X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পোলার্ডের কীর্তির পর মুম্বাইয়ের হাসি

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২১, ০০:১৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০০:১৩

টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেট ও ১০ হাজার রানের কীর্তি গড়েছেন কাইরন পোলার্ড। ক্যারিবিয়ান অলরাউন্ডারের এই উপলক্ষটা আরও রঙিন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ে। মঙ্গলবার আইপিএলের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাঞ্জাবের ২০ ওভারে ৬ উইকেট করা ১৩৫ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে ৬ বল আগেই জয় নিশ্চিত করে মুম্বাই। ফলে শেষ চারের লড়াইয়ে ভালোভাবেই থাকলো বর্তমান চ্যাম্পিয়নরা। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মুম্বাই। সামান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কলকাতা নাইট রাইডার্স। তবে নেট ‍রানরেটে এগিয়ে আছে তারা। পাঞ্জাব ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।

১৩৬ রানের লক্ষ্যটা খুব একটা কঠিন ছিল না মুম্বাইয়ের। কিন্তু রোহিত শর্মা (৫) ও সূর্যকুমার যাদবের (০) ব্যর্থতায় চাপে পড়ে যায় তারা। কুইন্টন ডি কক ২৯ বলে ২৭ রান করলেও স্বস্তি ফেরেনি। তবে সৌরভ তিওয়ারির ৩৭ বলে ৩ চার ও ২ ছক্কায় খেলা ৪৫ রানের ইনিংসে জয়ের পথ তৈরি হয়। এরপর বাকিটা সেরেছেন হার্দিক পান্ডিয়া ও পোলার্ড। পান্ডিয়া ৩০ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৪০ রানে। আর পোলার্ড ৭ বলে ১ চার ও সমান ছক্কায় অপরাজিত ১৫ রানে নিশ্চিত করেন জয়।

পাঞ্জাবের রবি বিষ্ণুই ২৫ রানে নেন ২ উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সামি ও নাথান এলিস।

এর আগে পোলার্ড গড়েন অনন্য রেকর্ড। টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট ও ১০ হাজার রান করা একমাত্র ক্রিকেটার তিনিই। পাঞ্জাবের বিপক্ষে এই মাইলফলকে পৌঁছান মুম্বাই অলরাউন্ডার। বল হাতে ২ উইকেট তুলে নিয়ে অর্জনের মুকুটে নতুন পালক যোগ করেছেন পোলার্ড।

ইনিংসের সপ্তম ওভারে বল হাতে নেন পোলার্ড। দ্বিতীয় বলেই স্বদেশি ক্রিস গেইলকে (১) ফিরিয়ে ২৯৯তম উইকেটের দেখা পান। এক বল পর পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুলকে (২১) আউট করে পূরণ করেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩০০ উইকেট। আর এরই সঙ্গে ৩৪ বছর বয়সী ক্যারিবিয়ান প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেট ও ১০ হাজার রানের অনন্য কীর্তি গড়ে ফেলেন।

পোলার্ডের বোলিংয়ে চাপে পড়া পাঞ্জাবের সর্বোচ্চ ইনিংস এইডেন মারক্রামের। ২৯ বলে ৬ বাউন্ডারিতে খেলেন ৪২ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান দীপক হুডার।

মুম্বাইয়ের সবচেয়ে সফল বোলার পোলার্ড। ক্যারিবিয়ান পেসার ৮ রান দিয়ে নেন ২ উইকেট। জসপ্রিত বুমরা ২৪ রানে পান ২ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
রান উৎসবের ম্যাচে হায়দরাবাদের কাছে হারলো মুম্বাই
সর্বশেষ খবর
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়