X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জয়ার ওয়েব সিরিজে নেই বলিউডের নওয়াজুদ্দিন

বিনোদন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৩

ষাটের দশকের নকশাল আন্দোলনের ইতিহাস নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ভারতীয় পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়।

সেই আলোচনা আরও জোরদার হয় যখন দুই গুরুত্বপূর্ণ চরিত্র চারু মজুমদার ও লীলা মজুমদারের ভূমিকায় নওয়াজুদ্দিন সিদ্দিকি ও জয়া আহসানের নাম আসে।

জানা যায়, এর মাধ্যমেই বলিউড বেলকনিতে দাঁড়াচ্ছেন বাংলাদেশের জয়া। তবে আজকের (২৯ সেপ্টেম্বর) খবরে প্রজেক্টটি একটু ধাক্কাই খেলো বলা যায়। কারণ, যাকে নিয়ে অনেকটাই মাতামাতি সেই নওয়াজ সরাসরি জানালেন, চলচ্চিত্রটিতে তিনি কোনোভাবেই সম্পৃক্ত নন। এমনকি পুরোটাই গুজব!

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ তথ্যমতে, নওয়াজের অভিনয় করার সংবাদগুলো অতিরঞ্জিত।

বিষয়টি নিয়ে এ তারকা বললেন, ‘আমি কোনও ওয়েব সিরিজ করছি না। আপাতত এটা থেকে এখন দূরে আছি। তাই ওই বিষয়টি (জয়ার সঙ্গে ওয়েব সিরিজ) পুরোটাই গুজব। আমি এমন কোনও প্রজেক্টে সাইনও করিনি। আপাতত ততদিন আর ওয়েব সিরিজ করবো না যতদিন নিজে রোমাঞ্চিত হই।’

এদিকে ওটিটি প্ল্যাটফর্মের ওপর বেজায় ক্ষুব্ধ ‘সেক্রেড গেমস’ ওয়েব সিরিজ-খ্যাত এ অভিনয়শিল্পী। তিনি মনে করেন, কিছু ব্যবসায়ী এটাকে শুধু ‘ধান্দা’ হিসেবে এখন ব্যবহার করছেন। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘প্রথমে যখন ভারতে কিছু পরিচালক এটি তৈরি শুরু করেন, সেটা ছিল ইউনিক স্টাইল। কিন্তু ইদানীং আমার মনে হয়েছে, ওটিটি তার গুণগত মান ধরে রাখছে না। অনেক কনটেন্ট আসছে কিন্তু ‘কোয়ালিটি খারাপ হো চুকি হ্যায়’। ওটিটি এখন কিছু ব্যবসায়ীর কাছে টাকা আয়ের একটা ধান্দা হয়ে গেছে।’’

এদিকে, নওয়াজের এমন মন্তব্যে এখনও কোনও উত্তর দেয়নি নকশাল আন্দোলন নিয়ে নির্মিত ওয়েব সিরিজ সংশ্লিষ্ট কেউই। মূলত নকশাল নেতা চারু মজুমদার নিয়েই এটি তৈরি হবে। তৎকালীন বিতর্কিত পুলিশ কর্তা রুনু গুহ নিয়োগীর লেখা ‘‌সাদা আমি কালো আমি’‌ অবলম্বনেই তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ।

সম্প্রতি পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী বছরের পূজার আগেই এর কাজ শেষ হবে। 
তিনি জানান, বিতর্কিত পুলিশ অফিসারের চোখ দিয়েই দেখানো হবে গোটা সিরিজ। রুনু গুহ নিয়োগীর চরিত্রে দেখা যাবে রণিত রায়কে। এছাড়াও প্রাথমিক কথা হয়েছে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে। তিনি থাকবেন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমিকায়। শাশ্বত চট্টোপাধ্যায়কে ভাবা হয়েছে চারু মজুমদারের অন্যতম সঙ্গী কানু সান্যালের চরিত্রে। এছাড়া জ্যোতি বসুর চরিত্রের জন্য প্রাথমিকভাবে ভাবা হয়েছে পরেশ রাওয়াল ও বোমান ইরানির কথা।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তিনটি পর্বে দেখানো হবে এই সিরিজ। বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় তৈরি হবে এটি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
কোক স্টুডিও বাংলায় জয়া আহসান!
কোক স্টুডিও বাংলায় জয়া আহসান!
কলকাতার ফিল্মফেয়ারে ঢাকার বাজিমাত!
কলকাতার ফিল্মফেয়ারে ঢাকার বাজিমাত!
জয়াকে নিয়ে ‘জিম্মি’ বানাচ্ছেন নিপুণ
জয়াকে নিয়ে ‘জিম্মি’ বানাচ্ছেন নিপুণ
কলকাতা ফিল্মফেয়ারে ঢাকাই অভিনেত্রীদের দাপট
কলকাতা ফিল্মফেয়ারে ঢাকাই অভিনেত্রীদের দাপট
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!