X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রথম গোল পেলেন মেসি, ম্যান সিটিকে হারালো পিএসজি

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:১১

হাটুর চোটের কারণে লিগ ওয়ানের দুটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। চোট সেরে মাঠে নেমে প্যারিস সেন্ত জার্মেইয়ের হয়ে প্রথম গোলের দেখা পেলেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার আগে ইদ্রিসা গের লক্ষ্যভেদে মাওরিসিও পচেত্তিনোর দল এগিয়ে যায়। তাতেই পার্ক দি প্রিন্সেসে ২-০ গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে প্যারিসের দলটি।

‘এ’ গ্রুপে শুরুর ম্যাচে ক্লাব ব্রুজের সঙ্গে ড্র করেছিল পিএসজি। অন্যদিকে ম্যান সিটি পেয়েছিল জয়ের দেখা। দুই ম্যাচ শেষে এখন পিএসজি ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। প্রথম হারে আগের তিন পয়েন্ট নিয়ে আছে পেপ গার্দিওয়ালার দল।

বল দখলে প্রায় সমানে সমান দুইদল। ম্যান সিটির আক্রমণাত্মক ফুটবলের সামনে পিএসজি একটু দেখেশুনে খেলতে থাকে। তবে গোল পেতে সময় লাগেনি স্বাগতিকদের। ম্যাচ ঘড়ির ৮ মিনিটে পিএসজি এগিয়ে যায়। ডান প্রান্ত থেকে এমবাপ্পের কাটব্যাক থেকে নেইমারের পা হয়ে বল পেয়ে যান ইদ্রিসা গে। সেনেগালিজ এই ডিফেন্সিভ মিডফিল্ডার একটু জায়গা করে নিয়ে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান।

এক গোলে পিছিয়ে থেকে ম্যান সিটি গোল শোধ দেওয়ার চেষ্টা করেছে। ২৫ মিনিটে পেপ গার্দিওয়ালার দলের দুর্ভাগ্য। দুটি প্রচেষ্টা বারে লেগে ফিরে প্রতিহত হয়! কেভিন ডি ব্রুইনার ক্রসে রহিম স্টার্লিংয়ের হেড ক্রস বারে লেগে ফিরে আসে, ফিরতি বলে ৬ গজ দূরত্ব থেকে বার্নার্ডোর শট ক্রস বারে লেগে গোল হয়নি।

৩২ মিনিটে হোয়াও ক্যানসেলো এর বক্সের বাইরে থেকে জোরালো শট গোলকিপার দোনারুম্মা তালুবন্দী করেন। শেষ ১৩ মিনিটে খেলা আরও জমে ওঠে। দুইদলই সুযোগ পেয়েছিল লক্ষ্যভেদ করার। কিন্তু কেউই সফল হতে পারেনি। ৩৫ মিনিটে নেইমারের শট অনেক দূর দিয়ে যায়। দুই মিনিট পর মাহরেজের পাসে ব্রুইনার শট গোলকিপার তালুবন্দী করেন।

৩৮ মিনিটে এমবাপ্পের কাটব্যাক থেকে হেরেরার শট গোলকিপার মোরারেস হাত উচিয়ে রুখে দেন। ৪৩ মিনিটে কর্নার থেকে রুবেন দিয়াসের হেড দোনারুম্মা ফিরিয়ে দিয়ে দলকে ম্যাচে রাখেন।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতির পর পিএসজি অনেকটাই প্রতি-আক্রমণ নির্ভর খেলেছে।
৫৪ মিনিটে ব্রুইনার শট গোলকিপার দোনারুম্মা পা বাড়িয়ে রুখে দেন। ৬৫ মিনিটে নেইমারের শট বাইরের জাল কাঁপায়। ৭০ মিনিটে ব্রুইনার জোরালো শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৭৪ মিনিটে লিওনেল মেসি গোলের দেখা পান। এমবাপ্পের সঙ্গে ওয়ান টু খেলে বক্সের বাইরে থেকে নিঁখুত শটে পিএসজির হয়ে প্রথম লক্ষ্যভেদ করলেন এই তারকা।

শেষের দিকে মাহরেজের শট লক্ষ্যভ্রষ্ট হলে ম্যান সিটিকে হতাশই হতে হয়। ম্যাচের বাকি সময়টুকু ২-০ স্কোরলাইন ধরে রেখে ম্যাচ জিতেছে প্যারিসের সেরা দলটি।

/টিএ/এলকে/
সম্পর্কিত
বিশ্বকাপ না জিতলে আমি হয়তো জাতীয় দল ছেড়ে দিতাম: মেসি
মেসির মতো ডি মারিয়াকেও প্রাণনাশের হুমকি
মেসিকে ছাড়া বিধ্বস্ত হওয়ার পর ক্ষিপ্ত মায়ামি কোচ
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা