X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কে হচ্ছেন জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী?

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৯

নতুন নেতা খুঁজতে ভোট দিচ্ছে জাপানের ক্ষমতাসীন দল। নির্বাচিত নেতাই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইয়োশিদি সুগা মাত্র এক বছর দায়িত্ব পালনের পর সরে দাঁড়ানোয় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

বুধবারের নির্বাচনে দুই নারীসহ চার প্রার্থী রয়েছেন। এদের মধ্য কেউ একজন থেকে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচিত হবে। এরপর কয়েক সপ্তাহের মধ্যে তাকে সাধারণ নির্বাচনের মুখোমুখি হতে হবে।

প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন ৫৮ বছরের তারো কানো। মার্কিন স্নাতক এই ভ্যাকসিন মন্ত্রী এক সময়ে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় সামলেছেন। এছাড়া আছেন ৬৪ বছরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা।

অন্য প্রতিদ্বন্দ্বিরা হলেন সানায়ি তাকাইচি (৬০)। অতি রক্ষণশীল এই নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এছাড়া আছেন দলের উদারপন্থী নেতা ৬১ বছরের সেইকো নোডা।

পার্টির ভোটাররা স্থানীয় সময় দুপুর একটায় টোকিও হোটেলে ভোট দেওয়া শুরু করবেন। বেলা ২.২০ মিনিটে ফলাফল ঘোষণার কথা রয়েছে।

জনমত জরিপে দেখা গেছে জনগণের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তারো কানো। তবে সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হতে প্রয়োজনীয় ২৮৩ ভোট তিনি পাবেন বলে মনে হচ্ছে না।

সেক্ষেত্রে শীর্ষ দুই প্রার্থীকে তাৎক্ষণিকভাবে আবারও নির্বাচনে লড়তে হবে। তাতে বিজয়ী হতে ৪২৯ ভোটের মধ্যে ২১৫ ভোট পাওয়ার প্রয়োজন পড়বে। পুনর্নির্বাচনের ক্ষেত্রে ফুমিও কিশিদা এগিয়ে থাকবেন। কেননা দলের অতি রক্ষণশীল অংশ তারো কোনোর ব্লকে ভোট দেবে বলে আশা করা হচ্ছে। পুনর্নির্বাচন হলে তার ভোট স্থানীয় সময় ৩টা ৪০ মিনিটে প্রকাশের কথা রয়েছে।

পার্লামেন্টে বড় সংখ্যাগরিষ্ঠতা থাকায় এলডিপির নেতাই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৮ নভেম্বরের আগেই দেশটিতে সাধারণ নির্বাচন হতে হবে।

/জেজে/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা