X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
বিমানবন্দরে ল্যাব স্থাপন

সার্বক্ষণিক মনিটরিং করছেন বিমান প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করছেন বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

সংযুক্ত আরব আমিরাতের শর্ত অনুযায়ী বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব স্থাপন নিয়ে এ মাসের শুরু থেকেই দৌড় ঝাপ করছেন স্বাস্থ্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রী। ল্যাব নিয়ে দফায় দফায় গণমাধ্যমের মুখোমুখিও হয়েছেন এই দুই মন্ত্রী। আন্দোলনকারী প্রবাসী কর্মীদের সামলাতে সামনে এসেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। বিমানবন্দরে ল্যাবের জায়গা নিয়ে জটিলতা সশরীরে বিমানবন্দরে গিয়ে দূর করেছেন এই দুই মন্ত্রী। তবে বিমানবন্দর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে হলেও প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এত দিন নীরব ছিলেন।

মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকরা বিমান প্রতিমন্ত্রীকে প্রশ্ন করেন বিমানবন্দরে ল্যাব স্থাপন করার পরও প্রবাসী কর্মীরা আরব আমিরাত যেতে পারছেন না কেন। উত্তরে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের যাওয়ার সুবিধার্থে বিমানবন্দরে ইতোমধ্যে আরটিপিসিআর ল্যাব ও নমুনা সংগ্রহের বুথ স্থাপন সম্পন্ন হয়েছে। আমরা সরেজমিনে পরিদর্শন করেছি এবং সেখানকার দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ও অনুমতিপ্রাপ্ত কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। বিমানবন্দরে স্থাপিত ল্যাবে ইতোমধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে অনুমোদিত কোম্পানিগুলোর এসওপি প্রেরণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের দিক থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। যেহেতু এই পরীক্ষাটি সংযুক্ত আরব আমিরাতের রিকয়ারমেন্ট, সেহেতু তাদের অনুমোদনের প্রয়োজন রয়েছে। সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত একটি কোম্পানির এসওপি অনুমোদন করেছে। বাকি ৬ কোম্পানির বিষয়টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এখন সংযুক্ত আরব আমিরাত এসওপিগুলোর অনুমোদন দিলেই পুরোদমে পরীক্ষা করা শুরু হবে। দ্রুততার সঙ্গে এসওপির অনুমোদন পেতে বিষয়টি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছেন এবং কাজ করছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এবং সচিব বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করছি। সর্বোপরি আমাদের প্রবাসী ভাইয়েরা ও যাত্রীরা যাতে কোনও ধরনের দুর্ভোগ বা হয়রানির শিকার না হন সেই জন্য দেশের বাইরে থাকা অবস্থাতেও প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে নির্দেশনা প্রদান করছেন।’

 

/সিএ/আইএ/
সম্পর্কিত
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
বাংলাদেশে বিমান মেরামতের কারখানা করতে চায় কানাডিয়ান কোম্পানি
বাংলাদেশ বিমানের ফ্লাইটকে স্বাগত জানিয়েছেন ইতালিপ্রবাসীরা
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া