X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জিপিএইচ-সিজেকেএস প্রিমিয়ার ফুটবল লিগ উদ্বোধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:২২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৬

শুরু হয়েছে জিপিএইচ-সিজেকেএস প্রিমিয়ার ফুটবল লিগ। সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টটি শুরু হয়। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ লিগের পৃষ্ঠপোষকতা করছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। 

উদ্বোধনী খেলায় অংশ নেয় কাস্টমস স্পোর্টস ক্লাব এবং চট্টগ্রাম জেলা পুলিশ। এতে বর্তমান চ্যাম্পিয়ন কাস্টমস স্পোর্টস ক্লাব শুভ সূচনা করেছে।

উদ্বোধনী বক্তব্যে সাবেক মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নতুন প্রজন্মের ফুটবলারদের অ্যামেচার নয় পেশাদারিত্ব নিয়ে খেলতে হবে। ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি। চট্টগ্রামে অনেক করপোরেট হাউজ আছে তাদের যেভাবে এগিয়ে আসা উচিত তারা সেভাবে এগিয়ে আসে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জিপিএইচ ইস্পাত লিমিটেডের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) শোভন মাহবুব শাহাবুদ্দিন বলেন, আমরা এ ধরণের আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও ক্রীড়াক্ষেত্রে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সিজেকেএস ফুটবল লিগ কমিটির সভাপতি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাকের সভাপতিত্বে ও সিডিএফএ সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠানের মিডিয়া অ্যাডভাইজার অভীক ওসমান ও সিজেকেএস-এর নেতারা।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক