক নেতা, তিন বাহিনীর প্রধান ও পদস্থ কর্মকর্তারা বিমান বাহিনীর সৈনিকদের বা শহীদ সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধু বলেন, ‘স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ যেদিন সবার মাঝে মাথা তুলে দাঁড়াতে পারবে, সেদিন বীর শহীদদের আত্মা শান্তি পাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীন সার্বভৌম দেশে সামরিক বাহিনী থাকা স্বাধীনতার একটি অঙ্গ। বিধ্বস্ত দেশকে গড়ার কাজে হাত দেবার জন্য, একইসঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা বাহিনীর প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘একটি স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য তাদের নিজস্ব সশস্ত্রবাহিনী থাকা একান্ত অপরিহার্য।’

ডেইলি অবজারভার, ২৯ সেপ্টেম্বর ১৯৭৩ এ প্রসঙ্গে বঙ্গবন্ধু বলেন, ‘রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দিতে পারি না।’ শৃঙ্খলাবোধের ওপর গুরুত্বারোপ করে বঙ্গবন্ধু বলেন, ‘জীবনের সর্বস্তরে শান্তি-শৃঙ্খলা মেনে চলতে হবে। শৃঙ্খলা ছাড়া কোনও জাতি বড় হতে পারে না।’

বঙ্গবন্ধু তাঁর বক্তৃতায় বলেন, ‘পাকিস্তানে আটক বাঙালিদের ফিরিয়ে আনা হচ্ছে। যারা ফিরে আসছেন, তারা বাংলাদেশের সন্তান হিসেবে এখানে চাকরি পাবেন, সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে তাদের মধ্যে যে কিছু কিছু বেঈমান রয়েছে, তাদের ক্ষমা নেই।’

দৈনিক বাংলা, ২৯ সেপ্টেম্বর ১৯৭৩ বিমান বাহিনীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘একটা বিশেষ ব্যবস্থা থেকে এই বাহিনী গড়ে উঠেছে। দস্যুরা এদেশে সবকিছু ধ্বংস করে দিয়েছে।’  বঙ্গবন্ধু বলেন, ‘দেখলেও আনন্দ লাগে যে, একটি ভাঙা হেলিকপ্টার নিয়ে যাত্রা শুরু হয়েছিল, সেখানে আজ  বাংলাদেশের আকাশে মিগ উড়ে।’  এর আগে বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার স্বাগতম জানিয়ে সংক্ষিপ্ত ভাষণে স্বাধীনতা সংগ্রামে বিমান বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘বিমান বাহিনীর এই বীরত্ব ও ত্যাগের দৃষ্টান্ত ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।’ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, ‘তাঁর ব্যক্তিগত প্রচেষ্টাতেই বিমান বাহিনী সুষ্ঠুভাবে গড়ে উঠেছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি