X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কেন্দ্রের বাইরে জটলা করবেন না: অনুরোধ শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৬

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অভিভাবকরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জটলা করেন, তাতে সংক্রমণ বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের ভেতর যথেষ্ট ভালোভাবে স্বাস্থ্যবিধি মানছেন শিক্ষার্থীরা। কিন্তু বাইরে অভিভাবকরা ভিড় করছেন। তাদের জটলার কারণে এসএসসি-এইচএসসি পরীক্ষার সময় সংক্রমণের শঙ্কা তৈরি হচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর ভালোভাবে মানা হচ্ছে। তবে গেটের বাইরে অভিভাবকরা স্বাস্থ্যবিধি তেমনটা মানছেন না। আমরা চাই শিক্ষার্থীরা যেমন সচেতন হচ্ছেন, অভিভাবকরাও সচেতন হবেন। তারা সচেতন না হলে তাদের মাধ্যমে শিক্ষার্থীরা সংক্রমিত হতে পারে। এভাবে পুরো শিক্ষা প্রতিষ্ঠানের সবাই সংক্রমিত হতে পারে। তবে এখন পর্যন্ত বড় ধরনের সংক্রমণের ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন কিছু কেস পাওয়া যাচ্ছে। সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।’

এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একাধিক অভিভাবক না আসার অনুরোধ জানান মন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পরীক্ষার্থীকে ভেতরে দিয়ে চলে যাবেন। পরে এসে নিয়ে যাবেন।’

পরীক্ষার সময় স্বাস্থ্যবিধি নিয়ে বাড়তি নির্দেশনা থাকবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘কেন্দ্রগুলোকে নির্দেশনা দেবো। কেন্দ্রের ২০০ গজের মধ্যে ভিড় করা যাবে না। আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে। কিন্তু ২০০ গজ দূরে গিয়েও জটলা করে বসাটাও ঠিক নয়।’

বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকসহ মন্ত্রণালয় ও অধিদফতরের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এফএ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
বাংলাদেশের উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে আগ্রহী এডিবি
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী