X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেষ হলো যশোর রোডে সুবাতাসের পদযাত্রা

বেনাপোল প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:১১

শেষ হয়েছে ঐতিহাসিক যশোর রোডের পদযাত্রা। সুবাতাস (সুন্দর বাংলাদেশ ও তারুণ্যের সমন্বয়) নামে একটি সংগঠনের উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয়। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় যশোর প্রেস ক্লাব থেকে পদযাত্রাটি শুরু হয়ে যশোর রোড হয়ে মঙ্গলবার বিকালে বেনাপোল চেকপোস্টে এসে শেষ হয়। পথে ১১টি স্কুলে ১৯৭১ স্মরণে গান ও কবিতা আবৃত্তিতে অংশ নেন সুবাতাসের সদস্যরা।

সুবাতাসের আহ্বায়ক হাসান আহমেদ এ পদযাত্রার উদ্দেশ্য ও কর্মসূচি নিয়ে বেনাপোল চেকপোস্টে আলোচনা করেন। এই পদযাত্রায় সাত জন সাংবাদিক ও সাংস্কৃতিককর্মী অংশ নেন। অন্য ছয় জন হলেন– সাংবাদিক মাহমুদ এইচ খান, চলচ্চিত্র পরিচালক শাহিনুর আক্তার শাহীন, সংবাদকর্মী নিশাত বিজয়, শিক্ষার্থী মিঠুন চক্রবর্তী মাহি, শাখাওয়াত খান, মারজানা আক্তার।

এই আয়োজনে একাত্তরের মুক্তিযুদ্ধে কোটি বাঙালির পদযাত্রাকে স্মরণ করার কথা উল্লেখ করে সুবাতাসের আহ্বায়ক হাসান আহমেদ বলেন, ‘পাকিস্তানিদের বর্বরোচিত হত্যাযজ্ঞ থেকে বাঁচতে যুদ্ধের শুরু থেকে এই সেপ্টেম্বর মাসেও বাংলাদেশ থেকে কোটি মানুষ যশোর রোড ধরে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল ভারতে। বাংলাদেশের শরণার্থীরা এই রোড ধরে ভারতে পাড়ি জমাচ্ছিল। তখন এই রোডটিই ছিল তাদের বেঁচে থাকার স্বপ্ন পূরণের পথ। তাদের অনেকেই পথ চলার ক্লান্তি সহ্য করতে না পেরে ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে। এই রাস্তার প্রতিটি ধূলিকণাও যেন সেই হাজারো শরণার্থীর ক্লান্তি, দুর্ভোগ ও বয়ে বেড়ানো স্বপ্নের সাক্ষী।’

তিনি আরও বলেন, ‘সে সময় মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ শরণার্থীদের দুর্দশা দেখে লিখেছিলেন তার বিখ্যাত কবিতা “সেপ্টেম্বর অন যশোর রোড”। যা বিশ্ব দরবারে বাঙালির সংগ্রামকে ফুটিয়ে তুলেছিল। সে সময় আয়োজিত হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’। পণ্ডিত রবিশঙ্কর তার বন্ধু জর্জ হ্যারিসনকে নিয়ে নিউইয়র্কে ১ আগস্ট, ১৯৭১ সালে আয়োজন করেন কনসার্ট ফর বাংলাদেশ। বাংলাদেশের জন্য এই কনসার্টেই বব ডিলান কণ্ঠে তুলে নেন অ্যালেন গিন্সবার্গের সেই বিখ্যাত কবিতা “সেপ্টেম্বর অন যশোর রোড”। এতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভয়াবহতা মূর্ত হয়ে ওঠে। ইতিহাসে অন্যভাবে উঠে আসে এই যশোর রোড। এই গানকে পরবর্তীতে বাংলা অনুবাদ করে গেয়েছিলেন মৌসুমি ভৌমিক।’

নিশাত বিজয় বলেন, ‘আমরা স্বাধীনতার পঞ্চাশ বছরের বাংলাদেশে সেই সময়কে স্মরণ করতে চাই। শ্রদ্ধা জানাতে চাই গিন্সবার্গ, বব ডিলান, পণ্ডিত রবিশঙ্কর, জর্জ হ্যারিসন, লিওন রাসেল, রিংগো স্টার, বিলি প্রেস্টন, সুনীল গঙ্গোপাধ্যায় ও মৌসুমি ভৌমিককে।’

এই পদযাত্রার উদ্দেশ্য শরণার্থীদের নিজ দেশে ফেরাতে আন্তর্জাতিক তৎপরতা বৃদ্ধির দাবি, করোনাসহ ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা এবং নারী-শিশুর বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদ।

আরও পড়ুন:  যশোর রোডে সুবাতাসের পদযাত্রা শুরু

 
/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
আরও কমলো সোনার দাম  
আরও কমলো সোনার দাম  
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না