X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

অ্যাসাঞ্জকে নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা স্বীকার অস্ট্রেলিয়ার

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৩

বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে নিয়ে সম্প্রতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কথা স্বীকার করেছে অস্ট্রেলিয়া। বুধবার অস্ট্রেলীয় সরকার জানায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে তারা স্বচ্ছ ও মানবিক বিচার প্রক্রিয়ার প্রত্যাশার কথা জানিয়েছে। এমন সময় এই আলোচনার কথা সামনে এলো, যখন সিআইএ অ্যাসাঞ্জকে হত্যার ছক কষেছিল বলে খবর প্রকাশিত হয়েছে মার্কিন সংবাদমাধ্যমে। 

২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ২০১৯ সালের এপ্রিলে রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। ওইদিনই তাকে জামিন শর্ত ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে ব্রিটিশ আদালত। তখন থেকে বেলমার্শ নামক কুখ্যাত কারাগারে সাজা ভোগ করছেন অ্যাসাঞ্জ। এরই মধ্যে জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সরকারি কম্পিউটার হ্যাক ও গুপ্তচর আইন লঙ্ঘনসহ ১৮টি অভিযোগ দায়ের করা হয়। ব্রিটিশ পুলিশও অ্যাসাঞ্জকে হেফাজতে নিয়েই জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের অনুরোধেই তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে কি না সে সংক্রান্ত একটি মামলার বিচার চলছে ব্রিটিশ আদালতে। করোনাভাইরাসের কারণে এই মামলার শুনানি এতদিন স্থগিত ছিল।

অস্ট্রেলিয়া সরকার জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মামলার বিষয়টি নিয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেন। তবে অ্যাসাঞ্জকে সমর্থন করা অস্ট্রেলীয় পার্লামেন্ট সদস্যরা মনে করছেন, অবিলম্বে অ্যাসাঞ্জের মুক্তি দাবি করা উচিত সরকারের।

পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সঙ্গে অ্যাসাঞ্জকে নিয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছেন পররাষ্ট্রমন্ত্রী পেইন। ১৫ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন তিনি।

মুখপাত্র আরও বলেন, অস্ট্রেলিয়া অ্যাসাঞ্জের বিষয়ে মানবিক ও স্বচ্ছ বিচারপ্রক্রিয়া মানা হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছে। অ্যাসাঞ্জকে যেন পর্যাপ্ত চিকিৎসার সুযোগ ও আইনি দলের সঙ্গে আলোচনার সুযোগ দেওয়া হয়।

তবে মার্কিন ও ব্রিটিশ পররাষ্টমন্ত্রী এ ব্যাপারে কী বলেছেন, তা জানা যায়নি।

/এএ/
সম্পর্কিত
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন