X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভারত থেকে দেশে ফিরেছেন ১২ তরুণী

বেনাপোল প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৮

প্রায় দেড় বছর পর যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন দালালের মাধ্যমে ভারত যাওয়া ১২  তরুণী। তারা অবৈধপথে ভালো কাজ পাওয়ার আশায় ভারতে গিয়েছিলেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। পরে তাদেরকে পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি নামে দুটি এনজিও সংস্থার কাছে তাদের হস্তান্তর করা হয়।

১২ জনের মধ্যে জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি একজনকে গ্রহণ করেছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার শাওলী সুলতানা বলেন, ‘দেড় বছর আগে ভালো কাজের আশায় তারা দালালের মাধ্যমে ভারতের হায়দ্রাবাদ যায়। দালালরা তাদের কোনও কাজ না দিয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় স্থানীয় থানার পুলিশ গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে প্রোজ্বলা নামে একটি শেল্টার হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। তারা বাংলাদেশি কি-না যাচাই-বাছাই শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফেরেন।’

ফিরে আসা এক তরুণী বলেন, ‘আমি দরিদ্র পরিবারের মেয়ে, বাবা-মা নেই। ছোট দুইটি ভাই-বোন আছে আমার। তাদের ভরণপোষণ ও লেখাপড়ার জন্য ভালো আয়ের আশায় দালালের মাধ্যমে ভারতে গিয়েছিলাম। কিন্তু হায়দ্রাবাদ এলাকায় দালালরা আমাকে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশের কাছে আটক হই। দুই দেশের সরকারের বিশেষ সহায়তায় আজ দেশে ফিরেছি।’

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব বলেন, ‘সেখানে অবৈধভাবে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় পুলিশ তাদের আটক করে এবং আদালতে পাঠায়। সেখান থেকে ‘প্রোজ্বলা’ নামে একটি শেল্টার হোম ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। ওই শেল্টার হোমের সার্বিক সহযোগিতায় দেড় বছর পর তাদের দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।’

/এফআর/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া