X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ধূপখোলা মাঠ নিয়ে আইনি লড়াইয়ের কথা ভাবছে জবি

জবি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৫

পুরান ঢাকার ধূপখোলায় অবস্থিত খেলার মাঠ রক্ষায় সিটি করপোরেশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার কথা ভাবছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্যের দায়িত্বে থাকা ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ।

তিনি বলেন, রবিবার রাতে তারা সীমানাপ্রাচীর তুলে ফেলেছে দুপুরে জেনেছি। আইনি লড়াইয়ের বিষয়ে আমরা ভাবছি। উপাচার্য ৯ অক্টোবর দেশে আসবেন, তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। রাতে তার সঙ্গে আবার কথা বলবো আইনি বিষয়ে। আমাদের লিগ্যাল অ্যাডভাইজার আছে, তার সঙ্গে পরামর্শ করবো।

তিনি আরও বলেন, মাঠ নিয়ে মেয়রের সঙ্গে দেখা করেছি, প্রধানমন্ত্রীর দফতর, শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। মেয়রকে বলেছিলাম, কেরানীগঞ্জে যাওয়া পর্যন্ত আমরা মাঠ ব্যবহার করি। তিনি না করেছেন। আমাদের ডকুমেন্টস না থাকায় পাত্তাই দিচ্ছেন না।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখতে বিকল্প চিন্তা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কেরানীগঞ্জে জেলখানার বিপরীতে আমাদের জায়াগা আছে। এ ছাড়া কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাসের জায়গায় মাটি ভরাটের সমস্যা নেই। ওখানে মাঠ করা যাবে সহজে। যাতে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রম ব্যাহত না হয়।

এর আগে রবিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ধূপখোলা মাঠের জবি অংশে সীমানাপ্রাচীর তুলে ফেলে মাঠের সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮২ সাল থেকে মাঠটি ব্যবহার করছে তারা। বিশ্ববিদ্যালয় ছাড়াও তিন ভাগে বিভক্ত মাঠটির অপর দুই অংশের একটি ইস্ট অ্যান্ড ক্লাব ও অপর অংশটি স্থানীয়দের জন্য উন্মুক্ত হিসেবে ব্যবহার হচ্ছিল।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ধূপখোলা মাঠ মেগা প্রজেক্টের মধ্যে রয়েছে। একটি বহুতল মার্কেট, খেলার মাঠ, হাঁটার ব্যবস্থা, ক্যাফেটেরিয়া ও পার্কিং স্থান করা হবে। 

একমাত্র খেলার মাঠ বেহাত হওয়ার ক্ষুব্ধ জবির সাবেক-বর্তমান শিক্ষার্থীরাও। এই মাঠেই ২০২০ সালের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। মাঠ রক্ষায় কয়েক দফা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরাও।

/এএম/
সম্পর্কিত
আড়াই শতাধিক মানুষের তৃষ্ণা মেটালেন জবি শিক্ষার্থীরা
জবিতে পরীক্ষা বন্ধ, ক্লাস অনলাইনে
যৌন হয়রানির অভিযোগে জবির আরেক শিক্ষক বরখাস্ত
সর্বশেষ খবর
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…