X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সে বছর শিশু দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল জোরেশোরে

উদিসা ইসলাম
৩০ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ৩০ সেপ্টেম্বরের ঘটনা।)

 

১৯৭৩ সালে বিশ্ব শিশু দিবস পালনের প্রস্তুতি চলছিল জোরেশোরে। ১ অক্টোবর সেই দিবসকে কেন্দ্র করে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণ হিসেবে বঙ্গবন্ধুর শিশুদের প্রতি মনোযোগকে বিবেচনায় নেওয়া হয়। শিশুদের প্রতি ছিল তাঁর অকৃত্রিম ভালবাসা। অন্ধকার মাতৃগর্ভ থেকে যে শিশু ভূমিষ্ঠ হয়, জন্মের প্রথম মুহূর্ত থেকে একটি অধিকার চায় সে—পৃথিবীর কাছে ভালোভাবে বাঁচবার অধিকার। ওই বছর শিশু দিবসের বিষয় ছিল গ্রামীণ শিশু।

যুদ্ধবিধ্বস্ত বাংলার ওপর তখন অভাবের কালোহাত। অপুষ্টি, জরাজীর্ণতা আর রোগব্যাধির নিষ্ঠুর কষাঘাতে অতিষ্ঠ জীবনযাত্রা। আর একটি শিশুকে এই পরিবেশের মধ্যে বড় হয়ে উঠতে হচ্ছে। দুর্নীতি, অনাচার, অপরাধ, সন্ত্রাস সমাজের এসব পঙ্কিলতা থেকে নিবৃত্ত থাকার সংগ্রামে লিপ্ত হতে হচ্ছে। বিশ্ব শিশু দিবসের মর্মার্থ হলো নবকিশলয়, মানবসন্তানকে নিষ্কলুষ আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া। সেই বিবেচনায় সেবছর বিশ্ব শিশু দিবস উপলক্ষে ঢাকার বিভিন্ন শিশু সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রস্তুতি নেয় আলোচনা সভা এবং অনুষ্ঠান আয়োজনের।

দৈনিক বাংলা, ১ অক্টোবর ১৯৭৩

বাংলাদেশ গিনি বিসাউকে স্বীকৃতি দেয় ১৯৭৩ সালেই

এই দিন সরকারিভাবে ঘোষণা করা হয় যে, বাংলাদেশ নতুন আফ্রিকান প্রজাতন্ত্র গিনি বিসাউকে স্বীকৃতি দিয়েছে। এই এলাকার দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম এই নতুন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দিলো। জাতীয় স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রামরত সকল জনগোষ্ঠীর প্রতি সমর্থনের জন্য বাংলাদেশ সরকারের গৃহীত নীতির আলোকে স্বীকৃতি দেওয়া হয়। বঙ্গবন্ধু স্বদেশ এবং বিদেশে বহুবার তাদের সরকারের এই নীতির কথা উল্লেখ করেছেন।

 

ঘরে ফেরার পালা

এইদিন আফগান এয়ারলাইন্সের বোয়িং বিমানের দুটি ফ্লাইট সর্বমোট ২৭০ জন আটক বাঙালি নিয়ে লাহোর থেকে সরাসরি ঢাকা বিমানবন্দরে অবতরণ করে এবং ২৭৫ জন পাকিস্তানি নাগরিক নিয়ে ঢাকা বিমানবন্দর ত্যাগ করে। প্রথম ফ্লাইটে প্রত্যাগতদের মধ্যে ছিলেন ১৮ জন সামরিক অফিসার ও তাদের পরিবার। দ্বিতীয় ফ্লাইটের সকলেই বেসামরিক লোক।

এদিকে চৌয়ের নিকট ইন্দিরা গান্ধীর শুভেচ্ছাবাণী পাঠানো হয়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী চীনে গণতন্ত্র প্রতিষ্ঠার ২৪তম বার্ষিকী উপলক্ষে বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা বাণী পাঠান। ইন্দিরা গান্ধী তার প্রতিবেশী চীনের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

ডেইলি অবজারভার, ১ অক্টোবর ১৯৭৩

সিমেন্ট উৎপাদনে সুষ্ঠু ব্যবস্থা না হলে...

ছাতক সিমেন্ট কারখানা ও চট্টগ্রাম সিমেন্ট কারখানার উৎপাদন বৃদ্ধি এবং জয়পুরহাট চুনাপাথর ও সিমেন্ট কারখানা স্থাপনের সুষ্ঠু ব্যবস্থা অনতিবিলম্বে গ্রহণ না করলে আগামী ৬ বছরের মধ্যে বাংলাদেশ সরকারকে সিমেন্ট আমদানি বাবদ ১০৩ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হবে। পক্ষান্তরে আলোচ্য কারখানায় উৎপাদন বৃদ্ধি ও জয়পুরহাট চুনাপাথর ও সিমেন্ট কারখানা স্থাপন এবং উৎপাদনের নিশ্চয়তা বিধান করা হলে প্রতিবছর বাংলাদেশ সরকারের প্রায় ২৭ কোটি ৫ লাখ টাকা বাড়বে। এ ছাড়া প্রায় পাঁচ হাজার কর্মসংস্থান হবে।

এতে অভ্যন্তরীণ বাজারেও প্রতিবছর বাংলাদেশ বিশাল পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবে। সংশ্লিষ্ট মহল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আলোচ্য তিনটি প্রকার ছাড়াও সিলেটের বাজার চুনাপাথর ও সিমেন্ট কারখানা স্থাপন করলে আগামী কয়েক বছরের মধ্যে বৈদেশিক মুদ্রা আয় অনেক বেড়ে যাবে।

 

 

/এফএ/
সম্পর্কিত
‘বঙ্গবন্ধুর আন্দোলন মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উৎসাহিত করেছিল’
বঙ্গবন্ধু পরিবেশবান্ধব উন্নয়নের স্বপ্নদ্রষ্টা: পরিবেশমন্ত্রী
বঙ্গবন্ধুর আহ্বানেই আমরা প্রতিটি আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর
ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি